টুকরো খবর
নজর কাড়লেন শুধু উমেশ
অস্ট্রেলিয়ার মাটিতে সফরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে তেমন দাগ কাটতে পারল না ভারতীয় বোলিং। কিছুটা ব্যতিক্রম উমেশ যাদব। ১৫ ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট তুললেন উমেশ। ধোনি এ দিন না খেলায় টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ম্যাচের অধিনায়ক রাহুল দ্রাবিড়। দু’দিনের ম্যাচের প্রথম দিনের শেষে ৩৯৮-৬ তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশ। জোড়া সেঞ্চুরি এসেছে ‘অজি’-দের ব্যাট থেকে। ওপেনার ওয়েস রবিনসন করেন ১৪৩, টম কুপার অপরাজিত থেকে যান ১৮২ রানে। ভারতীয় বোলারদের মধ্যে প্রজ্ঞান ওঝা দুটো এবং বিনয় কুমার একটা উইকেট নিয়েছেন। এ দিন ম্যাচের মধ্যে হঠাৎ করে ইশান্ত শর্মাকে নিয়ে সামান্য উদ্বেগ তৈরি হয়েছিল। ষষ্ঠ ওভারের তৃতীয় বল করার পর হঠাৎ করে মাঠ ছাড়েন ইশান্ত। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে যায়, তা হলে কি ফের চোট পেয়ে বসলেন এই পেসার। পরে অবশ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ইশান্ত সম্পূর্ণ সুস্থ।

গাওস্করের পাশে মোদী
ভারতীয় বোর্ড বনাম সুনীল গাওস্কর যুদ্ধে প্রাক্তন ভারতীয় ওপেনারের পাশে দাঁড়ালেন ললিত মোদী। টুইটারে মোদী লিখেছেন, “সানিকে নিয়ে অনেক খবরই দেখছি। শুধু একটা জিনিস বলতে চাই। আইপিএল বাবদ সানিকে বছরে চার কোটি টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েলি বোর্ড।” গাওস্করের অভিযোগ, বোর্ড প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত তাঁর বকেয়া মেটায়নি। মোদী আরও লিখেছেন, “আইপিএল গর্ভনিং কাউন্সিলের কাজকর্মের জন্য ওই টাকা সানির প্রাপ্য। বোর্ডের তখন প্রেসিডেন্ট ছিলেন শরদ পওয়ার। টাকপয়সা নিয়ে তাঁর সঙ্গেই সানির রফা হয়।” এ দিকে পঞ্চম আইপিএলের জন্য ক্রিকেটার নিলাম হবে ৪ ফেব্রুয়ারি।

পা ভাঙল ভিয়ার
ফিফার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পা ভাঙল দাভিদ ভিয়ার। বার্সেলোনা ম্যাচটা ৪-০ জিতলেও তাদের তারকা স্ট্রাইকার হয়তো ছ’মাস খেলতে পারবেন না। ফলে ভিয়ার ইউরো কাপে খেলাও অনিশ্চিত। কাতারের আল সাদ ক্লাবের বিরুদ্ধে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে স্লাইড করে বল ধরতে গিয়ে বেকায়দা পড়ে যান ভিয়া। পরীক্ষার পর জানা যায়, স্প্যানিশ স্ট্রাইকারের বাঁ পায়ের টিবিয়ার হাড় ভেঙেছে।

কান্নানকে ৫০ হাজার
অসুস্থ কান্নানের পাশে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলাররা। তাঁর সাহায্যার্থে শনিবার কান্নান বেনিফিট ম্যাচের আয়োজন করেছে পৈলান ওয়ার্ল্ড স্কুল। গৌতম সরকার, অলোক মুখোপাধ্যায়ের মতো ফুটবলার এই ম্যাচে খেলবেন। থাকবেন চুনী গোস্বামীও। চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে।

পুণেও হারাল সালগাওকরকে
সালগাওকরকে মারগাঁওয়ে ৩-১ হারাল পুণে এফসি। গোল বাঁচিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলেন পুণের অভ্র মণ্ডল। সালগাওকরের গোলটি সুয়োকার। পুণের হয়ে গোল করেন ভেঙ্কটেশ, কেইতা এবং জেজে।

ভেটারেন্সের উদ্যোগ
ভেটারেন্স ক্লাব শনিবার থেকে করছে অনূর্ধ্ব-১৫ ফুটবল। খেলছে মোট আটটা দল। মহমেডান, টেকনো এরিয়ান, সাদার্ন স্পোর্টস, হাওড়া সহযাত্রী, বেলঘড়িয়া স্পোর্টস, বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস, ভেটারেন্স স্পোর্টস এবং অ্যাভিনিউ সম্মেলনী। ফাইনাল ২৪ ডিসেম্বর।

অন্য খেলায়
আন্তঃজেলা সাব জুনিয়র ফুটবল টুর্নামেন্টে হাওড়া ৩-২ (টাইব্রেকে) হারাল দক্ষিণ ২৪ পরগণাকে। বাঁকুড়া ৩-০ হারাল মুর্শিবাদকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.