অজয় ঘোষ ট্রফি জিতল কলকাতা
|
অজয় ঘোষ ট্রফিতে খেতাব জিতল কলকাতা বিশ্ববিদ্যালয়। ফাইনালে শুক্রবার বর্ধমানের মোহনবাগান মাঠে তারা বারাসত স্টেট ইউনিভার্সিটিকে ১০ রানে হারায়। এ দিন পিচ ভিজে থাকায় ৪৫ ওভারের খেলা কমে দাঁড়ায় ৩৭ ওভারে। প্রথমে কলকাতা করে ৩৭ ওভারে ১৮৭-৯। দলের সুজয় দাস ৪৭ বলে ৬২ রান করে ম্যাচের সেরা। বারাসতের সঞ্জয় যাদব ৩১ রানে ২ ও রঞ্জন সাহা ২৯ রানে ২ উইকেট দখল করেছেন। জবাবে ব্যাট করতে নেমে বারাসত করে ৩৭ ওভারে ১৭৭-৯। সঞ্জয় যাদব করেন ৪৫। কলকাতার ঋষভ দাস ৪৫ রানে ৩ ও দেবপ্রিয় সুর ৩৭ রানে ২ উইকেট ও অধিনায়ক আব্দুল ওয়ালি খান ২৪ রানে ২ উইকেট দখল করেন। গত বার কলকাতা এই প্রতিযোগিতায় রানার্স হয়েছিল। সেই বারের চ্যাম্পিয়ন বিশ্বভারতী অবশ্য এ বার সেমি ফাইনালে কলকাতার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। পুরস্কার দেন সিএবির যুগ্মসচিব বিশ্বরূপ দে। তিনি বলেন, “বাংলায় প্রচুর প্রতিভা থাকলেও নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার মত মানসিকতায় ঘাটতি রয়েছে। তাই আমাদের ক্রিকেটারেরা দেশের অন্য রাজ্যগুলির প্রেক্ষিতে পিছিয়ে পড়ছেন।” বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দাঁ বলেন, “বর্ধমানের মানুষের ক্রিকেটের প্রতি টান বাড়ছে। তাই আমরা সিএবি-র সহযোগিতায় আরও কিছু বড় মাপের প্রতিযোগিতার আয়োজন করতে চাই।”
|
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমান। শুক্রবার রাধারানি স্টেডিয়ামে তারা দুর্গাপুরকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর করে ৩৫ ওভারে ১৫৮-৯। পীযূষ মুখোপাধ্যায় করে অপরাজিত ৩৭, সুরজিত সরকার ২১। বর্ধমানের বিকাশ ভার্মা ৩২ রানে ২, স্বস্ত্যায়ন রায় ২৪ রানে ২, সূর্য চৌধুরী ২০ রানে ২ উইকরেট দখল করেন। পরে বর্ধমান ৩১ ওভারে করে ১৬৩-৫। প্রথমে অবশ্য মাত্র ৪৫ রানে বর্ধমান ৫টি উইকেট হারায়। পরে নির্লিপ্ত বন্দ্যোপাধ্যায় ৭৪ আর স্বস্ত্যায়ন রায় ৩৬ অপরাজিত থেকে দলকে জেতায়। পীযূষ মুখোপাধ্যায় ৫২ রানে তিন উইকেট দখল করেন।
|
এফআরসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার প্রথম সেমি ফাইনালে জয়ী হল পঞ্চমপল্লি উচ্চ বিদ্যালয়। এফআরসি মাঠে তারা কস্তুরবা গাঁধী হাই স্কুলকে ৩-০ গোলে হারায়। দু’টি গোল করে ম্যাচের সেরা সুরজ মারান্ডি। একই মাঠে দ্বিতীয় সেমি ফাইনালে দেশবন্ধু হিন্দি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে দেশবন্ধু বাংলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে গেল। গোলটি করে নীরজ কুমার। সে-ই ম্যাচের সেরা।
|