কোনও দিনই সময় মেনে জীববিদ্যা ভবন খোলা হয় না। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দরজা খুলতে বাধা দেওয়া হয় কর্মীদের। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই সমস্যা চলছে। সময় মতো দরজা খোলা না হওয়ায় প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা বিভাগের প্রথম ক্লাস কোনও দিনই হয় না। উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোমনাথ পাল বলেন, “ক্লাস শুরুর কথা সোয়া দশটায়। কিন্তু পৌনে এগারোটার আগে বিভাগ খোলাই হয় না। অধ্যক্ষকেও এ ব্যাপারে জানানো হয়েছে। আজও একই ঘটনায় বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।” অধ্যাপক সৌমেন ভট্টাচার্য, জয়তী ঘোষরা বলেন, “প্রতি দিনই কলেজে এসে বাইরে দাড়িয়ে থাকি। অধ্যক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি।” সৌমেনবাবুর অভিযোগ, “এই ভবনে তিনটি বিভাগের প্রায় শ’তিনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করেন। বেশির ভাগ দিনই প্রথম ক্লাস বাতিল করতে হয়।” অধ্যক্ষ মাইকেল দাস বলেন, “যে কর্মীদের গাফিতলিতে এমন হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক জনকে শো-কজও করা হয়েছে। তবে প্রতিদিনই দেরর অভিযোগ ঠিক নয়।”
|
আগুনে পুড়ে মৃত্যু দম্পতির |
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। তাঁদের নাম পবন দাস (৩৮) ও তরুলতা দাস (১৯)। তাঁদের বাড়ি ধুবুলিয়ার বিধানপল্লিতে। বুধবার দুপুরে রান্না করতে গিয়ে স্টোভ ফেটে দগ্ধ হন তরুলতাদেবী। দগ্ধ হন পবন দাসও। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দেখেন। রান্নাঘরের মধ্যে তাঁদের দগ্ধ অবস্থায় দেখতে পেয়ে কোনও রকমে আগুন নেভান পড়শিরা। সঙ্গে সঙ্গে হাসাপাতালে নিয়ে আসা হয় তাঁদের। পবনবাবুদের পড়শি শুভঙ্কর দাস বলেন, “চিৎকার শুনে ছুটে যাই। দেখি দু’জনের গায়েই আগুন লেগে গিয়েছে।” পবনবাবুর পরিবার তরফে জানা গিয়েছে, রান্না করার সময়ে স্টোভ ফেটে গিয়ে তাঁদের গায়ে আগুন ধরে যায়। বছর ছ’য়েক আগে তরুলতাদেবীর সঙ্গে পবনবাবুর বিয়ে হয়। তাঁদের একটি বছর তিনেকের কন্যা সন্তানও রয়েছে। পবনবাবুর দাদা বিধান দাস বলেন, “রান্না করতে গিয়ে তরুলতার গায়ে আগুন লেগে যায়। ওঁকে বাঁচাতে গিয়ে পবনও দগ্ধ হয়।” হাসপাতাল সূত্রে খবর, তাঁদের দেহের অনেকটা অংশই পুড়ে গিয়েছে। মৃতদেহ দু’টি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
কল্যাণীতে ফুটবল ফেডারেশনের দল |
স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করতে বুধবার কল্যাণীতে আসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ৬ জনের একটি প্রতিনিধি দল। ফুটবলের মান উন্নয়ন ও ২০১৫ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের জন্য দল গঠনের জন্যই এই পরিদর্শন বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট বেন, সহ সভাপতি সুব্রত দত্ত, ন্যাশনাল অ্যাকাডেমির টেকনিকাল ম্যানেজার স্কট ওডোনেল প্রমুখ। কল্যাণী স্টেডিয়ামের মাঠ দেখে তাঁরা বলেন, “এই মাঠে গুরুত্বপূর্ণ খেলার ব্যবস্থা করা যেতে পারে।” কল্যাণীর পুরপ্রধান প্রদীপ কুমার শূর বলেন, “ওঁরা এখানে অ্যাকাডেমি তৈরি করতে চাইলে আমরা সব রকম ভাবে সাহায্য করব।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সানাফুল হালসানা (১৬)। সে বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। বুধবার স্কুল থেকে টিফিনের সময়ে বেরিয়ে সে কীটনাশক খায় বলে পুলিশ জানায়। সহপাঠীরা বিষয়টি জানার পরে তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে শক্তিনগর জেলা হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।
|
অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম শিবানন্দ পাল (৪৬)। বাড়ি খড়গ্রামের দুনিগ্রামে। বুধবার ওই ব্যক্তি কীটনাশক খায় বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসাপতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়। |