বধূহত্যার অভিযোগে গ্রেফতার স্বামী, শাশুড়ি নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার কমলপুর পশ্চিমপাড়ায়। সঙ্গীতা দাস (১৮) নামে ওই বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ, সঙ্গীতাদেবীকে শ্বাসরোধ করে খুন করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় অভিযোগও দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সঙ্গীতাদেবীর বিয়ে হয়। তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে সঙ্গীতদেবীর উপরে অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। বাপের বাড়ির লোকের অভিযোগে ভিত্তিতে পুলিশ সঙ্গীতাদেবীর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে।
গোসাবায় নৌকাডুবি, নিখোঁজ ১ নিজস্ব সংবাদদাতা • গোসাবা
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবিতে নিখোঁজ হলেন এক যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় লাহিড়ীপুরে ঝিলার জঙ্গলের কাছে গাঁড়াল নদীতে। পুলিশ জানিয়েছে নিখোঁজ যুবকের নাম অনিত তাঁতি। তিনি সোনারপুর থানার গঙ্গাজোয়ারা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সোনারপুর থেকে তিন বন্ধুকে নিয়ে লাহিড়ীপুরে বন্ধু গুরুদাস মল্লিকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন অনিত। বিকেলে তাঁরা চার জন ও স্থানীয় তিন যুবক একটি নৌকায় করে গাঁড়াল নদীতে ঘুরতে বের হন। ঝিলার জঙ্গলের কাছে হঠাৎ নৌকাটি উল্টে গেলে সকলেই ডুবে যান। কোনওমতে সাঁতরে ৬ জন পাড়ে উঠতে পারলেও অনিত পারেননি। নৌকাডুবির খবর পেয়েই নদীতে তল্লাশিতে নামে ক্যানিং উপকূল থানার পুলিশ, উপকূলরক্ষী বাহিনীর লোকজন। তবে অনিতের দেহ মেলেনি। এসডিপিও (ক্যানিং) পিনাকিরঞ্জন দাস বলেন, “অনিতের সন্ধানে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা থেকে দু’জন ডুবুরিও আনা হয়েছে।” তবে মঙ্গলবার রাত পর্যন্ত অনিতের দেহ মেলেনি।
উপপ্রধানের মৃত্যু নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
মারা গেলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তাম্বুলদহ-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলিনা বিজলি (৬৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার চ্যাংদোলা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী মলিনাদেবী গত ৯ অক্টোবর কলকাতায় মাছ বিক্রি করতে যাচ্ছিলেন। বালিগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে লাইনে পড়ে যান তিনি। ওই ট্রেনের চাকাতেই তাঁর বাঁ পা কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আর জির কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ১২ ডিসেম্বর, সোমবার তিনি মারা যান।
বধূ-মৃত্যু, ধৃত ২
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার কমলপুর পশ্চিমপাড়ায়। সঙ্গীতা দাস (১৮) নামে ওই বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ, সঙ্গীতাকে শ্বাসরোধ করে খুন করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় অভিযোগও দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে সঙ্গীতার বিয়ে হয়। তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে সঙ্গীতার উপরে অত্যাচার শুরু করেন শ্বশুরবাড়ির লোকেরা। বাপের বাড়ির লোকের অভিযোগে ভিত্তিতে পুলিশ সঙ্গীতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.