পুলিশের আশ্বাস, শুরু হচ্ছে মেট্রোর কাজ |
পুলিশের কাছে আশ্বাস পাওয়ার পরে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করছে দমদম মেট্রো রেলের সম্প্রসারণের কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ারিং সংস্থাটি। বৃহস্পতিবার সকালে বরাহনগর থানার পুলিশ ওই এলাকায় এসে সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এলাকাটিও ঘুরে দেখেন তাঁরা। ওই সংস্থার অভিযোগ, ট্রাকে করে আসা পাথর, বালি ও সিমেন্ট প্রকল্প এলাকায় ঢুকতে দিচ্ছে না স্থানীয় সিন্ডিকেটের একটি অংশ। এর ফলে দমদম-বরাহনগর-দক্ষিণেশ্বর ও দমদম-এয়ারপোর্ট মেট্রোর সম্প্রসারণের একাংশের কাজ বন্ধ বেশ কয়েক দিন। বরাহনগর থানার পুলিশ জানিয়েছে, ওই সংস্থাকে জানানো হয়েছে, জোর জুলুম চললে পুলিশ সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করবে। অন্য দিকে ওই সংস্থাটি জানিয়েছে, পুলিশের কাছে আশ্বাস পেয়ে তারা আবার ইমারতি সামগ্রী আনাচ্ছে। শুক্রবার থেকে ফের কাজ শুরু হওয়ার কথা। যে সিন্ডিকেটগুলির প্রতি ‘জুলুমবাজি’ করে কাজ বন্ধের অভিযোগ, তারা তা অস্বীকার করেছে। তাদের দাবি, এলাকার কয়েকটি সিন্ডিকেটের টাকা মাসের পর মাস বকেয়া রেখেছে ওই সংস্থাটি। এর পরে ফের নতুন সাপ্লায়ার দিয়ে ওই ‘সাইটে’ মাল ফেলা শুরু হয়েছে। এর প্রতিবাদেই তারা ওই সংস্থায় ট্রাক ঢোকা বন্ধ করে দিয়েছিল। ইঞ্জিনিয়ারিং সংস্থাটি জানায়, পেমেন্ট ঠিক সময়ে না দেওয়ার অভিযোগ ঠিক নয়। কারও কোনও টাকা বকেয়া নেই।
|
বাংলাদেশ উৎসবে বিরিয়ানি, ইলিশ |
শুক্রবার বাংলাদেশ জুড়ে পালিত হবে বিজয় দিবস। আর এ দিনই কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের উদ্যোগে তাদের চত্বরে শুরু হচ্ছে ‘বাংলাদেশ উৎসব’। ডেপুটি হাই-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৩০টি স্টলে থাকছে ঢাকার বিরিয়ানি থেকে চাঁদপুরের ইলিশ বা ঢাকাই জামদানি। রোজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন দুই বাংলার নামী শিল্পীরা। মঙ্গলবার পর্যন্ত চলবে উৎসব। প্রবেশ অবাধ। |