অজয় ঘোষ ট্রফি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
অজয় ঘোষ ট্রফির ফাইনালে উঠল কলকাতা ও বারাসত রাজ্য বিশ্ববিদ্যালয়। রাধারানি স্টেডিয়ামে কলকাতা মঙ্গলবার ১৬৬ রানে হারিয়েছে বিশ্বভারতীকে। প্রথমে ব্যাট করে কলকাতা করে ৩৮ ওভারে ২৬৭-৭। দেবপ্রিয় সুর করেন ৫১ বলে ৫৩। তিনি তিনটি উইকেট দখল করে ম্যাচের সেরা। দেবাগ্নি বসু করেন ৭৮, অলিভ চন্দ্র ৫০ ও সঞ্জয় দাস ৪১। বোলিংয়ে সফল বিশ্বভারতীর অরিজিৎ রায় (৫৯-৩) ও অঞ্জন বিশ্বাস (৩০-২)। পরে বিশ্বভারতী করে ২৪ ওভারে ১০১। মোহনবাগান মাঠে বারাসত ৬ উইকেটে হারিয়েছে কল্যাণীকে। প্রথমে কল্যাণী করে ২৯.৫ ওভারে ১২৯। ৩৮ বলে ৩৯ করেন সৌগত রায়। বোলিংয়ে সফল বারাসতের অলোক ঘোষ (১১-৫), অজয় যাদব (১৮-৩)। পরে ব্যাট করে বারাসত ২৩.২ ওভারে করে ১৩০-৪। সৌমেন ঘোষ ৩৬ বলে ৪৭ ও অভিষেক দাস ২৩ করেন। কল্যাণীর তাপস সরকার ১৭ রানে ২ উইকেট দখল করেন।
|
অনূর্ধ্ব ১৭ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে মঙ্গলবারের ম্যাচে অআকখ কালচারাল ক্লাব ৩-০ গোলে দুর্গাপুর অগ্রণী সঙ্ঘকে হারায়। রাহুল মারান্ডি, গোলাপ সোরেন, প্রসেনজিৎ গড়াই গোল করে। ম্যাচটি পরিচালনা করেন পার্থসারথি বন্দ্যোপাধ্যায়, জিতেন রুইদাস ও আশিস দাস। অন্য দিকে, এএসপি মাঠের খেলায় আমলাজোড়া সুপ্রিয় সঙ্ঘ ২-০ গোলে ইস্পাতনগরী দিশারী সঙ্ঘকে হারায়। অমলেন্দু চক্রবর্তী, রবীন মিধ্যা গোল করে।
|
আন্তঃস্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
এফআরসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় জয়ী হল পঞ্চমপল্লি উচ্চ বিদ্যালয়। এফআরসি মাঠে তারা দেশবন্ধু বাংলা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। গোলটি করে ম্যাচের সেরা হয় সুশীল বাউরি। সোমবারের খেলায় জয়ী হয়েছিল কস্তুরবা গাঁধী উচ্চ বিদ্যালয়। এফআরসি মাঠে তারা কেন্দ্রীয় বিদ্যালয়কে ২-০ গোলে হারায়। |