দমকলের পাশাপাশি শপিং মলে অগ্নিবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার কাজে এ বার রাজ্যের পুরসভাগুলিকে যুক্ত করতে চাইছে পুর ও নগরোন্নয়ন দফতর।
কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন জায়গায় বহু শপিং মল তৈরি হচ্ছে। সে সব শপিং মলে অগ্নি-সুরক্ষার পরিকাঠামো কতটা রয়েছে, দমকলের পাশাপাশি সে দিকে নজর রাখবে পুরসভাও।
এ বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বৃহস্পতিবার বলেন, “যে কোনও নির্মাণের ক্ষেত্রেই নকশা অনুমোদন করে পুরসভা। অনুমোদনের জন্য ফায়ার লাইসেন্স জরুরি। তাই বহুতলগুলি অগ্নিবিধি ঠিক মতো মানছে কি না, তার খোঁজ নেবে পুরসভা। তার পরেই কোনও বহুতলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হবে।”
নগরোন্নয়ন দফতরেরর আধিকারিকেরা জানান, শহরতলি এবং জেলার দিকে দমকলের পরিকাঠামো অনেকটা দুর্বল। ফলে শপিং মলগুলিতে আগুনের মোকবিলা করার পরিকাঠামো আছে কি না, তা সব সময়ে খতিয়ে দেখা দমকলের পক্ষে সম্ভব হয় না। অথচ, তারা লাইসেন্স নবীকরণ করে দেয়।
পুরমন্ত্রী জানান, কোন শপিং মলের কর্মীরা আগুনের সঙ্গে লড়ার জন্য কতটা দক্ষ, সেখানে অগ্নি-সুরক্ষার জন্য মহড়া কত দিন অন্তর হচ্ছে, অগ্নিনির্বাপণ যন্ত্র কাজ করছে কি না, এমন নানা বিষয় খতিয়ে দেখতে পুর-আধিকারিক এবং ইঞ্জিনিয়ারেরা তাঁদের এলাকার শপিং মল পরিদর্শন করবেন। শপিং মল দিয়ে শুরু করলেও সব বহুতলের ক্ষেত্রেই এই পদক্ষেপ ধীরে ধীরে কার্যকর করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। অন্য দিকে, এ দিনই নির্মীয়মাণ উপনগরী নিউটাউনের বহুতলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বেসরকারি অডিট সংস্থাকে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নগরোন্নয়ন দফতর। পুরমন্ত্রী জানান, ওই সব অডিট সংস্থা বিভিন্ন বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কি না, দমকল দফতরের কাছে তার রিপোর্ট দেবে। কোথাও কোনও ত্রুটি দেখা গেলে অডিট রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে দমকল বিভাগ। |