টুকরো খবর
থানা সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠান
শনিবার সন্ধ্যায় উত্তরপাড়া গণভবনে এক অনুষ্ঠানে উত্তরপাড়া থানা সমন্বয় সমিতি আয়োজিত ‘শারদ সম্মান’ এবং ‘দীপ সম্মান’ বিজয়ী পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরপাড়া থানার আইসি অসিত সাউ। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় প্রমুখ। ‘শারদ সম্মান’ পুরস্কার দেওয়া হয় বড় বহেরা পল্লিমঙ্গল সমিতি, কোন্নগর নিউপার্ক অ্যাসোসিয়েশন এবং মাখলা নবমিলন ক্লাবকে। সেরা কালীপুজোর নিরিখে ‘দীপ সম্মান’ দেওয়া হয় কানাইপুর নাইন স্টার, ভদ্রকালী ফ্রেন্ডস ক্লাব এবং কানাইপুর কলোনি-২ পল্লিকে। এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। এঁরা হলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন বশিষ্ট, ক্রীড়াবিদ কাশীনাথ চট্টোপাধ্যায়, চিকিৎসক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, জাগলার অভয়পদ মিত্র, সঙ্গীতশিল্পী সুনির্মল ভট্টাচার্য। সংবর্ধিত করা হয় সাইকেলে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণকারী রামচন্দ্র বিশ্বাস, এভারেস্ট বিজয়ী দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্যকে। আরজি পার্টির ৬টি ইউনিটকে সম্মানিত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

জগৎবল্লভপুরে ফুটবল প্রতিযোগিতা
সম্প্রতি হাওড়ার জগৎবল্লভপুর বেসিক ট্রেনিং স্কুল মাঠে উদ্বোধন হল শেখ গোলাম নবী মেমোরিয়াল চ্যালেঞ্জ সিলভার ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতার। উদ্বোধনী খেলায় সন্তোষপুর টাইমস্টার ১-০ গোলে হারিয়ে দেয় বজবজ জনকল্যাণ সমিতিকে। প্রধান অতিথি ছিলেন ফুটবল প্রশিক্ষক অমল দত্ত। প্রতিযোগিতা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন দল প্রতিযোগিতায় খেলবে। উদ্যোক্তা গোহালপোতা জাগরী সঙ্ঘ। প্রতিযোগিতার আয়োজন করে যে উদ্বৃত্ত অর্থ পাওয়া যাবে, তাতে দুঃস্থ খেলোয়াড়দের সাহায্য করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
—নিজস্ব চিত্র।
হুগলি জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্রের (বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-সহ) ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার অনুষ্ঠিত হল মশাট আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সংগঠকেরা জানান, চারটি মহকুমা থেকে মোট ২৭৭ জন ছেলেমেয়ে যোগ দেয়। প্রতিযোগিতার ইভেন্টগুলি ছিল ৫০ মিটার, ৭৫ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, রিলে রেস, জিমনাস্টিক, ক্রিকেট বল ছোড়া, লং জাম্প, হাই জাম্প প্রভৃতি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রদীপ সাহা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি পরেশ সামন্ত, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, স্বাতী খোন্দকার প্রমুখ। প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের প্রথম স্থানাধিকারী ২৭-২৯ ডিসেম্বর রাজ্য প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে।

বধূর মৃত্যুতে ধৃত স্বামী-শাশুড়ি
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার কমলপুর পশ্চিমপাড়ায়। সঙ্গীতা দাস (১৮) নামে ওই বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ, সঙ্গীতাদেবীকে শ্বাসরোধ করে খুন করে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তাঁরা থানায় অভিযোগও দায়ের করেন।

বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা বাগনানে
হাওড়ার বাগনানের বরুন্দা মণিপাড়ায় বিবেকানন্দ পল্লি উন্নয়ন সমিতি এবং আনন্দনিকেতনের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে তাঁর একটি মূর্তির স্থাপন করা হয়। উদ্যোক্তারা জানান, অনুষ্ঠানে মূর্তির আবরণ উন্মোচন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী সর্পনানন্দ মহারাজ।

মশাটে ফুটবল
মশাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন পরিচালিত ৩৬ তম একদিনের ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হল মোল্লাচক বোম্বেওয়ালা। সম্প্রতি মশাট আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলকে নিয়ে ওই প্রতিযোগিতা হয়। ফাইনালে মোল্লাচকের দলটির মুখোমুখি হয় বাঁদপুর এস এম এফ সি। মোল্লাচক জেতে ১-০ গোলে। জয়সূচক গোলটি করেন মহম্মদ সৈয়দ। তিনি প্রতিযোগিতার সেরা খেলোয়ার হন।

স্মারকলিপি
ধানের সহায়ক মূল্য, রাজীব গাঁধী বিদ্যুৎ যোজনার মাধ্যমে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া-সহ ১০ দফা দাবিতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিডিও-র কাছে স্মারকলিপি দিল কংগ্রেস।

বার্ষিক অনুষ্ঠান
সম্প্রতি নোনা কামারপাড়ায় রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে বিবেকানন্দ যুব মহামণ্ডল-এর ২৫ তম বার্ষিক অনুষ্ঠান হল মন্দিরের নিজস্ব অডিটোরিয়ামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.