টুকরো খবর |
পূর্বস্থলীতে প্রৌঢ় নিখোঁজের ঘটনায় ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
প্রৌঢ় নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পূর্বস্থলীতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ভাগীরথীর কালনার কালীনগর ঘাটে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ১ ব্লকের পারুলডাঙার কেরোসিন তেলের ডিপোর কর্মী, বছর পঞ্চাশের অখিল ঘোষ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ। তাঁর দাদা কর্তিক ঘোষ পুলিশের কাছে অভিযোগে জানান, তাঁদের সন্দেহ অখিলবাবুকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবার সুকু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ধৃত সুকু শেখ জানিয়েছে, পূর্বস্থলীর ভাণ্ডারটিকুরি এলাকায় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অখিলবাবুর। বছরখানেক আগে থেকে সেই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুকুর। এ নিয়ে সুকুর সঙ্গে অখিলবাবুর বিবাদ বাধে। সুকু তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছিলেন অখিলবাবু।
অখিলবাবুকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পূর্বস্থলী ২ ব্লকের বারুইডাঙা থেকে গ্রেফতার করা হয় সুকুকে। পুলিশের দাবি, জেরায় প্রথমে অস্বীকার করলেও পরে সুকু জানিয়েছে, অখিলবাবুকে খুন করে দেহ বালির বস্তায় বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁকে অপহরণের জন্য নবদ্বীপের এক দুষ্কৃতীকে ভাড়া করে সে। পুলিশের দাবি, সুকু জানিয়েছে, খুনের কোনও পরিকল্পনা ছিল না তাদের। কিন্তু জোর করে গাড়িতে তোলার পরে অখিলবাবু চিৎকার করায় তাঁকে ঘাড়ে আঘাত করে দুষ্কৃতীরা। তাতেই তাঁর মৃত্যু হয়। পূর্বস্থলীর আইসি রঞ্জন সিংহ জানান, এই ঘটনায় যুক্ত অন্য দুষ্কৃতীদের খোঁজ চলছে।
|
কারখানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তিনটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় তিন দফা দাবিতে বিক্ষোভ দেখানোর পর কর্তৃপক্ষের হাতে দাবিপত্র তুলে দিল যুব তৃণমূল। সংগঠনের নেতা অলোক দাস জানান, কিছু যুবক সিন্ডিকেট করে ইট-বালি-সিমেন্ট-রড সরবরাহে একাধিপত্য কায়েম করেছে। সিন্ডিকেট ভাঙতে হবে। বহিরাগতদের নিয়োগ করা যাবে না। সামাজিক কাজ করলে তা গ্রামবাসীদের নিয়ে কমিটি গড়ে করতে হবে। তিনটি কারখানার কর্তৃপক্ষই জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।
|
নয়া সিবিআই কোর্ট |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোলের সিবিআই কোর্ট আজ, শনিবার উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস জয়নারায়ণ পটেল। উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরেয়া। আসানসোল আদালতের এজিপি অসীম ঘটক বলেন, “এডিজে ২-র বিচারক ছিলেন একে দাস। তাঁকেই সিবিআই বিশেষ আদালতে বিচার বিভাগ নিয়োগ করেছে।”
|
বদলি রদের দাবি, বিক্ষোভ খনিতে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কোলিয়ারির ভূগর্ভ থেকে জল বের না করে ২১৫ জন কর্মীকে অন্যত্র বদলির বিজ্ঞপ্তি জারি করেছে ইসিএল। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নর্থ সিহারসোল কোলিয়ারিতে। প্রতিবাদে সংশ্লিষ্ট কুনস্তরিয়া এরিয়ার সমস্ত কোলিয়ারিতে পরিবহণ বন্ধ রেখে শুক্রবার বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি, সিটু, আইএনটিইউসি-সহ অন্য সংগঠনগুলির যুক্ত সংগ্রাম কমিটি। কমিটির পক্ষে সুকুমার বাউরি জানান, ৪ মাসের বেশি সময় ধরে ভূগর্ভে জল জমে রয়েছে। পাম্প দিয়ে জল বের না করে কর্মীদের অন্যত্র স্থানান্তরিতকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসিএল। আগেও দু’বার বিজ্ঞপ্তি জারি করা হলেও কর্মী বিক্ষোভের জেরে তা প্রত্যাহার করেছিল ইসিএল। ফের একই ঘটনা ঘটল। এ দিন পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখানোয় কাজ না হলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর হুমকি দেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
|
পুনর্বাসনের দাবি বারাবনিতে |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জমি জবর-দখল করে গড়ে ওঠা বাড়ি এবং কর্মী আবাসনে অবৈধ দখলদারদের খালি করার বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইসিএল। তার প্রতিবাদে শুক্রবার বারাবনির বনজেমারি কোলিয়ারিতে যুব তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন দখলদারেরা। বিক্ষোভকারীদের নেতা পাপ্পু উপাধ্যায় জানান, নুনিয়াপাড়া, ভুঁইয়াপাড়ার ১৫০টি পরিবার ৫০ থেকে ১০০ বছর বাড়ি তৈরি করে বসবাস করছে। এছাড়া কর্মী আবাসনে ৫০টি পরিবার কয়েক পুরুষ ধরে বসবাস করছে। এদের উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে তাঁরা কোলিয়ারির প্যাচ বন্ধ করে বিক্ষোভ দেখাবেন। কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
এথোড়ায় নতুন প্রধান তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুর ব্লকের এথোড়া পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের বৈদ্যনাথ মণ্ডল। পাঁচ সদস্যের এই পঞ্চায়েতে বৈদ্যনাথবাবু তিন জনের সমর্থন পেয়েছেন। বাকি দু’জন এ দিন অনুপস্থিত ছিলেন। ২১ নভেম্বর পঞ্চায়েতের আস্থা ভোটে পরাজিত হন কংগ্রেস প্রধান সুভাষ পুইতুন্ডি। তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন কংগ্রেসের গোবিন্দ ধীবর, সুমিত্রা টুডু ও তৃণমূলের বৈদ্যনাথ মণ্ডল। শুক্রবার নতুন প্রধান নির্বাচনের দিন এই তিন জনই উপস্থিত ছিলেন। আসেননি সুভাষ পুইতন্ডি ও কংগ্রেসের আর এক সদস্য লক্ষ্মী ভট্টাচার্য। প্রসঙ্গত, পাঁচ সদস্যের এই পঞ্চায়েতে চার জন কংগ্রেস ও এক জন তৃণমূল সদস্য।
|
জামুড়িয়ায় খনিতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কোলিয়ারির ভূগর্ভ থেকে জল বের না করে ২১৫ জন কর্মীকে অন্যত্র বদলির বিজ্ঞপ্তি জারি করেছে ইসিএল। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নর্থ সিহারসোল কোলিয়ারিতে। প্রতিবাদে সংশ্লিষ্ট কুনস্তরিয়া এরিয়ার সমস্ত কোলিয়ারিতে পরিবহণ বন্ধ রেখে শুক্রবার বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি, সিটু, আইএনটিইউসি-সহ অন্য সংগঠনগুলির যুক্ত সংগ্রাম কমিটি। কমিটির পক্ষে সুকুমার বাউরি জানান, আগেও দু’বার বিজ্ঞপ্তি জারি করা হলেও কর্মী বিক্ষোভের জেরে তা প্রত্যাহার করেছিল ইসিএল। এ দিন পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখানোয় কাজ না হলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখানোর হুমকি দেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। |
|