আইপিএলের মিডিয়া ও গভর্নিং কাউন্সিলের কাজকর্মের খরচ বাবদ টাকার দাবি খারিজ হয়ে যাওয়ায় কড়া ভাষায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন সুনীল গাওস্কর। শুধু তা-ই নয়, অনিল কুম্বলের সঙ্গে আলোচনা না করেই তাঁর সব প্রস্তাব খারিজ করে দেওয়ায় বোর্ডের তীব্র নিন্দাও করেছেন তিনি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) নিয়ে বোর্ডকে যে ক’টা প্রস্তাব দিয়েছিলেন চেয়ারম্যান কুম্বলে, তার সব ক’টাই খারিজ হয়ে যায়। কুম্বলের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই। ক্ষুব্ধ কুম্বলে পদত্যাগ করেন তখনই। যা নিয়ে গাওস্কর বলছেন, “কুম্বলের মতো কেউ যদি একটা প্রস্তাব দেয়, তা হলে সেটা নিয়ে ভাল করে আলোচনা করা উচিত। ওর সঙ্গে একশো শতাংশ একমত না হলেও আলোচনা করাটা দরকার।” এখানেই শেষ নয়। প্রাক্তন এনসিএ চেয়ারম্যান গাওস্কর আরও বলেছেন, “কুম্বলে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলেছে, অনেক চোটের মোকাবিলা করেছে। ওর পরিকল্পনা নিশ্চয়ই ক্রিকেটারদের ভাল-র কথা মাথায় রেখে করা হয়েছিল। বোর্ড ওকে বলতে পারত যে তোমার এই প্ল্যানটা খরচসাপেক্ষ, কিন্তু আমরা একটা বোঝাপড়ায় আসতে পারি।” গাওস্কর জানিয়েছেন, তিনি নিজে এনসিএ চেয়ারম্যান থাকাকালীন সব সময় বেঙ্গালুরুতে থাকতে পারতেন না। সেখানে কুম্বলে অ্যাকাডেমির দৈনিক কাজকর্ম নিয়ে গভীর ভাবে ভেবে থাকলে সেটা অত্যন্ত ইতিবাচক।
বোর্ডের সঙ্গে তাঁর নিজের চুক্তির টাকা না পেয়েও উত্তপ্ত গাওস্কর। “শরদ পওয়ার এবং ললিত মোদী আমার সঙ্গে চার কোটি টাকার চুক্তি করেছিলেন। পরে পওয়ার এবং অরুণ জেটলি আশ্বাস দিয়েছিলেন যে আমার বকেয়া টাকা আমি পেয়ে যাব। কিন্তু এখন বোর্ডের অবস্থান একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে। ভাবতেই পারছি না যে আমার প্রাপ্য টাকা আমাকে দিতে চায় না বোর্ড,” বলেছেন তিনি। |