ছাত্র পরিষদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেছে এসএফআই। মঙ্গলবার নওদার আমতলা কলেজের সামনে একটি জাতীয় পতাকার উপরে ছাত্র পরিষদের নাম লেখা ছিল বলে অভিযোগ। এসএফআই-এর নওদা জোনাল সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “আমরা কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করেছি।” কংগ্রেসের নওদা ব্লক যুব সভাপতি সুজয় বিশ্বাস বলেন, “ভুলবশত ওই পতাকার উপরে ছাত্র পরিষদ লেখা ছাপা হয়েছে। ওই পতাকাটি সরিয়ে নেওয়া হয়েছে।”
|
এলাকায় বার বার ছিনতাইয়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রেজিনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এক হাট থেকে অন্য হাটে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের ধারার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
|
খাজুড়ির নজরুল সঙ্ঘ পরিচালিত আবজেল শেখ ও নবাই হালসানা স্মৃতি ফুটবলে রাউতারা আদিবাসী সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সিংহাটি গাড়ি মালিক সমিতি। শনিবার ও রবিবার অনুষ্ঠিত এই নক আউট প্রতিযোগিতাটি হয় খাজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টে জেলার মোট ৬টি দল যোগ দেয়। |