মিছিলে হামলা, অভিযুক্ত সিপিএম
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
আমরি-র অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের স্মৃতিতে আয়োজিত মোমবাতি মিছিলে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের বাঁশড়ায়। সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতা অলোক সিংহের অভিযোগ, “এ দিন মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। তার আগেই ইসিএল অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিন্ন করায় সিটু-র কার্যালয়ের আলো নিভে যায়। তাতে ওদের মনে হয়, তৃণমূলের ছেলেরা ওদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েছেন। এর পরেই তারা তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়। মার খেয়ে দুই তৃণমূল কর্মীকে ইসিএলের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রানিগঞ্জ থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।” অন্য দিকে, সিপিএম নেতা কিশোর ঘটকের অভিযোগ, “মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে প্রতিকারের দাবিতে একটি মিছিলের আয়োজনের জন্য সিটু কার্যালয়ে প্রস্তুতি চলছিল। হঠাৎ মিছিলের তৃণমূল সমর্থকরা সিটু কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। তাতে সিটু সমর্থকরা প্রতিবাদ করলে ওরা পালিয়ে যায়।” পুলিশ জানিয়েছে, এক পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে।
|
ফের হামলার নালিশ খান্দরায়
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
খান্দরা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনের পরেও অশান্তি থামার লক্ষ্মণ নেই। খান্দরার বাসিন্দা, তৃণমূল নেতা গণেশ বাদ্যকরের অভিযোগ, “নির্বাচনের পরে সন্ত্রাস অব্যাহত রাখতে খান্দরা ক্যাম্প পাড়ায় সোমবার দুপুরে লক্ষ্মণ রুইদাস নামে এক সিপিএম সমর্থক তাঁদের কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করে।” অন্ডাল থানায় তিনি অভিযোগ দায়ের করেন। যদিও অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য সিপিএমের পরেশ মণ্ডলের দাবি, “পারিবারিক বিবাদের কারণে ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” এ দিকে, সিপিএমের জেলা কমিটির সদস্য তুফান মণ্ডলের অভিযোগ, “সোমবার সন্ধ্যায় তাঁদের সমর্থক সিদ্ধেশ্বর সাউয়ের খাঁদরা মোড়ের দোকানে হামলা চালায় তৃণমূল। উনুন ও দোকানের অন্য সামগ্রী ভেঙে দেয়। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।” এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, নজরদারি চলছে।
|
নার্সিংহোম, শপিং মলে অভিযান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আমরির অগ্নিকাণ্ডের পরে দুর্গাপুরের প্রায় ৩০টি নার্সিংহোম, পাঁচটি শপিং মল, বেশ কিছু বহুতল ও স্কুলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে দমকল বিভাগ। দুর্গাপুর দমকলের ওসি নিতাই চট্টোপাধ্যায় জানান, আগাম জানিয়ে অভিযানে যাবে দমকল দফতর। তার পরেও কোনও খামতি দেখলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত চিঠি দমকলের পক্ষ থেকে পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছেন নিতাইবাবু।
|
দু’টি লরির সংঘর্ষ, জখম ২ দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন দুই লরির চালক। সোমবার সকাল ১১টা নাগাদ গাঁধী মোড়ে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এর জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যানচালকদের অভিযোগ, গাঁধী মোড়ের সিগন্যালের আলো ঠিকভাবে জ্বলে না। তাই তাঁদের গাড়ি চালাতে অসুবিধা হয়। |
নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • আউশগ্রাম |
আউশগ্রামের অমরার গড়ে একটি সংস্থার উদ্যোগে শিবাক্ষ্যা নাট্যমঞ্চে হল দু’দিনের নাট্য উৎসব। কলকাতার মোট ৬টি দল যোগ দিয়েছিল। প্রথম দিন ‘মমিকাহিনী’, ‘জুতো আবিষ্কার’ ও ‘বিষমরেখা’ এবং দ্বিতীয় দিন ‘সুভা’, ‘বৃত্তান্তে’ ও ‘কেন না মানুষ’ মঞ্চস্থ হয়। আয়োজক সংস্থার সম্পাদক সুমন্ত রায় জানান, এ বার ছিল ১৪তম বর্ষ। |