কোচবিহার থেকে অসমের ধুবুরি জেলার গৌরীপুরে বাড়িতে ফেরার সময়ে সন্দেহভাজন দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন এক ব্যবসায়ী। বুধবার রাতে জেলার গোলকগঞ্জ থানার নন্দিনীপাড় গ্রামের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অপহৃত ব্যবসায়ীর নাম অশোক পাল। তাঁর বাড়ি গৌরীপুর শহরের পাল পাড়ায়। ইটভাটার মালিক অশোকবাবু ছোট ভাই তরুণকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে ছোট গাড়ি ও মোটর সাইকেলে চড়ে আসা ৮-১০ জন দুষ্কৃতী অশোকবাবুর গাড়ি আটকে দেয়। তার পরে অশোকবাবুর চালককে মারধর করার পরে তিনজনকেই অপহরণ করে বলে অভিযোগ। এর পরে মাঝপথে দুষ্কৃতীরা অশোকবাবুর ভাই ও চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার অশোকবাবুর ভাই ও চালক গৌরীপুরে ফেরার পরে পুলিশ অপহরণের ঘটনাটি জানতে পারে। তবে সন্ধ্যা পর্যন্ত দুষ্কৃতীরা মুক্তিপণ চেয়ে কোনও ফোন করেনি বলে জানা গিয়েছে। এদিন দুপুরে জেলার তামারহাট থানা এলাকায় অশোকবাবুর গাড়িটিও পরিত্যক্ত অবস্থায় মিলেছে। জেলার পুলিশ সুপার প্রদীপ শালৈ জানান, ওই ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চলছে।
|
তিনবিঘা আন্দোলন ফের গড়ে তুলতে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ, শুক্রবার সেখানে যাচ্ছে। রাহুলের বক্তব্য, ভারতের সীমানাভুক্ত বাংলাদেশের ছিটমহল দহগ্রাম, আংরাপোতায় সে দেশের লোকেদের যাতায়াতের সুবিধা দিতে কেন্দ্রীয় সরকার তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টার জন্য খুলে দিয়েছে। ভারতের নাগরিকরা ওই করিডোর ব্যবহার করতে পারেন না। তাঁদের যাতায়াতের জন্য অর্থব্যয় করে তিনবিঘার উপর দিয়ে উড়ালপুল গড়ার কথা বলছে কেন্দ্র। এই পদক্ষেপ সমর্থনযোগ্য নয়। রাহুলের বিকল্প প্রস্তাব, “ভারত এবং বাংলাদেশ দহগ্রাম, আংরাপোতা-সহ সমস্ত ছিটমহল পরস্পরের সঙ্গে বিনিময় করুক। নয়তো, ভারত যেমন নিজের জমি তিনবিঘা করিডোর নিজের নাগরিকদের জন্য বন্ধ করে বাংলাদেশের নাগরিকদের যাতায়াতের জন্য খুলে দিয়েছে, তেমন ওরাও ভারতের জন্য তেঁতুলিয়া করডোর খুলে দিক। এই দুয়ের যে কোনও একটা করলেই ভারতের ওই অঞ্চলের নাগরিকদের যাতায়াতের বহু দিনের সমস্যা সমাধান হয়ে যাবে। উড়ালপুল গড়ার অর্থও বেঁচে যাবে।”
|
সিকিমে খাদে গাড়ি উল্টে আহত তিন জনকে কলকাতার ট্রেনে তুলে দেওয়া হল। তার আগে বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের তদারকিতে জখম ৩ জনকে শিলিগুড়ি হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। গৌতম দেব বলেন, “রাজ্যের তরফে তাঁদের সব সাহায্য করা হবে। সরকারি ভাবেই এ দিন ৫ জনের মৃতদেহ কলকাতায় পাঠানো হয়েছে। জখমদেরও শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসা করানোর পর কলকাতায় পাঠানো হয়েছে।” মঙ্গলবার ইয়ুমথাং থেকে একটি ছোট গাড়ি ভাড়া নিয়ে গ্যাংটকের উদ্দেশে রওনা হন পর্যটকদের একটি দল। মঙ্গন থানার দিকচুর কাছে পাহাড়ি পথের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। চালক-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। জখম ৪ জন। তাদের মধ্যে ৩ জন এক পরিবারের। তাদের অবস্থা গুরুতর। জখম ওই ৩ জন অসিত সরকার, তাঁর দুই ছেলে সোহম এবং শৌভিক এ দিন শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসার পর দার্জিলিং মেলে কলকাতায় রওনা হয়।
|
মাওবাদীদের একটি দল জড়ো হয়েছিল পূর্ব চম্পারণ জেলার পাতাহি পুলিশ থানা এলাকার মুহামাদা গ্রামে। পুলিশ আজ বিকেলে দুই মহিলা-সহ ছ’জনমাওবাদী জঙ্গিকে ধরে ফেলে। তাদের কাছ থেকে দু’টি দেশি পিস্তল, সেল্ফলোডিং রাইফেলের ২৫ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।
|
কর্মবিরতিতে থাকা ৪২ জন অফিসার ও ৬৫৮ জন কর্মচারীর বিরুদ্ধে বেতন কাটার নোটিশ জারি করল মণিপুর সরকার। বকেয়া পাওনার দাবিতে মণিপুর সচিবালয়ের কর্মী ও অফিসাররা কাজকর্ম বন্ধ রেখেছেন। ফলে কিছু সরকারি পরিষেবা ভেঙে পড়ার মুখে। তাই রাজ্যের এই সিদ্ধান্ত। |