কলেজে মনোনয়ন জমা নিয়ে মারপিট, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্র পরিষদের সদস্য-সর্থকদের উপরে হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে টিএমসিপি। সংগঠনের বর্ধমান জেলা কমিটির সভাপতি অশোক রুদ্র বলেন, “আমাদের প্রতিনিধিরা শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন। আমরা কাউকে আক্রমণ করিনি। উল্টে একদল ছাত্র আমাদের প্রতিনিধিদের উপরেই চড়াও হয়।” হামলাকারী ছাত্রেরা ছাত্র পরিষদের সদস্য-সমর্থক কি না, সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি অশোকবাবু॥
বিক্ষোভ। জমি জবর-দখল করে গড়ে ওঠা বাড়ি এবং কর্মী আবাসনে অবৈধ দখলদারদের খালি করার বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইসিএল। প্রতিবাদে শুক্রবার বারাবনির বনজেমারি কোলিয়ারিতে যুব তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন দখলদাররা। বিক্ষোভকারীদের নেতা পাপ্পু উপাধ্যায় জানান, উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে তাঁরা কোলিয়ারির প্যাচ বন্ধ করে বিক্ষোভ দেখাবেন। কোলিয়ারি কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। |