টুকরো খবর
কার্তুজ-সহ যুবক ধৃত
কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ধরা হয় ওই যুবককে। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় কার্তুজ। ধৃত যুবকের নাম প্রদ্যোৎ মাইতি। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনি গ্রামে। ওই যুবকের সঙ্গে আরও দু’জন ছিল। তাঁরা পলাতক। কেশিয়াড়ির তিন যুবক একটি ট্যাক্সিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না ব্লক স্থাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থেকে নামার সময় একটি কার্তুজ মাটিতে পড়ে যায়। এ নিয়ে হইচই শুরু হতেই ওই দুই যুবক পালিয়ে যায়। গাড়ির চালক প্রদ্যোৎকে ধরে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে আরও দু’টি কার্তুজ ও চারটি ছুরি উদ্ধার করেছে। এরপরেই চালককে গ্রেফতার করে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত পুলিশি জেরায় চালক জানিয়েছে, কেশিয়াড়ির শুকডুবি গ্রামের ওই দুই যুবক গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিল। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

শিলদা-কাণ্ডে চার্জ-গঠন হতে পারে ২৩-শে
শিলদা মামলায় চার্জ-গঠন হতে পারে আগামী ২৩ ডিসেম্বর। শুক্রবার এই মামলায় জেলবন্দিদের মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়। বিচারক শুভেন্দু সামন্ত ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। এই মামলাটি বিচারের জন্য আগেই মেদিনীপুরের দায়রা আদালতে পাঠিয়েছিল ঝাড়গ্রামের এসিজেএম আদালত। কিন্তু, মামলার কিছু কাগজপত্র পাওয়া যায়নি বলে অভিযুক্তদের আইনজীবীরা দায়রা বিচারকের দৃষ্টি আকর্ষণ করার পরে মামলাটি ঝাড়গ্রামে ফেরৎ পাঠানো হয়েছিল। ২০১০-এর ১৫ ফেব্রুয়ারি শিলদার ইএফআর শিবিরে মাওবাদী হামলার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৪ জওয়ান। লুঠ হয়েছিল বেশ কিছু অস্ত্র। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন অভিযুক্ত জেলবন্দি রয়েছেন। অন্য দিকে, শুক্রবারই ইউএপিএ (বেআইনি কার্যকলাপ নিরোধক আইন) মামলায় ছত্রধর মাহাতো, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়-সহ ৬ জন জেলবন্দিকে মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়েছিল। এই মামলায় আর এক অভিযুক্ত রঞ্জিত মুর্মু জেলে থাকাকালীনই মারা গিয়েছেন। পারিবারিক অনুষ্ঠানে হাজির থাকার ইচ্ছা প্রকাশ করে এ দিন রাজা সরখেলের তরফে আদালতে ‘প্যারোলে’ মুক্তির আবেদন জানানো হয়। বিচারক অভিজিৎ সোম তা খারিজ করে দেন। আগামী ১০ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। চার্জ-গঠন হবে সে দিন।

মাওবাদীদের তোপ তৃণমূলের
সেই জামবনি, যেখানে গত ২৪ নভেম্বর নিহত হয়েছিলেন মাওবাদী নেতা কিষেণজিশুক্রবার সেই জামবনি ব্লকেরই গিধনিতে ‘শান্তি ও উন্নয়নের পক্ষে’ পদযাত্রা ও সভা করল তৃণমূল। যুব তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা হয়। পরে গিধনি বাজারে হয় সভা। সভায় দেবাশিসবাবু বলেন, “কিষেণজির মৃত্যুর জন্য কিষেণজি নিজেই দায়ী। কারণ মানুষ বন্দুকের রাজনীতি পছন্দ করেন না। বন্দুকের ভয় দেখিয়ে কিছু দিনের জন্য মানুষকে পক্ষে রাখা গেলেও সেই রাজনীতি কখনওই সফল হয় না। মানুষ চান শান্তি ও উন্নয়ন। যা বন্দুকবিহীন সংসদীয় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই সম্ভব।” তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “গত সাড়ে তিন দশক ধরে জামবনিতে বেআইনি অস্ত্র দিয়ে সন্ত্রাসের রাজনীতি কায়েম রেখেছিল সিপিএম। মাওবাদীদের দিয়ে সেই খুন-সন্ত্রাসের উত্তরাধিকার কায়েম রাখতে চেয়েছিল সিপিএম। কিন্তু শান্তি ও উন্নয়ন-প্রত্যাশী এলাকাবাসী সেই অপচেষ্টা রুখে দিয়েছেন।” জামবনি এলাকা থেকে সিপিএমের বেআইনি অস্ত্র উদ্ধারের পাশাপাশি সিপিএম নিয়ন্ত্রিত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তও দাবি করেন দীনেনবাবু। ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, দলের জামবনি ব্লক-সভাপতি জগদীশ মাহাতো, ব্লক-যুব সভাপতি দেবনাথ হাঁসদা প্রমুখ।

দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি ফেডারেশনের
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দুর্নীতি-মুক্ত প্রশাসনের দাবিতে সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিয়ে একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। যার মুখ্য উপদেষ্টা হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষিকা তথা তৃণমূল শিক্ষা সেলের আহ্বায়ক ইন্দ্রানী দত্ত চৌধুরী। সেই সঙ্গে ৬ জনের একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। যার সভাপতি ধীমান দাস, সম্পাদক হয়েছেন কৃষ্ণকলি সামন্ত। বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়। ফেডারেশনের জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন, “বিগত ৩৫ বছর ধরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল সিপিএম। দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ, প্রতিবাদ করলে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানো ও তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ বার যাতে তা না হয়, স্বচ্ছ প্রশাসন গড়ে ওঠে--সে জন্যই সংগঠন লড়াই চালাবে।”

অস্বাভাবিক মৃত্যু যুবকের
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। প্রেমে বাধা পেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের লোকেদের। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হলদিয়ার বৈষ্ণবচকে। মৃত যুবকের নাম অভিজিৎ মান্না (২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকারই এক কিশোরীর সঙ্গে বহু দিন ধরে প্রেমের সম্পকর্র্ ছিল ওই যুবকের। অভিযোগ, মেয়ের বাড়ির লোকেরা তা মানতে না পেরে ওই যুবককে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন বৃহস্পতিবার বিকেলে। মৃতার মা কৃষ্ণাদেবীর দাবি, “স্থানীয় ক্লাবের সদস্যদের দিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওরা। খুব মারধর করে। বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরার পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছেলে।” তবে, মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ সুয়োমোটো মামলা করেছে।

আশা-কর্মীদের স্মারকলিপি
জেলার বিভিন্ন ব্লকে বিএমওএইচ এবং জেলা-সদরে সিএমওএইচের কাছে শুক্রবার বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছেন আশা-কর্মীরা। তাঁদের অভিযোগ, তাঁদের জন্য তৈরি বেতন কাঠামো সম্পূর্ণ অবৈজ্ঞানিক। কেউ মাসে সাড়ে চারশো টাকা পান আবার কেউ মাসে পান দেড় হাজার টাকা। অথচ, রাত্রেও নিরাপত্তা ছাড়া কাজ করতে হচ্ছে তাঁদের। পাশাপাশি গর্ভবতী মহিলাদের স্থানীয় ব্লক হাসপাতাল কিংবা গ্রামীণ হাসপাতালে পৌঁছে দিতে হয়। সে ক্ষেত্রেও বেশিরভাগ সময়েই ওই সব হাসপাতালের কর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায় না। তাই আশা-কর্মীদের বিষয়টি মানবিকতার সঙ্গে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন সংগঠনের নেত্রী মৌসুমী ভট্টাচার্য, ইন্দিরা মাইতিরা।

অঙ্গন-নাট্যোৎসব শুরু
ছবি: দেবরাজ ঘোষ।
‘ঝাড়গ্রাম প্রয়াস’-এর উদ্যোগে তিন দিনের ‘অঙ্গন নাট্যোৎসব’ শুরু হল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার মাঝেরপাড়া ময়দানের মুক্তমঞ্চে। এ বার এই নাট্যোৎসবের ষষ্ঠ বর্ষ। এ বারের উৎসবটি প্রয়াত বাদল সরকারের প্রতি নিবেদিত। শুক্রবার সন্ধ্যায় প্রথমে প্রয়াস প্রযোজিত ‘চড়ুইভাতি’ নাটকটি অভিনীত হয়। এরপর ‘অগ্নিগর্ভ’ নাটকটি অভিনয় করে কাঁচরাপাড়ার পথসেনা নাট্যসংস্থা। আজ, শনিবার রয়েছে প্রয়াস-এর ‘জাতীয় বীর’ এবং কলকাতার শতাব্দী প্রযোজিত ‘নদিতে’। রবিবার কলকাতার ‘আয়না’ প্রযোজিত ‘গাধায়ন’ ও ‘বাঘ’ নাটক দু’টি অভিনীত হবে।

নন্দীগ্রামে আরও ২ ধৃত সিপিএম কর্মী
নন্দীগ্রামের নিখোঁজ-কাণ্ডে এ বার নন্দীগ্রাম থেকেই দুই সিপিএম নেতা-কর্মীকে গ্রেফতার করল সিআইডি। গোকুলনগরের সিপিএম লোকাল কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মৃন্ময় দাস এবং স্থানীয় সিপিএম কর্মী গুরুপদ দাসকে শুক্রবার দুপুরে তাঁদের বাড়ি থেকেই ধরে সিআইডি-র দল। ধৃতেরা ২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলা চালানোর ঘটনায় যুক্ত বলে দাবি সিআইডি-র। ওই হামলার পর থেকেই ‘নিখোঁজ’ ভূমি-কমিটির বেশ কয়েক জন। সন্দেহ, তাঁদের মেরে দেহ লোপাট করা হয়েছে। মৃন্ময়-গুরুপদকে নিয়ে এই মামলায় ৫ সিপিএম নেতা-কর্মীকে ধরল সিআইডি।

আবাসনে হামলা
রাতের অন্ধকারে আবাসনে হামলা চালিয়ে লুঠপাট, মারধর করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে হলদিয়া টাউনশিপের আজাদ হিন্দ নগরের ‘টেকনো ভিলা’র একটি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই আবাসনের ছ’টি বাড়ির পাঁচটিই খালি। একটিতে এক পুত্র ও স্ত্রীকে নিয়ে থাকতেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার নন্দলাল চক্রবর্তী। ঘটনার দিন কর্মসূত্রে তিনি খড়্গপুরে ছিলেন। খবর পেয়ে বাড়ি আসেন ও শুক্রবার সকালে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। নন্দলালবাবু বলেন, “রাত দু’টো নাগাদ চার জন দুষ্কৃতী ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। বেধড়ক মারধর করে ছেলেকে। স্ত্রী-র উপরেও শারীরিক নির্যাতন চালায়। লুঠপাট করে।” ওয়াচম্যানকেও দুষ্কৃতীরা বেধে রেখে মারধর করে।

শিল্পধ্বনি উৎসব ঝাড়গ্রামে
ঝাড়গ্রাম শিল্পীতীর্থ শিক্ষানিকেতনের বার্ষিক শিল্প-সংস্কৃতি উৎসব ‘শিল্পধ্বনি’ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ঝাড়গ্রামের অফিসার্স ক্লাব ময়দানে। ওই দিন সকালে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বর্ণাঢ্য পদযাত্রা হবে। উৎসব চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় অসম, ওডিশা, সিকিম ও ত্রিপুরার লোকনৃত্যের পাশাপাশি পরিবেশিত হবে ঝুমুর ও আদিবাসী লোকনৃত্য। উৎসব প্রাঙ্গণে শিল্পীতীর্থের শিক্ষার্থীদের আঁকা ছবি এবং স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনীও চলবে। উদ্যোক্তা সংস্থার সম্পাদক সুখময় শতপথী জানান, জঙ্গলমহলে গত কয়েক বছরে যাঁরা নিহত হয়েছেন, শেষ দিনে তাঁদের স্মরণে শান্তির ‘গণ-শপথ’ নেবে শিশু-কিশোর-কিশোরীরা।

গোষ্ঠী সংঘর্ষ, ধৃত
ধান কাটা নিয়ে তৃণমূলের দু’টি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূলকর্মীর বাড়ি এগরার হুড়কুচিয়া গ্রামে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর এলাকায় পুলিশি টহল চলছে। শুক্রবারও গ্রামের পরিবেশ ছিল থমথমে। প্রশাসনের নির্দেশে ধান কাটা বন্ধ রয়েছে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “উভয়পক্ষের চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

যুব দিবস পালন
মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রমের সহযোগিতায় বিবেকানন্দ সম্মেলন ও জাতীয় যুব দিবস পালন করা হয় শুক্রবার। দাঁতন-২ ব্লকের সাউরি বিন্দা মন্দিরে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন বেলুড় বিদ্যামন্দিরের অধ্যক্ষ ওঙ্কারাত্মানন্দ মহারাজ। দাঁতন ১ ও ২, মোহনপুর এবং কেশিয়াড়ি থানা এলাকার স্কুলগুলিকে নিয়ে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

নক আউট ক্রিকেট
সাত দিনের নক আউট ক্রিকেট শুরু হয়েছে দাঁতন-১ ব্লকের মোগলমারিতে। স্থানীয় সম্প্রীতি সংঘের উদ্যোগে মোগলমারি মাঠে ‘রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল ক্রিকেট কাপ’এ যোগ দিয়েছে জেলার আটটি দল। শুক্রবার সেমিফাইনালের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল বেলদা ফ্রেন্ডস একাদশ ও মনোহরপুর মাতৃসেবক সংঘ।

আবগারি-অভিযান
মগরাহাটে বিষমদ-কাণ্ডের পরে রাজ্য জুড়েই চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও আবগারি দফতর অভিযান চালিয়ে তিনটি মদের ভাটি ভেঙে দিল মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরে। এ দিনই সুতাহাটা থানার পুলিশ চৈতন্যপুর থেকে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করে। ৪ জনকে গ্রেফতারও করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.