অলিভ রিডলে কচ্ছপদের নিরাপত্তায় সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে ওড়িশা সরকার। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে সাগরতটে অন্তত ৭২টি কচ্ছপের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। দু’দিন আগেই আটটি কচ্ছপের মৃতদেহ দেখতে পাওয়া যায়। এ ভাবে কচ্ছপ-মৃত্যুতে উদ্বিগ্ন পশুপ্রেমী সংগঠনগুলি। অবাধে কচ্ছপ মারা আটকাতে সরকারের পক্ষ থেকে উপকূল অঞ্চলে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বছরের এ সময়টা প্রজননের জন্য বিরল ও লুপ্তপ্রায় এই কচ্ছপের দল এসে ঝাঁকে ঝাঁকে বাসা বাধে রাজ্যের গঞ্জম উপকূলে। গহিরমাথার পর বিশ্বে গঞ্জমের এই অঞ্চলেই কচ্ছপকূলকে বেশি বাসা বাধতে দেখা যায়। গঞ্জমের ঋষিকুল্যা নদীর উৎসের কাছে এদের সংখ্যা সব চেয়ে বেশি। পরিবেশবিদদের দাবি, সরকারের পক্ষ থেকে কচ্ছপ মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে, সংখ্যাটা আরও বেশি। এর একমাত্র কারণ উপকূল অঞ্চলে বেআইনি ভাবে মাছ ধরা। তাঁদের মতে, ট্রলারের প্রপেলারে ধাক্কা খেয়ে, কিংবা মাছ ধরার জালে জড়িয়েই অধিকাংশ কচ্ছপের মৃত্যু হচ্ছে। |
চিড়িয়াখানার জন্য কর্পোরেট অর্থে তহবিল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের চিড়িয়াখানাগুলির পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গড়ার ব্যাপারে শীঘ্রই অনুমোদন দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। এ ব্যাপারে একটি খসড়াও প্রকাশ করা হয়েছে। অনেক দেশই চিড়িয়াখানা উন্নয়নে এমন পদক্ষেপ করেছে। তা থেকেই শিক্ষা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। চিড়িয়াখানার উন্নয়নের জন্য সরকারি তরফেই সরাসরি কর্পোরেট সংস্থার থেকে টাকা নিয়ে তহবিল গড়া হয় অনেক দেশে। কিন্তু ভারতে তেমনটা করায় আইনি বাধা আছে। তাই একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তার মাধ্যমে অর্থ সংগ্রহ করার কথা ভাবা হয়েছে খসড়ায়। |