ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত হল কলেজ চত্বর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষের ১৫ জন জখম হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আগামী ২৩ ডিসেম্বর ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন। এ দিন সকাল থেকে মনোনয়নপত্র তোলা হচ্ছিল। এসএফআইয়ের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগতদের এনে এসএফআই সমর্থকদের বেধড়ক মেরে হটিয়ে দেয়। তার পরে টিএমসিপি-র সদস্যেরা ২৬টি মনোনয়নপত্র তুলে নিয়ে যান। তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা অভিযোগ, এসএফআই সমর্থকেরা তাঁদের উপরে চড়াও হয়েছিলেন। তখন পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে কয়েক জন এসএফআই সমর্থক জখম হয়েছেন। |
দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “ওই কলেজে নির্বাচন হলে তৃণমূল ছাত্র পরিষদের হার নিশ্চিত। সেই কারণে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হচ্ছে। পুলিশি হস্তক্ষেপে শান্তিপূর্ণ অবস্থায় মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার ব্যবস্থা করা উচিত।” রাজ্য তৃণমূল কংগ্রেসের শিক্ষা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “ওই কলেজে নির্বাচনে পরাজিত হবে বলে এসএফআই নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা মনোনয়নপত্র তুলতে বাধা দেব কেন?” সুজনবাবু জানিয়েছেন, এসএফআইয়ের ১১ জন সদস্য গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাটুলি থানা সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের বচসা থামাতে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গিয়েছিল। কোনও লাঠিচার্জ করা হয়নি। |