টুকরো খবর
আদালত বয়কট
দুর্ব্যবহারের অভিযোগে মঙ্গলবার থেকে জঙ্গিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালত বয়কট শুরু করলেন আইনজীবীরা। ফলে এ দিন ওই আদালতের বিচারক বিদ্যুৎকুমার রায়ের এজলাসে কোনও মামলার শুনানি হয়নি। জঙ্গিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ সিংহ বলেন, “সমস্থ আইনজীবীদের ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ওই বিচারকের বদলি বা আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহারের আশ্বাস দাবি করছি। যত দিন না তা হচ্ছে এই আন্দোলন চলবে।” ওই আদালতের সরকারি আইনজীবী আফজলউদ্দিন বলেন, “সংগঠনের সিদ্ধান্ত মেনে সরকারি আইনজীবী হিসাবে আমিও আদালতে হাজির হতে পারিনি। তবে এ দিন বহরমপুর থেকে আদালতে আসেন জেলা জজ শঙ্কর আচার্য। তিনি আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বয়কট তোলার অনুরোধ করলেও। বয়কট অব্যাহত রেখেছেন তাঁরা।

অন্ধ্রে খুনের অভিযোগ, ধৃত
খুনের অভিযোগে নবদ্বীপের প্রাচীন মায়াপুর থেকে সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের পুলিশ। ধৃতের নাম প্রবীন মণ্ডল। ওই দিন রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বছর খানের আগে অন্ধ্রপ্রদেশে মোহন নাইডু নামে এক ব্যক্তি খুন হন। দু’জনকে গ্রেফতারও করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রবীনের কথা জানতে পারে বলে পুলিশ সূত্রে খহর। প্রবীন অন্ধ্রপ্রদেশে একটি সোনার দোকানে কাজ করতেন। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ধৃত প্রবীন মণ্ডলের বিরুদ্ধে আমাদের কাছে কোনও রেকর্ড নেই। তবে অন্ধ্র পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় ধৃতদের মধ্যে এক জন মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। প্রবীনের বিরুদ্ধে তাকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে।”

অবমাননার অভিযোগ
ছাত্র পরিষদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেছে এসএফআই। মঙ্গলবার নওদার আমতলা কলেজের সামনে একটি জাতীয় পতাকার উপরে ছাত্র পরিষদের নাম লেখা ছিল বলে অভিযোগ। এসএফআই-এর নওদা জোনাল সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “আমরা কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করেছি।” কংগ্রেসের নওদা ব্লক যুব সভাপতি সুজয় বিশ্বাস বলেন, “ভুলবশত ওই পতাকার উপরে ছাত্র পরিষদ লেখা ছাপা হয়েছে। ওই পতাকাটি সরিয়ে নেওয়া হয়েছে।”

রাস্তা অবরোধ
এলাকায় বার বার ছিনতাইয়ের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রেজিনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এক হাট থেকে অন্য হাটে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের ধারার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

চ্যাম্পিয়ন সিংহাটি
খাজুড়ির নজরুল সঙ্ঘ পরিচালিত আবজেল শেখ ও নবাই হালসানা স্মৃতি ফুটবলে রাউতারা আদিবাসী সঙ্ঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সিংহাটি গাড়ি মালিক সমিতি। শনিবার ও রবিবার অনুষ্ঠিত এই নক আউট প্রতিযোগিতাটি হয় খাজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টে জেলার মোট ৬টি দল যোগ দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.