টুকরো খবর
দফতরে মদ, আটক দুই
সরকারি দফতরে মদের আসর বসানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক-সহ দু’জনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাতে এনজেপি ফাঁড়ির শক্তিগড় এলাকায় ঘটনাটি ঘটে। ওই বিদ্যালয় পরিদর্শক রাজীব চক্রবর্তী রাজগঞ্জ ওয়েস্ট ব্লকের বিদ্যালয় পরিদর্শক। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুগত সেন বলেন, “অভিযোগ খতিয়ে দেখে তদন্ত চলছে।” অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি রাতে দফতরে মদের আসর বসাতেন। তাঁকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। তাঁর সঙ্গে অরুণ কুমার ঘোষাল নামে এক সার্কেল স্পোর্টস অফিসারও ছিলেন বলে অভিযোগ। রাজীববাবু ও অরুণবাবু অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “মেটেলিতে আন্তঃজেলা স্কুল স্পোর্টসে ব্লক থেকে ২৬ জন পড়ুয়া গিয়েছে। ৪ জনকে ফিরিয়ে আনতে দেরি হওয়ায় দফতরে বসেছিলাম। সমস্তটাই অপপ্রচার।” রাজীববাবুর বক্তব্য, “আমার এক মামা রাজ্যের মন্ত্রী ছিলেন। সবাইকে বদনাম করতেই ষড়যন্ত্র।” এলাকায় গিয়ে শিলিগুড়ি পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা বলেন, “মদের আসর বসানোর ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছি।” পুরসভার আরেক মেয়র পারিষদ (পূর্ত) কৃষ্ণ পাল বলেন, “এদের দিয়েই নাকি সিপিএম প্রাথমিক স্কুলের শিক্ষার প্রসার ঘটাচ্ছিল। পুলিশি ব্যবস্থাই নয়, সাসপেন্ডের দাবিও জানাব।”

ধর্মঘট তুলল এসএফআই
ধূপগুড়ি কলেজে ভাঙচুর। নিজস্ব চিত্র
বিডিওর আশ্বাস পেয়ে কলেজ ধর্মঘট তুলে নিল এসএফআই। সোমবার ধূপগুড়ি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এসএফআইয়ের দখলে থাকা ছাত্র সংসদের ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি তাদের ৪ সমর্থককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর হামলাকারী তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কলেজের অধ্যক্ষ-সহ শিক্ষকদের বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ঘরে তালাবন্দি করে রাখে এসএফআই। ওই ঘটনার জেরে মঙ্গলবার অনির্দিষ্টকাল কলেজ ধর্মঘটের ডাক দেয় এসএফআই। দুপুরে বিডিও গিয়ে আলোচনার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। বিডিও অর্ঘ্য অধিকারী বলেন, “আন্দোলনকারীদের দাবি শোনা হবে। তা খতিয়ে দেখা হচ্ছে।”

মিছিল স্থগিত
মালবাজার শহরে আদিবাসী বিকাশ পরিষদ এবং গোর্খা জনমুক্তি মোর্চার যৌথ মিছিল পুলিশের অনুমতি না মেলায় বাতিল করে দেওয়া হল। মঙ্গলবার এই মিছিল হওয়ার কথা ছিল। জিএটিএ’র দাবিতেই এই মিছিল হওয়ার কথা ছিল। গত সপ্তাহে এই যৌথ মিছিল নাগরাকাটা এবং মেটেলিতে হয়েছিল। সেখানে পুলিশ অনুমতি দিলেও মালবাজারে শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে অনুমতি দেয়নি। অনুমতি না নিয়ে মিছিল করার পথে হাঁটতে চায়নি মোর্চা ও পরিষদ। মোর্চার পশ্চিম ডুয়ার্স শাখার সভাপতি বিনোদ ঘাতানি বলেন, “পুলিশ মিছিলের অনুমতি দেয়নি তাই মিছিল বাতিল করেছি।” পরিষদ নেতা শুক্রা মুন্ডা বলেন, “প্রশাসনের সঙ্গে কথা বলে অনুমতি আদায় করে শীঘ্রই মালবাজারে মিছিল করব।” মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার জানান, নিরাপত্তার কারণে অনুমতি দেওয়া হয়নি। এদিকে পরিষদের রাজ্য সম্পাদক তেজকুমার টোপ্পো জিএটিএ নিয়ে মিছিল-সহ কোনও আন্দোলনে যাবেন না বলে জানিয়ে পরিষদের কোন্দল বাড়িয়ে তুলেছেন। তাঁর যুক্তি, জিএটিএ নিয়ে ডুয়ার্সে আন্দোলন চললেও মোর্চা পাহাড়ে এ বিষয়ে কোনও আন্দোলন করেনি। তিনি বলেন, “আমার কথা সকলে কবে বুঝবে জানি না। তবে আমি এ বিষয়ে মিছিলে হাঁটব না।”

স্মারকলিপি পেশ
আলিপুরদুয়ার ডিভিশনে মেরামতির কাজ চালুর দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দিল কংগ্রেসের শ্রমিক সংগঠন। মঙ্গলবার আইএনটিইউসি অনুমোদিত ইউসিএলসির সম্পাদক আশুতোষ বসু ও আহ্বায়ক কাঁকন দত্ত জানান, চার মাস আলিপুরদুয়ার ডিভিশনের চারটি জোনেই সমস্ত ধরনের কাজ বন্ধ রয়েছে। বাম সমর্থিত এক শ্রমিক সংগঠন শুধুমাত্র তাদের লোকদের দিয়ে কাজ করাতে চাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকশো শ্রমিক কাজ পাচ্ছেন না।

দুর্ঘটনায় মৃত ঠিকা শ্রমিক
একটি কারখানার গুদামঘরের ছাউনির কাজ করার সময় প্রায় ২০ ফুট উপর থেকে নীচে পড়ে গিয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রাজগঞ্জ থানার পানিকৌড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে মৃতের পরিবার থেকে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জিতুপাড়ার বাসিন্দা ওই শ্রমিকের নাম আবু আলি (২৫)। গুদামঘরের টিনের ছাউনির কাজ করার সময় নীচে পড়ে জখম হন তিনি। শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হলে ওই রাতেই সেখানে তার মৃত্যু হয়।

যুবক গ্রেফতার
বধূ খুনের সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাজগঞ্জ থানার সুখানি অঞ্চলের সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ওই বধূর পলাতক শাশুড়ি ও ননদকে খোঁজা হচ্ছে। পুলিশ জানায়, ধৃতের নাম কাশেম আলি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত শনিবার সকালে ভোলাপাড়ার বাসিন্দা কাশেম আলির স্ত্রী হাজরা বেগমের (২৪) মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে মৃতার বাপের বাড়ির লোকেরা পুলিশে অভিযোগ করেন।

নিখোঁজ ছাত্র
গত ১১ দিন ধরে নবম শ্রেণির এক ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজগঞ্জের ফাটাপুকুরের ডাঙাপাড়ার বাসিন্দা স্থানীয় সারদামণি হাইস্কুলের ছাত্র বিমল বর্মন গত ৩ নভেম্বর ফাটাপুকুরে যাওয়ার কথা বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বার হয়। তারপর থেকে সে ফেরেনি। ছাত্রের বাবা সুধাংশুবাবু বলেন, “সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনও হদিস পাচ্ছি না। পুলিশে জানিয়ে কোনও ফল মেলেনি। বাড়ির সবাই খুব উদ্বেগের মধ্যে রয়েছি।”

নিখোঁজ ছাত্র

নিয়োগের পরীক্ষায় ‘কল’ পাওয়া ৬২ জন ভূমিহারার চাকরির দাবিতে স্মারকলিপি দিল জলপাইগুড়ি জেলা ভূমিহারা কমিটি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের দাবি যে ৬২ জন ভূমিহারা কর্মপ্রার্থী পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষায় কল পেয়েছিলেন তাঁরা অন্য কোথাও কল পাননি। সে কারণে পঞ্চায়েত দফতরেই তাঁদের চাকরির দাবি জানানো হয়।


বৈঠক ২২ শে
২২ ডিসেম্বর শহরের স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক ডেকেছেন জলপাইগুড়ির জেলা বিদ্যালয় পরিদর্শক। স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার বিষয়ে সরকারের নির্দেশ নিয়ে বৈঠকে আলোচনা হবে।

গাড়ি উদ্ধার
ফের দুটি চোরাই গাড়ি উদ্ধার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার বানারহাট ও ধূপগুড়ি এলাকা থেকে তা উদ্ধার করা হয়েছে। শুক্রবার থেকে মোট ১৩টি চোরাই গাড়ি উদ্ধার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে।

অবরোধ
নিখোঁজ নারায়ণচন্দ্র সেনকে খুঁজে বার করার দাবিতে আলিপুরদুয়ারে অবরোধ করলেন বাসিন্দারা। মঙ্গলবার ১২টা থেকে ১টা বক্সা ফিডার রোডে বেলতলা মোড় অবরোধ করেন বাসিন্দারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.