টুকরো খবর |
মন্ত্রীকে নালিশ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা ছাত্র ও যুব উৎসব বানচাল করার চেষ্টার অভিযোগ উঠেছে রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলনে তৃণমূলের তরফে ওই অভিযোগ তোলা হয়। আগামী ২৭-২৯ ডিসেম্বর রাজ্য যুব কল্যাণ দফতরের উদ্যোগে রায়গঞ্জের দেবীনগর গয়ালাল স্কুলে উৎসব হবে। উৎসব কমিটির সভাপতি ও সহকারি সভাপতি জেলাশাসক ও পুলিশ সুপার। পৃষ্ঠপোষক পদে রয়েছেন রায়গঞ্জের সাংসদ ও জেলা পরিষদের সভাধিপতি। যুব কল্যাণ মন্ত্রীর প্রতিনিধি হিসাবে কমিটিতে রয়েছেন রায়গঞ্জ শহর তৃণমূলের কার্যকরী সভাপতি তপন নাগ ও জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক শুভাশিস চন্দ। কমিটিতে দলবাজির অভিযোগ তুলে সোমবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। যুব কংগ্রেসের তরফে জেলাশাসককে ছাত্র অনুষ্ঠান বয়কটের কথাও জানানো হয়। রায়গঞ্জ শহর তৃণমূলের কার্যকরী সভাপতি তপনবাবু বলেন, “যুব কংগ্রেস মিথ্যা অভিযোগে উৎসব বানচাল করার চেষ্টা করছে। কমিটিতে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি ও কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দারকে রাখা হয়েছে। তাঁরা সক্রিয়ভাবে কমিটিতে থাকতে না পারায় তাঁদের প্রতিনিধিরা কাজ শুরু করে দিয়েছেন। সরকারি নির্দেশেই কমিটি হয়েছে। দলের তরফে সমস্ত বিষয় রাজ্যের যুব কল্যাণ মন্ত্রীকে জানিয়েছি।” রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটির সহ সভাপতি তুষারকান্তি গুহ বলেন, “তৃণমূল আমলাদের সামনে রেখে কমিটি গঠন করেছে। দলবাজি প্রকাশ্যে আসায় তৃণমূল নেতারা মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন।” |
বরাত-এ বাড়িতে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
|
নিজস্ব চিত্র |
আমরিতে অগ্নিকাণ্ডের রাতে বরাত জোরে বেঁচে বাড়ি ফিরে আসা ছোট্ট প্রীতিকা সিংহকে শুভেচ্ছা জানালেন পুরসভার ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ। মঙ্গলবার দুপুরে কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান শহরের হরিজন মহল্লায় প্রীতিকাদের বাড়িতে যান। প্রীতিকার মা গায়ত্রী দেবীর হাতে ফুল দিয়ে মেয়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। সিংহ পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্রেন টিউমারের চিকিসার জন্য প্রীতিকাকে ২৭ নভেম্বর আমরি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই অগ্নিকান্ডের সময় প্রীতিকার পাশে ছিলেন তার মা গায়ত্রী সিংহ। তিনি বলেন, “৩ তলায় ছিলাম আমরা। আচমকা গোটা ঘর ধোঁয়ায় ভরে যায়। কোনও মতে রেলিং ধরে ৭ বছরের ওই মেয়েকে কোলে নিয়ে নেমে আসি। ভগবান সহায় না থাকলে মেয়ে নিয়ে ফিরতে পারতাম না।’’ এনবিএসটিসি’র চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কলকাতা থেকে ফিরে প্রীতিকাকে দেখতে যাওয়ার ইচ্ছে আছে। সবরকম সহযোগিতা করব।’’ |
দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মোটর সাইকেলে দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টা নাগাদ ইংরেজবাজার থানার অমৃতির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নাম অমিত কুমার সাহা (২৩) ও অপর্ণ বন্দ্যোপাধ্যায় (২৪)। তাঁদের বাড়ি মালদহ শহরের উত্তর বালুচর ও পুড়াটুলি সদর ঘাটে। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চালককে ধরার জন্য তল্লাশি চলছে।” এক মোবাইল সংস্থার কাজে সোমবার অমিত ও অর্পণ মিল্কি এলাকায় গিয়েছিলেন। কাজ সারতে রাত হয়ে যায়। রাত ১২ নাগাদ একটি মোটর সাইকেলে তাঁরা মালদহে আসছিলেন। অমৃতির কাছে উল্টো দিক থেকে আসা ট্রেকার মোটর সাইকেলটিকে ধাক্কা মারলে দুজন ছিটকে পড়েন। আশেপাশের বাসিন্দারা উদ্ধার করে তাঁদের মালদহ সদর হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পর দুজনই মারা যান। |
মৃত ২ ট্রাকচালক
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ট্রাক চালকের। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরে ইটাহার থানার কোদালভাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম টিঙ্কু সরকার (৩৫) ও ভগীরথ দেবশর্মা (৬০)। তাঁদের বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এদিন মালদহগামী একটি ট্রাকের সঙ্গে রায়গঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুটি ট্রাকের চালকের মৃত্যু হয়। |
সুরক্ষায় আলোচনা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দমকল বাহিনী, বিদ্যুৎ সংযোগকারী আধিকারিকদের নিয়ে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। মঙ্গলবার ইসলামপুরে বসে জেলা স্বাস্থ্য আধিকারিক বিধান মিশ্র এ কথা জানান। সোমবার সন্ধ্যায় ইসলামপুর হাসপাতাল ঘুরে দেখেন তিনি। হাসপাতালে খুব দ্রুতই হাসপাতালের সুরক্ষা নিয়ে আলোচনায় বসা হবে। |
জমি দখলের চেষ্টা
নিজস্ব সংবাদদা • চাঁচল |
চাঁচলের মালতিপুর হাসপাতালে খুঁটি পুঁতে হাসপাতালের সামনের খালি জায়গা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তা নজরে আসতেই বাসিন্দাদের পাশাপাশি স্বাস্থ্য দফতরেও চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল-২ বিএমওএইচ বিমলকৃষ্ণ রায় জানান, যারা দখল করতে চাইছেন, তাদের কয়েকজনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে খুঁটি যেন তারা তুলে নেয়। জবরদখলকারীরা নিজে থেকে না সরে গেলে স্বাস্থ্য দফতরের কর্মীরাই তা ভেঙে দেবে। |
মতবিরোধ প্রকাশ্যে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
লোকাল কমিটি গঠনে মতবিরোধ প্রকাশ্যে সিপিএমে। সোমবার কোচবিহার শহর উত্তর লোকাল কমিটি গঠনে অফিসিয়াল প্যানেলের বিরুদ্ধে বিক্ষুব্ধরা তালিকা জমা দেন। বিদায়ী সম্পাদক অরুণ করঞ্জাই ১৩ জনের তালিকা দিলে পাল্টা ৫ জনের তালিকা দেন বিক্ষুব্ধরা। ২ জন নাম তুললেও ৩ জন অনড় থাকেন। অরুণ করঞ্জাই ফের সম্পাদক হন।’’ |
বাস উল্টে জখম ৫৫
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
নিয়ন্ত্রণ হারিয়ে বাস নয়ানজুলিতে উল্টে যাওয়ায় ৫৫ জন যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুনিভিটায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জখমদের মধ্যে ১৪ জনকে করণদিঘি হাসপাতাল, রায়গঞ্জ জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
দুর্ঘটনায় মৃত ২ |
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। সোমবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার উদয় অঞ্চলের হাঁসনগরে রাজ্য সড়কে। বিয়েবাড়ি যাওয়ার পথে কুয়াশায় রাস্তা দেখতে না-পেয়ে গাছে ধাক্কা মেরে মারা যান লোহাগঞ্জের বাসিন্দা লক্ষীন্দর সরকার (২২) ও মঙ্গলপুরের বিশ্বজিৎ সরকার (৩০)। |
শোকমিছিল |
কলকাতার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে রায়গঞ্জে শোকমিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জের এম জি রোড থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত মোম বাতি হাতে শোক মিছিল করেন। |
চিত্রকর প্রয়াত |
প্রয়াত হলেন বীরেশ গুহ। তিনি হলদিবাড়ির একজন পরিচিত চিত্রকর ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। |
|