বনগাঁয় চালু হল মোটর ভেহিক্যালস দফতর
পূর্ত ও পরিবহণ দফতরের উদ্যোগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় চালু হল মোটর ভেহিক্যালস অফিস। শুক্রবার ওই অফিসের উদ্বোধন করেন মহকুমাশাসক সঞ্জয় বনশল। এর ফলে বনগাঁ মহকুমায় পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত এবং সাধারণ গাড়ির মালিকেরা উপকৃত হবেন। কারণ, এতদিন এখানকার মানুষকে বারাসতে আঞ্চলির পরিবহণ দফতরে গিয়ে গাড়ির ট্যাক্স জমা দিতে হত। গাড়ির ‘ফিটনেস’ সার্টিফিকেট জোগাড় থেকে মালিকানা পরিবর্তন যাবতীয় কাজ করতে হত। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে যাতায়াতবাবদ টাকাও বেশি খরচ হত। বনগাঁয় নতুন অফিস চালু হওয়ায় এই সমস্যার সুরাহা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক, এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায়, জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থায় রাজ্য সরকারের প্রতিনিধি গোপাল শেঠ, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান জোৎস্না আঢ্য, এআরটিও স্বপন প্রামাণিক প্রমুখ। আঞ্চলিক পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এখন থেকে বনগাঁ অফিস থেকে গাড়ির ‘ফিটনেস’ সংক্রান্ত শংসাপত্র দেওয়া হবে। এখানে ট্যাক্স জমা দেওয়া যাবে। গাড়ির মালিকানা পরিবর্তন-সহ ঋণ সংক্রান্ত কাজও করা যাবে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বসিরহাট মহকুমায় ইতিমধ্যেই এরকম অফিস তৈরি হয়েছে। রাজ্যে এমন অফিসের সংখ্যা ১৮টি। জেলাশাসক বলেন, “পরবর্তী সময়ে এখানে স্থায়ী এআরটিও অফিস তৈরি করা হবে। ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন খোন থেকে দেওয়া হবে।”
তবে বনগাঁয় এই অফিস তৈরির পিছনে আরটিও সদস্য গোপাল শেঠের ভূমিকার প্রশংসা করেছেন জেলা প্রশাসনের কর্তারা বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন-এর কোষাধ্যক্ষ ও বনগাঁ পুরসভার কাউন্সিলার শম্ভু দাস বলেন, “এ ফলে গাড়ির মালিকেরা খুবই উপকৃত হবেন। তাঁদের অযতা বেশি সময়। টাকা খরচ করতে হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.