|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
তীব্রতার মধ্যেও স্নিগ্ধ লাবণ্য |
মৃণাল ঘোষ |
এইতিন শিল্পী এক সঙ্গেই প্রদর্শনী করে আসছেন দু’এক বছর যাবৎ। কোমোল্ড গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল তাদের সম্মেলক। ডা. প্রদীপ চৌধুরীএক জন চিকিৎসক। সাতটি ছবি এঁকেছেন অ্যাক্রিলিকে। মানব-মানবীর মুখ ও অবয়ব নিয়ে কাজ করেছেন। চিন্ময় চক্রবর্তী বিমূর্ততা থেকে অভিব্যক্তিবাদী মূর্ততায় ফিরতে চেষ্টা করেছেন। প্রকাশের তীব্রতার মধ্যেও স্নিগ্ধ লাবণ্য এসেছে কখনও। প্রদীপ মজুমদারের সাতটি ছবিতে লৌকিক আঙ্গিক ব্যবহার করে দেশীয় রূপরীতিতে লাবণ্যময় স্নিগ্ধ জীবনের ছবি এঁকেছেন তিনি। প্রকরণ ও আঙ্গিকে সকলের ছবিই যথেষ্ট উত্তীর্ণ মানের। উপস্থাপনায় আরও একটু পেশাদারিত্ব প্রয়োজন তাঁদের। |
|
|
প্রদর্শনী
চলছে
সিমা: অদ্ভুতম ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ফোটোগ্রাফি কাল শেষ।
চিত্রকূট: স্বপনকুমার সাহা, শুক্লা ভট্টাচার্য ২০ ডিসেম্বর পর্যন্ত।
গ্যালারি আপস্টেয়ারস: বীরেশ্বর, আশিস প্রমুখ ২৪ পর্যন্ত।
অক্সফোর্ড বুক স্টোর: রূপা মিত্র ২৯ ডিসেম্বর পর্যন্ত।
শ্রী আর্ট গ্যালারি: ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ইমামি চিজেল: অম্লান, চন্দ্রনাথ প্রমুখ ৭ জানুয়ারি পর্যন্ত। |
|
|
|
|
|