টাকার দামের লাগাতার পতনে রাশ টানতে এ বার পুরোদস্তুর মাঠে নামল রিজার্ভ ব্যাঙ্ক। ভারতে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে ফাটকাবাজি রুখতে পদক্ষেপ করার কথা ঘোষণা করল তারা। নিষেধাজ্ঞা জারি করল টাকার মাধ্যমে বৈদেশিক মুদ্রার আগাম লেনদেনের বেশ কয়েকটি ক্ষেত্রে। টাকার পতন আটকাতে বৃহস্পতিবার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে তারা বাজারে ডলার বেচেছে বলেও বিশেষজ্ঞদের মত। যার দৌলতে এক সময় ৫৪ টাকার উপর পৌঁছে যাওয়ার পর ফের ৫৩ টাকার ঘরে ফিরেছে ডলারের দাম। এমনকী বুধবারের থেকে ৭ পয়সা বেড়েছে টাকাও। ভারতে এ দিন বৈদেশিক মুদ্রার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হু হু করে পড়তে থাকে টাকা। কিছুক্ষণের মধ্যেই ডলারে তার বিনিময় মূল্য পৌঁছে যায় ৫৪ টাকারও উপরে। এক ডলার দাঁড়ায় ৫৪.৩০ টাকা। বাজার সূত্রের খবর, টাকার দর এই ঐতিহাসিক তলানিতে নেমে যাওয়ার পরই ডলার বিক্রি শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক। এর পরই উঠতে শুরু করে টাকার দর। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়ায় ৫৩.৬৪/৬৫ টাকা। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকার মধ্যে রয়েছে: বিদেশি মুদ্রার আগাম লেনদেনে আপাতত নতুন করে বুকিংয়ের সুবিধা নিতে পারবে না দেশি-বিদেশি আর্থিক সংস্থা। কমেছে ব্যাঙ্কের বিদেশি মুদ্রা লেনদেনের ঊর্ধ্বসীমা। টাকার দামে ওঠা-পড়ার সুযোগে আমদানি-রফতানি সংস্থা যাতে ফাটকাবাজি করতে না-পারে, নেওয়া হয়েছে সেই ব্যবস্থাও।
|
সায়েন্স সিটি প্রাঙ্গণে বৃহস্পতিবার শুরু হল দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েটস আয়োজিত এই মেলায় যোগ দিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ঘানা, কেনিয়া, মিশর, ইরান, নেপাল-সহ দশটি দেশ। তৈরি হয়েছে ৬০০টি স্টল। আয়োজকদের দাবি, সব মিলিয়ে ৬ লক্ষ দর্শক আসবেন মেলায়। অস্থায়ী ভাবে কাজ করছেন ৭,০০০ জন কর্মী। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। |
হলদিয়া থেকে কলকাতা, কপ্টার যাত্রার সূচনা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়া থেকে কলকাতার মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হল হেলিকপ্টার চলাচল। হলদিয়া টাউনশিপ সংলগ্ন হেলিপ্যাডে পায়রা ও বেলুন উড়িয়ে কপ্টার-যাত্রার সূচনা করেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাজ্যের ব্যবস্থাপনায় হলদিয়া উন্নয়ন পর্ষদ ও কলকাতা পোর্টট্রাস্টের সহযোগিতায় চালু হল এই পরিষেবা।” এই পরিষেবার দায়িত্বে রয়েছে কার্ট-এয়ার। ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় আড়িয়া বলেন, আর এক শিল্পশহর আসানসোল ও নতুন শিল্প-গন্তব্য নয়াচরেও এই পরিষেবা পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি জানান, আপাতত ডিসেম্বরের শেষ দিক থেকে সপ্তাহে তিন দিনসোম, বুধ ও শনিবার হলদিয়া-কলকাতার মধ্যে কপ্টার চলবে। ভাড়া ৫ হাজার টাকা। হলদিয়া থেকে ২০ মিনিটে পৌঁছবে বেহালায়।
|
বৃহস্পতিবার গড়িয়াহাটে ১১ হাজার বর্গফুট জুড়ে নয়া বিপণি খুলল তানিস্ক। দেশে এটি সংস্থার ১৩৩তম বিপণি। এর উদ্বোধন উপলক্ষে কেনাকাটার উপর উপহার-সহ বিশেষ সুযোগ দিচ্ছে সংস্থা। নির্দিষ্ট পরিমাণ সোনা ও হিরের গয়না কিনলে বিনামূল্যে মিলবে আধ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা। শুধু গড়িয়াহাটেই এই সুযোগ মিলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
|
নন্দকুমার সুর্তি জেপি মর্গ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়ার নয়া এমডি-সিইও হয়েছেন। |