|
|
|
|
জেলাশাসকের কাছে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মনোনয়ন জমা দিতে না-পেরে মঙ্গলবার জেলাশাসকের কাছে অভিযোগ জানাল এসএফআই। তাদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ, বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে কলেজ ক্যাম্পাসে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার দাবি জানিয়ে এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “মঙ্গলবারও আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। টিএমসিপি’ই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। সুবিচারের আশায় আমরা জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।” জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত’র বক্তব্য, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” ২০০৮ সাল পর্যন্ত রাজ কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় ছিল এসএফআই-এআইএসএফ নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। জঙ্গলমহলে অশান্তির কারণে গত দু’বছর রাজ কলেজের ছাত্র সংসদে নির্বাচন হয়নি। আগামী ২০ ডিসেম্বর রাজ কলেজের ছাত্র সংসদের নির্বাচন হওয়ার দিন ধার্য হয়েছে। গত সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। চলবে বুধবার পর্যন্ত। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার মনোনয়পত্র জমা দিতে পারেনি এসএসআইয়ের নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। এ দিন কলেজে ঢোকা চেষ্টা করলে এসএফআইয়ের দুই সমর্থককে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি অবশ্য সন্ত্রাসের অভিযোগ খারিজ করে বলেন, “ইতিপূর্বে কলেজ নির্বাচনগুলিতে জঙ্গলমহলের পড়ুয়ারা টিএমসিপি-কেই বেছে নিয়েছেন। পরাজয় নিশ্চিত বুঝেই মিথ্যা অভিযোগ তুলে ভোট বানচাল করতে চাইছে বামপন্থীরা।” |
|
|
|
|
|