বোমাতঙ্ক টিসিএস অফিসে
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
সাতসকালেই বোমাতঙ্কে খালি করে দিতে হল অম্বাত্তুরের আইটিপার্কের একটি ভবন। বের করে আনা হল এক হাজারেরও বেশি কর্মীকে। ১৬ তলা এই ভবনেই টাটা কনসালটেন্সি সার্ভিসেস-এর (টিসিএস) অফিস। পুলিশ সূত্রে খবর,আজ ওই ভবনেরই একটি বিদ্যুৎ সংস্থার অফিসে ফোন আসে যে সেখানে বোমা রাখা আছে। |
মানবিক বিকাশের হারে খেদ অমর্ত্যর
সংবাদসংস্থা • কলকাতা |
মানবিক বিকাশের ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল বা ভুটানের চেয়েও ভারত পিছিয়ে রয়েছে বলে খেদ প্রকাশ করলেন অমর্ত্য সেন। আজ সিআইআই-এর একটি অনুষ্ঠানে তিনি বলেন, “ট্র্যাজেডি এটাই যে, শুধু চিন নয়, এমনকী বাংলাদেশও সামাজিক মাপকাঠির প্রায় সব ক’টি ক্ষেত্রেই ভারতের চেয়ে ভাল অবস্থায় রয়েছে।...নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবাই এগিয়ে গিয়েছে।” প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গত কালের বৈঠকের কথা উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টা কথা বলেছি। কিন্তু আমি জানতাম, তাঁকে আমি আশ্বস্ত করে বলতে পারব না যে, তিনি ভাল প্রধানমন্ত্রী বলে সব কিছু ভাল হবে। কারণ, ভারতীয় গণতন্ত্র ও ভাবে চলে না।” |