অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজতে কলকাতা পুলিশকে প্রতিশ্রুত ৫ কোটি টাকার মধ্যে আরও ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। পাশপাশি, সোমবার থেকে প্রতিটি বরোতে অগ্নি-নিরাপত্তার হাল খতিয়ে দেখতে পরিদর্শন শুরু হবে বলে শুক্রবার পুরসভা সূত্রে খবর। স্টিফেন কোর্টের ঘটনার পরে লালবাজার-সহ অন্যান্য পুরনো থানার অগ্নি-সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজতে পুরসভার কাছে ৫ কোটি টাকা চায় কলকাতা পুলিশ। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “অগ্নি-নির্বাপণ ব্যবস্থার জন্য কলকাতা পুলিশকে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগেই এ বাবদ ১ কোটি টাকা দেওয়া হয়। এ নিয়ে মোট ৩ কোটি টাকা দেওয়া হল। বাকি দু’কোটি টাকাও পরে দেওয়া হবে।” এ ছাড়া, লেক মার্কেট-সহ পুর-বাজারগুলিতে আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা গড়া নিয়ে আলোচনা চলছে বলে মেয়র জানান। পুরসভার ১৫টি বরোতে অগ্নি-নির্বাপণ ব্যবস্থার হাল-হকিকৎ পরিদর্শনের কমিটি এ দিন বৈঠকে ঠিক করে, সোমবার থেকে পরিদর্শন হবে। প্রতি সপ্তাহে সোম, বুধ ও শুক্র প্রতিটি বরো এলাকায় যাবেন পরিদর্শকেরা।
|
গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের প্রাতঃ ও দিবা বিভাগের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৩ ডিসেম্বর ওই নির্বাচনের কথা ছিল। আবেদনকারীদের অভিযোগ, বহিরাগতেরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় ১৩ ডিসেম্বর, শেষ দিনে অনেকেই মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তার পরেই নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক সাত জন হাইকোর্টে অভিযোগ জানিয়ে মামলা করেন।
|
ফের ভোগাল মেট্রো। এ বার লাইনে ফাটল। শুক্রবার কালীঘাট-রবীন্দ্র সরোবরের মাঝে ফাটল ধরা পড়ায় ১ ঘণ্টা বিঘ্নিত হয় পরিষেবা। ৭ মে এসপ্ল্যানেডে লাইনে ফাটলের জেরে প্রায় দেড় ঘণ্টা ও ৭ অগস্ট ময়দান স্টেশনে লাইনে ফাটল ধরা পড়ায় আড়াই ঘণ্টারও বেশি পরিষেবা বিঘ্নিত হয়। মেট্রো সূত্রে খবর, এ দিন ৩টে ২০ নাগাদ কালীঘাট থেকে ডাউনে ট্রেন যাওয়ার সময়ে মোটরম্যান তারক দে ফাটলটি দেখেন। তিনিই কন্ট্রোলে খবর দেন। দমদম-ময়দান ও কবি সুভাষ-মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালু ছিল। পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগে।
|
পেটের ভিতরে হাসিস ভরা ক্যাপসুল নিয়ে ঢাকা হয়ে হংকং যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল পাঁচ যুবক। শুক্রবার, তাদের তিন জনের পেট থেকে বেরোলো ওই রকম ৭০টি ক্যাপসুল। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুল্ক দফতর তাদের আটকায়। ক্রমাগত কলা ও ওষুধ খাইয়ে শৌচাগারে পাঠানো হয়। ধৃত জাহিদ মহম্মদ, ইমরান শেখ ও শাহাবুদ্দিন শেখের মল থেকে ক্যাপসুল মেলে। গত এপ্রিলে পেটে হাসিস লুকিয়ে পাচার করার সময়ে কলকাতায় ধরা পড়েন আরশাদ আলি নামে এক যুবক।
|
গাঙ্গুলিবগানে জলাভূমি বুজিয়ে একটি হাসপাতালের নির্মাণ চলার অভিযোগ ওঠায় শুক্রবার রাজ্য মৎস্য দফতরকে ওই হাসপাতাল সম্পর্কিত নথি পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি ২০ কাঠা পুকুরের এক দিকে ওই হাসপাতাল। অপর দিকে রয়েছে একটি বহুতল। বহুতলের বাসিন্দারা হাইকোর্টে মামলা করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বেআইনি ভাবে জলা বোজাচ্ছেন। জলের ভিতর থেকে স্তম্ভ তুলে রাস্তা চওড়া করছেন তাঁরা। আগেই প্রধান বিচারপতি জে এন পটেলের ডিভিশন বেঞ্চ ওই নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
|
আর হাওড়ার দীনবন্ধু কলেজের ইউনিয়ন প্রায় ৩০ বছর পরে এসএফআইয়ের হাতছাড়া হল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তা দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। ১০৮ আসনের ছাত্র সংসদ নির্বাচনে শুক্রবার ছিল মনোনয়ন পেশের শেষ দিন। কিন্তু এসএফআই একটিও মনোনয়ন জমা দিতে পারেনি।
|
আগুন লাগার পরেও দমকলে খবর দিল না কেউ। ধোঁয়া দেখে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে চল্লিশ মিনিটে আগুন নেভায়। শুক্রবার বিকেলে পাঁচ নম্বর সেক্টরে একটি ফাঁকা প্লটের গুদামে আগুন লাগে। দমকলের অভিযোগ, তাদের খবর দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান নবদিগন্তের ভাইস চেয়ারম্যান সুজিত বসু। |