বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা রাজ্যের প্রাক্তন সভাপতি তথাগত রায়কে ফের শর্তাধীন অন্তবর্তী জামিন দিল আদালত। আদালতের নির্দেশ তিনি দক্ষিণ কলকাতার লেক থানা এলাকায় বাড়ির বাইরে যেতে পারবেন না। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের জেলা মুখ্য দায়রা বিচারক হরিপদ দাসের এজলাসে তথাগতবাবুর জামিনের আবেদন করা হয়।
বিচারক তথাগতবাবুকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অর্ন্তবর্তী জামিনে মুক্তি দেন। তবে শর্ত দেওয়া হয় তথাগতবাবু আগামী হাজিরার দিন পর্যন্ত বাড়ি লেক থানা এলাকার বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গত: এই মামলায় প্রথমে তিনি কলকাতা উচ্চ আদালতের এক মাসের জামিনে ছিলেন। সময়সীমা পেরিয়ে যাওয়ায় গত বুধবার চুঁচুড়া আদালতে হাজির হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসন সূত্রের খবর, গত আগস্ট মাসে ধনেখালির গুড়াপ থানার অর্ন্তগত গুড়বাড়ি এলাকায় ঘরছাড়াদের ফেরাতে দলীয় সমর্থকদের নিয়ে মিছিল করেছিলেন তথাগতবাবু। অভিযোগ, ঘরছাড়াদের বাড়ি ফেরানোর সময়ে বেশ কিছু তৃণমূল সমর্থকেকে মারধর করা হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন এক জন। এলাকায় শান্তিভঙ্গের ইন্ধন যোগানোর অভিযোগে তথাগতবাবু-সহ ২৫ জন বিজেপি সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জামিনে ছাড়া পাওয়ার পরে তথাগতবাবু বলেন, “বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রয়েছে। আমাদের বিরুদ্ধে পুলিশের একাংশের সঙ্গে তৃণমূল নেতৃত্ব ষড়যন্ত্র করেছে।” |