বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে নির্বাচিত আট পদাধিকারীর মধ্যে নতুন মুখ পাঁচটি। সম্প্রতি বর্ধমানের এই অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। সম্পাদক হিসেবে মদস্সর হোসেন, সহ-সভাপতি কানাইলাল মিত্র, সহ-সম্পাদক হরিদাস মুখোপাধ্যায় ও সঞ্জয় ঘোষ এবং অডিটর হিসেবে কল্যাণ মাঝি প্রথম বারের জন্য নির্বাচিত হয়েছেন। সভাপতি প্রভাসরঞ্জন রায়, সহ-সম্পাদক উদয় মুখোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস ফের নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে চর্তুমুখী লড়াই হয়। এই আসনে বাম সমর্থিত প্রার্থী কমল দত্তের বিরুদ্ধে তৃণমূল সমর্থিত প্রার্থী সদন তা এবং কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থী মদস্সর হোসেনের লড়াই হয়। মদশ্বর হোসেন ১৯৭টি, সদন তা ১৭০টি এবং কমল দত্ত ৭৫টি ভোট পান। বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য তথা তৃণমূল নেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সম্পাদক পদে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী এবং তৃণমূল প্রার্থী আলাদা ভাবে ভোটে না দাঁড়ালে আরও অনেক বেশি ভোটে বাম সমর্থিত প্রার্থীকে হারানো সম্ভব হত।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বারের সহ-সভাপতি পদে চার জন এবং সহ-সম্পদক পদে ১৪ জন ভোটে লড়েন। বামপন্থী আইনজীবীদের নিয়ে তৈরি গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের বর্ধমান আদালত কমিটির সভাপতি পিয়ারীমোহন শীল বলেন, “সঞ্জয় ঘোষ আমাদের জেলা কমিটির সদস্য। তাঁর জয়ে আমরা আনন্দিত।”
|
গুরুতর আহত অবস্থায় এক গাড়ি চালককে উদ্ধার করল পুলিশ। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করাা হয়েছে। নাম সুভাষ বৈদ্য। বাড়ি বর্ধমান শহরের স্বস্তিপল্লিতে। তাঁর বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁকে গুলি করা হয়েছিল। যদিও বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই আঘাত গুলির নয় বলেই মনে হয়েছে চিকিৎসকেদের। ওটা ছুরিকাঘাতের চিহ্নও হতে পারে। সম্ভবত গাড়ি ভাড়া নিয়ে বচসার জেরেই তিনি ছুরিকাহত হন।” বর্ধমান থানার আইসি স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, আহতের বাড়ির তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।
|
দু’টি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে কালনার ধাত্রীগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীল দে (৬২)। বাড়ি স্থানীয় আটঘোড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৬টা নাগাদ ধাত্রীগ্রাম লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ থাকার সময়ে কাছাকাছি দাঁড়িয়ে ছিল বাস দু’টি। গেট উঠে যাওয়ার পরেই দু’টি বেসরকারি বাসের মধ্যে আগে যাওয়ার জন্য রেষারেষি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময়ে সাইকেলে চেপে ধাত্রীগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন সুশীলবাবু। |
কালনা-বর্ধমান রাস্তায় কৃষ্ণনগর থেকে তারকেশ্বরগামী বাসের চাকায় পিষ্ট হন তিনি।
তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে উল্টে যায় বাসটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদামাখা অবস্থায় সুশীলবাবুর দেহটি উদ্ধার করে। বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের যাত্রীরা বিশেষ আহত হননি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসের চালক ও খালাসি পলাতক।
|
তালা ভেঙে বাড়িতে ঢুকে টাকা ও বেশ কয়েক ভরি সোনা চুরি করে চম্পট দিল দুষ্কতীরা। মঙ্গলবার সকালে কাটোয়ার কড়ুই গ্রামে ঘটনাটি ঘটে। বাড়ির কর্তা গুরুপ্রসাদ যশ পুলিশকে লিখিত অভিযোগ জানান, এ দিন সকালে তাঁরা বাড়িতে কেউ ছিলেন না। ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। চুরি গিয়েছে বেশ কয়েক হাজার টাকা ও গয়না। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|