টুকরো খবর |
বধূকে ধর্ষণ, জেল যুবকের
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক বধূকে ধর্ষণের দায়ে দশ বছর কারাদণ্ড হল পড়শি যুবকের। মঙ্গলবার রামপুরহাট আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সুধীর কুমার এই রায় দেন। সাজাপ্রাপ্ত যুবক গৌতম ভল্লা ময়ূরেশ্বর থানার পলনা গ্রামের বাসিন্দা। সরকারি আইনজীবী নিমাই মুখোপাধ্যায় জানান, ২০০৯ সালের ২৬ মার্চ গভীর রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী বধূকে ধর্ষণ করে গৌতম। পরের দিন গৌতমের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই বধূর স্বামী। লিখিত অভিযোগে বধূটির স্বামী জানিয়েছিলেন, তাঁর স্ত্রী শিশুকন্যাকে নিয়ে রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন। স্ত্রীর মুখে কাপড় গুঁজে গৌতম তাঁকে ধর্ষণ করে। ওই বধূর শ্বশুর-শাশুড়ি বাইরে শুয়েছিলেন। বধূর চিৎকারে তাঁরা ধাওয়া করলে গৌতম দেওয়াল টপকে পালায়। ঘটনার সাত দিনের মধ্যে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এ দিন বিচারক গৌতমকে দশ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। এর মধ্যে পাঁচ হাজার টাকা ওই বধূকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে গৌতমকে আরও আড়াই বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
|
ছাত্রসংসদ নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিউড়ির বীরভূম মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। ওই কলেজের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, “১৪টি আসনের জন্য ১৪ জনই মনোনয়নপত্র জমা দিয়েছে। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ, বুধবার নাম প্রত্যাহারের শেষ দিন। যদি কেউ নাম প্রত্যাহার না করে তা হলে ১৪ জনকেই জয়ী বলে ঘোষণা করা হবে। বিরোধী না থাকায় ২০ ডিসেম্বর নির্বাচনের প্রয়োজন হবে না।” টিএমসিপির জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, “এত দিন এই কলেজে এসএফআই এক তরফা ভাবে ছাত্র সংসদ দখলে রেখেছিল। এ বার ছাত্র সংসদের অধিকাংশ সদস্য এসএফআই ছেড়ে টিএমসিপিতে যোগ দেয়। এসএফআইয়ের ছাত্র সংযোগ তলানিতে এসে ঠেকেছে। তাই তারা এই কলেজ-সহ জেলার বহু কলেজে প্রার্থী দিতে পারেনি।” অন্য দিকে, এসএফআইয়ের জেলা সভাপতি শতদল চট্টোপাধ্যায়ের অভিযোগ, “টিএমসিপিএর সন্ত্রাসের কারণে এই কলেজ-সহ বোলপুর মহকুমার সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন বয়কট করা হয়েছে।”
|
ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মুরারই কবি নজরুল কলেজের পরে রামপুরহাট কলেজে ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও রামপুরহাট কলেজে ভাঙচুরের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদেরর পাশাপাশি ছাত্র পরিষদও জড়িত রয়েছে বলে দাবি করেছেন অধ্যক্ষ। অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মঙ্গলবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের সমর্থকেরা আমার চোখের সামনে টেবিল, চেয়ার ভাঙচুর করে। টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।” পুলিশ এসএফআই, তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদের সমর্থকদের কলেজ থেকে বের করে দেওয়ার পরে মনোয়নপত্র প্রত্যাহারের কাজকর্ম শান্তিপূর্ণ হয় বলে দাবি অধ্যক্ষের। তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের পক্ষে ছাত্র নেতা অভিজিৎ মণ্ডলের দাবি, “রামপুরহাট কলেজে দুঃস্থদের জন্য বরাদ্দ টাকা বিলি-সহ বেশ কিছু কাজকর্মে অধ্যক্ষের যোগসাজোসে এসএফআই বেনিয়ম করছে। তার প্রতিবাদ করায় অধ্যক্ষ তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের নামে নির্বাচনের আগে চক্রান্ত করছেন।” এসএফআইয়ের পক্ষে ছাত্র নেতা জাহিদুল ইসলাম বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ ভোটার তালিকায় নাম না থাকা এক ছাত্রকে প্রার্থী করেছে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ওই প্রার্থীর নাম সংশোধন করে দেওয়ার জন্য আমরা এ দিন প্রতিবাদ করি।”
|
তালা ভেঙে বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
তালা ভেঙে চুরি হল বাড়িতে। সোমবার সিউড়ির কড়িধ্যা গ্রামের বিদ্যুৎ মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বিদ্যুৎবাবু জানান, ওই দিন বেলা পৌনে ১১টা নাগাদ তিনি ও তাঁর স্ত্রী বাড়ির দরজা-জানলা বন্ধ করে বাইরের দরজায় তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। স্ত্রী বিকেল ৫টা নাগাদ ফিরে দেখেন, বাইরের দরজা ভিতর থেকে বন্ধ। পাশে বিদ্যুৎবাবুর দাদার বাড়ির ভিতর দিয়ে নিজেদের বাড়িতে ঢুকে দেখা যায়, পিছন দিকের গ্রিলের গেটের তালা ভাঙা। ঘরে দু’টি আলমারির লকারও ভাঙা। নগদ টাকা, সোনার অলঙ্কার আর দামি জামাকাপড় নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। প্রায় একই কায়দায় চুরি হয়েছে ময়ূরেশ্বর থানার নিমডাঙা গ্রামের বাসিন্দা তপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। তপনবাবু বলেন, “আমরা বাড়িতে ছিলাম না। মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরে দেখি, পিছনের গ্রিলের গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে দু’টি আলমারি থেকে সোনাদানা, বাসনপত্র চুরি করে পালিয়েছে। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
|
কলেজে ‘মারধর’
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
সিউড়ির বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ওই কলেজের চতুর্থ বর্ষের কিছু পড়ুয়ার বিরুদ্ধে। অঙ্কুর বর্মন নামে আহত ছাত্রকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অঙ্কুর নিউ জলপাইগুড়ির বাসিন্দা। থাকেন কলেজের হস্টেলে। ঘটনাটি গত শুক্রবার ঘটলেও কলেজের রেজিস্ট্রার শিখরিণী মজুমদার জানিয়েছেন, এখনও পর্যন্ত অঙ্কুর বা তাঁর কোনও সহপাঠী লিখিত অভিযোগ করেননি। অধ্যক্ষ বলেন, “ঘটনার কথা শুনে আমরা ইতিমধ্যেই অঙ্কুরকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। দু’টি ক্লাসের ছাত্রদের মধ্যে কোনও বিষয়কে ঘিরে বিবাদ হয়েছিল। তার পরে মারধর বা হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সে দিকে নজর রাখা হবে। অঙ্কুর নির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থাও নেওয়া হবে।”
|
কালভার্ট নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুরের বালিজুড়ি পঞ্চায়েতের শল্ল্যাপাহাড় গ্রামের ‘হীরমন’ কাঁদর পারাপারের জন্য একটি উঁচু কালভার্টের দাবি দীর্ঘদিনের। ওই গ্রামের বাসিন্দাদের কথায়, মাটির সঙ্গে কালাভার্টটি মিশে গিয়েছে। তা উঁচু করা হলে বর্ষাকাল ও তার পরের দু’তিন মাস জল ভেঙে পঞ্চায়েতে যাতায়াত করতে হবে না তাঁদের। কারণ এমনিতে স্থানীয় বালিজুড়ি পঞ্চায়েতে যাওয়ার জন্য মেটে পথ ব্যবহার করলে অনেকত দ্রুত পৌঁছতে পারেন। কিন্তু বর্ষাকাল বা তার পরের দু’তিন মাস কাঁদরে জল জমে থাকে বলে অনেকটা পথ ঘুরে পঞ্চায়েতে যেতে হয়। এই কালভার্ট উঁচু হলে ৩-৪টি গ্রামের মানুষ উপকৃত হবেন। এ ব্যাপারে বহুবার পঞ্চায়েতে জানিয়ে লাভ হয়নি বলে ক্ষোভ বাসিন্দাদের। যদিও পঞ্চায়েত প্রধান সিপিএমের মালতি ঘোষ বলেন, “ইতিমধ্যে ওই কালভার্ট উঁচু করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।”
|
ফি নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
‘বেআইনি’ ভাবে অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে অথচ অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে না। বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ জানালেন বিনয় ভবনের শারীরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্বভারতীর সহউপাচার্য উদয়নারায়ণ সিংহ বলেন, “সংশ্লিষ্ট সমস্ত বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হবে।”
|
পুনর্বহালের দাবি |
কর্মচ্যুত অস্থায়ী কর্মীদের পুনর্বহাল করা ও এলাকায় উন্নয়মূলক কাজের দাবিতে ডিভিসি-র সাব-স্টেশন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে তৃণমূল। সোমবার রামকানালিতে ওই সাব-স্টেশনের কর্তৃপক্ষের কাছে কর্মচ্যুত ১৯ জন কর্মীকে কাজে পুনর্বহাল করারা পাশাপাশি এমআইপি প্রকল্পে জলের ব্যবস্থা করা, রাস্তা নির্মাণের দাবি তোলা হয়েছে।
|
দেহ উদ্ধার |
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে দুবরাজপুরের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে শঙ্করী গড়াই (৪৫) নামে ওই বধূর দেহ উদ্ধার হয়। দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। |
|