২২ চাষিকে ক্ষতিপূরণ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
একটি বেসরকারি চালকল কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ নিলেন ২২ জন চাষি। ঘটনাটি ঘটেছে বারাবনির আমকোলা ক্ষুধিকা মৌজায়। এখানকার ২২ জন কৃষকের দাবি, এই কারখানাটি তৈরি হওয়ার পর থেকে কারখানার বর্জ্য জলে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। বিক্ষোভকারীদের পক্ষে তৃণমূল যুব নেতা পাপ্পু উপাধ্যায় জানান, বারবার আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। সবাই একজোট হয়ে বিক্ষোভ দেখাতেই কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেন। কর্তৃপক্ষের তরফে মুরারী মোহন জানান, সুষ্ঠভাবে চালকল চালাতেই চাষিদের দাবি মেনে ৩ লক্ষ টাকা দিয়েছেন তাঁরা।
|
শিল্পী-স্মরণে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সম্প্রতি প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রুদ্রজিৎ ভট্টাচার্যের স্মরণে দুর্গাপুর বিবেকানন্দ ভাব সমাজের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। মাত্র ১০ বছর বয়সে আকাশবাণী ও দূরদর্শনে গান গেয়েছিলেন রুদ্রজিৎ। টানা আট বছর জাতীয় সঙ্গীত বৃত্তিও পান। ১৯ বছর বয়সে জার্মানি থেকে নিমন্ত্রণ পান। তার পরে ইউরোপের বিভিন্ন জায়গায় গান গেয়েছেন। জার্মানিতে একটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার স্কুলও চালাতেন। দুর্গাপুরের দুঃস্থ শিক্ষার্থীদের বিনা পয়সায় তালিম দিতেন। ২৭ নভেম্বর ২৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
|
কিশোরের ঝুলন্ত দেহ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার পরাশিয়া কেন্দা ডাঙালপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মন্টু প্রসাদ (১৫)। স্থানীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির পড়ুয়া। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে মহকুমা হাসপাতালে।
|