পাকিস্তানকে সাহায্য বন্ধের প্রস্তাব পাশ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
পাকিস্তানকে কিছু খাতে অর্থসাহায্য বন্ধ করার প্রস্তাব পাশ হল আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। প্রস্তাব অনুযায়ী, পাকিস্তান যত দিন জঙ্গি দমনে উপযুক্ত পদক্ষেপ না করছে, তত দিন পাকিস্তানকে অর্থসাহায্য করা হবে না। এর ফলে, আমেরিকার থেকে পাকিস্তানের ৭০ কোটি ডলার সাহায্য পাওয়ার সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। এই অর্থের একটা বড় অংশই জঙ্গি দমন অভিযানে ব্যবহারের জন্য পাকিস্তানে দেওয়ার কথা বিবেচনা করছিল আমেরিকা। আমেরিকার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার জানিয়েছেন, অর্থের অভাবে পাকিস্তান যদি এর পর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে পড়ে তবে তার জন্য দায়ী থাকবে আমেরিকাই।
|
ইরাক যুদ্ধ আনুষ্ঠানিক ভাবে শেষ |
আনুষ্ঠানিক ভাবে ইরাক যুদ্ধ শেষ করল আমেরিকা। বৃহস্পতিবার এই উপলক্ষে বাগদাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যুদ্ধ শেষের প্রতীক হিসাবে সামরিক পতাকা নামিয়ে নেন মার্কিন সেনারা। অনুষ্ঠানে উপস্থিত মার্কিন প্রতিরক্ষা সচিব লিয়ন পানেত্তা জানান, বহু মার্কিন ও ইরাকির রক্তের বিনিময়ে ইরাকে এমন একটি সরকার তৈরি করা গিয়েছে, যারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে। |