টুকরো খবর

বাবার বকায় বাড়ি ছেড়ে বিষ্ণুপুরে
ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়ানো এক কিশোরকে উদ্ধার করে বিষ্ণুপুরের রাধানগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা তুলে দিলেন বিষ্ণুপুর ব্লক প্রশাসনের হাতে। খোঁজ মিলল কিশোরের বাড়ির লোকের। মঙ্গলবার বিকেলের ঘটনা। শেখ সঞ্জয় চৌধুরী নামে ওই কিশোরের বাড়ি বর্ধমানের রায়না থানার জ্যোতসাদি গ্রামে। বিডিও (বিষ্ণুপুর) সুদীপ্ত সাঁতরা বলেন, “ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে খবর পেয়ে রাধানগর স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই কিশোরকে সন্ধ্যায় ব্লকে নিয়ে আসা হয়েছে। আমরা ওর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি। বুধবার ওঁরা আসবেন। মঙ্গলবার রাতে সঞ্জয় থাকবে বিষ্ণুপুরের ‘সুমঙ্গলম’ হোমে।” সন্ধ্যায় ব্লক অফিসে গিয়ে দেখা গেল, ওই কিশোরকে ঘিরে কর্মীদের জটলা। সঞ্জয়ের প্যাল্টে লেখা বাড়ির লোকের মোবাইল নম্বর। সে গড়গড় করে বলে যাচ্ছে, বাবার নাম শেখ কওসর আলি। ধানের ব্যবসা করেন। মা জমানা বেগম। একমাত্র ভাই নাসিরুদ্দিন। সঞ্জয় জানায়, তার মাথায় যন্ত্রণা হয়। ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার কথায়, “বাবা বকেছিল বলে মামা বাড়িতে চলে গিয়েছিলাম। সেখান থেকে বাস ধরে রাধানগর।” মামাতো দাদার মোবাইল নম্বরও দেয় এই কিশোর। যোগাযোগ করে জানা গেল, কিছুটা মানসিক ভারসাম্যহীন সঞ্জয়ের চিকিৎসা চলছে। মাঝেমধ্যেই সে এ ভাবে বেরিয়ে পড়ে। বিডিও জানান, সঠিক পরিচয় পাওয়ার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ওই কিশোরকে।

অভিযুক্তদের ধরার দাবি
খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পাড়া থানার দড়দা মোড়ে সাঁওতালডিহি-চাষ সড়ক অবরোধ করেন স্থানীয় তদ গ্রামের বাসিন্দাদের একাংশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে শনিবার রাতে ওই গ্রামের তৃণমূল কর্মী বিন্ধ্যেশ্বর মাহাতোকে খুনের অভিযোগ ওঠে পড়শির বিরুদ্ধে। ওই ঘটনায় জখম হন বিন্ধ্যেশ্বরবাবুর ভাই ও ভাইপো। নিহতের পরিবার সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তদ গ্রামের বাসিন্দাদের একাংশ এবং নিহতের পরিবারের ক্ষোভ, নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ এক জন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারেনি। ওসি সুজিত পতি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

পথ অবরোধ
খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পাঁচ ঘণ্টা পাড়া থানার দড়দা মোড়ে সাঁওতালডিহি-চাষ সড়ক অবরোধ করেন স্থানীয় তদ গ্রামের বাসিন্দাদের একাংশ। জমি সংক্রান্ত বিবাদের জেরে শনিবার রাতে ওই গ্রামেরই বাসিন্দা, তৃণমূল কর্মী বিন্ধ্যেশ্বর মাহাতোকে খুনের অভিযোগ ওঠে পড়শির বিরুদ্ধে। ওই ঘটনায় জখম হন বিন্ধ্যেশ্বরবাবুর ভাই ও ভাইপো। নিহতের পরিবার সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে।

পথ অবরোধ
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে মঙ্গলবার সোনামুখী-দুর্গাপুর রাস্তা অবরোধ করলেন ধুলাই, বীরচন্দ্রপুর প্রভৃতি গ্রামের বাসিন্দারা। সোনামুখীর বিডিও এহসান আলি বলেন, “ওই সব গ্রামের বাসিন্দারা ধান বিক্রির সুযোগ না পেয়ে আমার কাছএ অভিযোদ দায়ের করেছিলেন। বুধবার চালকল মালিকদের সঙ্গে চাষিদের কথা বলিয়ে দেব বলেছিলাম। কিন্তু তার আগে চাষিরা পথ অবরোধ করলেন বুঝতে পারছি না। বিষয়টি দেখার জন্য যুগ্ম বিডিও পাঠানো হয়েছিল। আশা করছি সমস্যা মিটে যাবে।”

স্মারকলিপি
কর্মচ্যুত অস্থায়ী কর্মীদের পুনর্বহাল করা ও এলাকায় উন্নয়মূলক কাজের দাবিতে ডিভিসি-র সাব-স্টেশন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে তৃণমূল। সোমবার রামকানালিতে ওই সাব-স্টেশনের কর্তৃপক্ষের কাছে কর্মচ্যুত ১৯ জন কর্মীকে কাজে পুনর্বহাল করারা পাশাপাশি এমআইপি প্রকল্পে জলের ব্যবস্থা করা, রাস্তা নির্মাণের দাবি তোলা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মাজির দাবি, “তিন-চার বছর আগে ওই ১৯ জন সাব-স্টেশনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। তাঁদের ইপিএফ-ও ছিল। ওই কর্মীদের নির্দিষ্ট কারণ না দেখিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।” সাব-স্টেশনের দায়িত্বে থাকা সহকারী বাস্তুকার অনুপ রায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অবস্থান-বিক্ষোভ
অবস্থানপ্রাপ্য টাকার দাবিতে বিষ্ণুপুর রামানন্দ কলেজের ৩০ জন আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা মঙ্গলবার থেকে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.