• প্রাথমিক শিক্ষা সংসদ, মাদ্রাসা, নিম্নবুনিয়াদি, শিশুশিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের ২৯তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে শুক্রবার। বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজের মাঠে উপস্থিত ছিলেন রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রিঙ্কুদেবী জানান, প্রতিযোগিতায় ১৪৪ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী-সহ ৩১১ জন পড়ুয়া এতে যোগ দিয়েছিল। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ২৮টি এবং প্রতিবন্ধীদের জন্য ২৪ রকমের খেলার আয়োজন করা হয়েছিল। সমস্ত রকমের খেলায় সেরা তিন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। ২৮ রকমের খেলায় প্রথম হওয়া ছাত্রছাত্রীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে।
|
• বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএসএ প্রথম ডিভিশনের ফুটবল লিগ শুরু হয়েছে ৫ ডিসেম্বর থেকে। প্রথম খেলায় নন্দলাল একাদশকে ৪-০ গোলে হারাল মায়ের আশিস। আয়োজক সংস্থার সম্পাদক বরুণ দে বলেন, “এ বার ১১টি দল যোগ দিয়েছে। খেলা শেষ হবে ১৭ ডিসেম্বর।”
• পাত্রসায়র স্পোটিং ইউনিয়ন পরিচালিত স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল হুগলির আরামবাগ স্পোটিং ইউনিয়ন। বৃহস্পতিবার পাত্রসায়র ফুটবল মঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে বর্ধমান আর এ ইউ সিকে হারায়। আরামবাগ স্পোটিং ইউনিয়নের তরফে গোল দু’টি করেছেন বাসুদেব বেরা ও তন্ময় সাঁতরা। কাল, বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় হুগলির চাঁপাডাঙা একাদশের মুখোমুখি হবে হাওড়ার বাগনান খাজুটি ফুটবল অ্যাকাডেমি।
|
• বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হল নন্দপ্রসাদ বন্দ্যোপাধ্যায় শিল্ড টুর্নামেন্ট-২০১২। গত রবিবার থেকে বাঁকুড়া স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ সেনগুপ্ত বলেন, “প্রতিযোগিতায় মোট ৮টি দল যোগ দিয়েছে। আগামী রবিবার চূড়ান্ত পর্বের খেলা হবে।”
|
খাতড়ায় ক্রীড়া প্রতিযোগিতা |
• খাতড়া ব্লক যুব উৎসবে একটি ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে গত বৃহস্পতিবার সিধহো-কানহু স্টেডিয়ামে। দৌড়, লংজাম্প, হাইজাম্প, কবাডি, ভলিবল-সহ নানা বিভাগে ব্লকের প্রায় তিনশো প্রতিযোগী যোগ দিয়েছিল।
|
•
ছাত্র যুব উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে রঘুনাথপুর ১ ব্লকের মধুতটী গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। কমিটির তরফে মুকুল বন্দ্যোপাধ্যায় জানান, ওই স্কুলের মাঠে ১০০ ও ৮০০ মিটার দৌড়, লংজাম্প, হাইজাম্প, ভলিবল, কবাডি-সহ নানা প্রতিযোগিতা হয়েছে। ভলিবলে জিতেছে মধুতটী গ্রামের উন্নয়ন শাখা ও কবাডিতে জিতেছে মধুতটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমাশাসক আবিদ হোসেন। |