সংস্কৃতি যেখানে যেমন

নাট্যমেলা জমজমাট

বহরমপুরে নাট্যমেলায় ‘ফিঙ্গারপ্রিন্টস্’

সম্মাননা রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে
উপচে পড়া ভিড়ে মঙ্গলবার রাজ্যের ‘বৃহত্তম’ নাট্যমেলার পঞ্চম দিনে বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হল দু’টি নাটক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে ‘সমতট’ নাট্যগোষ্ঠীর ‘সাত মার পালোয়ান’ ও নেপালের নাট্যসংস্থা ‘আরোহন’ এর প্রযোজনা ‘মিস মারগারেট’। বহরমপুরের ‘ঋত্বিক’ পরিচালিত একাদশতম দেশ বিদেশের নাট্যমেলা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। গত ৯ ডিসেম্বর ওই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের চলচিত্র পরিচালক ও নাট্যকার নাসিরুদ্দিন ইউসুফ। উদ্বোধনী সন্ধ্যা থেকে পর পর তিন সন্ধ্যায় গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট দুই নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও স্বপন দাসকে এবং নাট্যসংস্থা ‘শান্তিপুর সাংস্কৃতিক’-কে। সদ্য প্রয়াত ‘ঋত্বিক’-এর প্রাণপুরুষ গৌতম রায়চৌধুরীর নাটক ‘এবং শেষ অধ্যায়’ মঞ্চস্থ হয় উদ্বোধনী সন্ধ্যায়। পর দিন বিভাস চক্রবর্তী পরিচালিত শেকস্পিয়রের ‘হ্যামলেট’ উপস্থাপন করে ‘অন্য থিয়েটার’। গত রবিবার মঞ্চস্থ হয় দু’টি নাটক। ‘হ-য-ব-র-ল’ প্রযোজিত চন্দন সেনের ‘অবগুণ্ঠিতা’ ও হরিমাধব মুখোপাধ্যায় নির্দেশিত মোহিত চট্টোপাধ্যায়ের ‘আওরঙ্গজেব’। প্রযোজনা রঙ্গপট। সোমবার সংগ্রাম গুহের ‘ফিঙ্গারপ্রিন্টস’ মঞ্চস্থ করে নাট্যসংস্থা ‘স্পন্দন’।

নাট্যম বলাকা
কৃষ্ণনগরে ‘মুক্তধারা’। নিজস্ব চিত্র।
আগামী রবিবার রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হতে চলছে ‘নাট্যম বলাকা’ আয়োজিত রজত জয়ন্তী বর্ষের নাট্যমেলা। পাঁচ দিনের ওই উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে সৌমিত্র বসুর নাট্যরূপ দেওয়া ‘দেনা পাওনা’। প্রযোজনা নাট্যমেলার আয়োজক সংস্থা ‘নাট্যম বলাকা’। পরিচালক তরুণ চৌবে। পর দিন ‘বহুরূপী’ মঞ্চস্থ করবে সদ্য প্রয়াত তারাপদ মুখোপাধ্যায় নির্দেশিত ‘চৈতন্য’। ২০ ডিসেম্বর বহরমপুরের ‘রঙ্গাশ্রম’ প্রযোজিত নাটক ‘সন্তাপ’। কাহিনী মানব চক্রবর্তী। নাট্যরূপ কৌশিক চট্টোপাধ্যায় ও পরিচালক সন্দীপ ভট্টাচার্য। ২১ ডিসেম্বর ‘নটরঙ্গ’ মঞ্চস্থ করবে সোহন বন্দ্যোপাধ্যায়ের ‘শুঁয়োপোকা’। সমাপ্তি সন্ধ্যায় ‘রঙরূপ’ উপস্থাপিত করবে সীমা মুখোপাধ্যায় নির্দেশিত মোহিত চট্টোপাধ্যায়ের নাটক ‘মায়ের মতো’।

বহরমপুরে বইমেলা
আগামী শুক্রবার শুরু হতে চলেছে ২০ তম বছরের ‘শিশু বইমেলা’। মুর্শিদাবাদের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সূর্যসেনা পরিবার’ পরিচালিত ওই বইমেলা বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত ৬ দিন ধরে। থাকবে ২৮টি স্টল। তার মধ্যে ২৪টি স্টলে মিলবে ছোটদের বই। ওই বইমেলার এ বারের ‘থিম’ ভগিনী নিবেদিতার মৃত্যু শতবর্ষ ও বিপ্লবী মাদাম কামার সার্ধজন্মশতবর্ষ। বইমেলায় ৬ দিন ধরে আবৃত্তি, শ্রুতি লিখন ও বির্তকের মতো ১৯টি সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বইমেলা চলবে প্রতি দিন দুপুর দু’টো থেকে রাত আটটা পর্যন্ত। প্রবেশ মূল্য মাত্র ২ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.