ছাত্রাবাসে আবাসিক পড়ুয়াদের ভূয়ো হিসাব দেখিয়ে এসসি, এসটি গ্রান্টের টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বালুরঘাটে নাজিরপুর হাই স্কুলে। দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সুবোধ চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, “প্রাথমিক তদন্তে অনিয়ম রয়েছে বলে মনে হয়েছে। বিষয়টি এসসি, এসটি সেলকে তদন্তের জন্য বলা হয়েছে। কেননা হস্টেলের আবাসিক পড়ুয়াদের ভরণপোষণের টাকা ওই দফতর বহন করে।” অভিযোগ, ওই স্কুলের এসসি, এসটি ছাত্রদের হস্টেলে আবাসিক পড়ুয়াদের সংখ্যা বেশি দেখিয়ে প্রধান শিক্ষক ৭৫০ টাকা করে মান্থলি গ্রান্টের টাকা তুলে নিচ্ছেন।” একাংশ শিক্ষকের অভিযোগ, ছাত্রাবাসে ২৬ এসসি, এসটি পড়ুয়া থাকে। অথচ ৩৪ জনের নাম নথিভুক্ত করে সরকারি অনুদানের টাকা তুলে নেওয়া হচ্ছে। স্কুলের ছাত্র হাজিরা খাতায় তাদের নাম নেই। হাজিরা খাতায় রামকৃষ্ণ বর্মন বলে পঞ্চম শ্রেণিতে ছাত্রের নাম দেখানো আছে। কিন্তু সে এই স্কুলের ছাত্রই নয় বলে অভিযোগ। পাশাপাশি অষ্টম শ্রেণীর রসেন বর্মন নামে এক পড়ুয়ার নামে টাকা তোলা হয়েছে। প্রধান শিক্ষক প্রণব সরকার এ দিন বলেন, “ ছাত্রভর্তির খাতায় ওই ছাত্রদের নাম না তোলায় বিভ্রান্তি হয়েছে। সামনে স্কুল ভোট। তাই এমন অভিযোগ তোলা হচ্ছে।”
|
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগ তুলে সরব হল এসএফআই। রবিবার সংগঠনের তরফে ওই অভিযোগ করা হয়। শনিবার দুপুরে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে পুলিশের কাজকর্মের বিরুদ্ধে রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হলেও সেখানে পুলিশ হাজির হয়ে সংগঠনের সমর্থকদের গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে বলে আশঙ্কা করে তা বাতিল করে দেওয়া হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকারের অভিযোগ, বুধবার বিকেলে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের গোলমালে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরিন্দম সরকার-সহ ৪ সমর্থকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হয়। তৃণমূলের পক্ষ থেকেও অভিযোগ দায়ের হয়। পুলিশ তৃণমূলের অভিযুক্তদের না-ধরে অভিযুক্ত এসএফআই সমর্থকদের বাড়িতে নানা ভাবে হয়রানি করছে।
|
প্রতিবেশীর ছুরির ঘায়ে খুন হলেন এক প্রাক্তন উপপ্রধান। রবিবার রাতে ঘটনাটি ঘটে চাঁচলের ভাকরি গ্রাম পঞ্চায়েতের মানিকনগরে। পুলিশ জানায়, মৃতের নাম জৈনুদ্দিন আহমেদ (৫০)। ওই এলাকায় তাঁর বাড়ি। ভাকরি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের উপপ্রধান ছিলেন তিনি। সম্প্রতি তিনি আরএসপিতে যোগ দেন। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ তিনি এলাকার চায়ের দোকানে বসেছিলেন। সেই সময়ে এক প্রতিবেশী বচসার জেরে আচমকা তাঁর পেটে ছুরি মারেন। মাটিতে লুটিয়ে পড়েন ওই প্রাক্তন উপপ্রধান। লোকজন তাঁকে চাঁচল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় মৃত্যু হয়। হামলাকারী পালিয়ে গিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশিতে নেমেছে। কেন এই খুন তা নিয়ে এলাকায় ধন্দ সৃষ্টি হয়েছে। খুনের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। চাঁচল থানার আইসি সাগর সাহা বলেন, “খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পুরানো শত্রুতা, নাকি অন্য কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
বয়সের সাটির্ফিকেট জালিয়াতি করে প্রাথমিক স্কুলে চাকরির আভিযোগে পুলিশ এক সিপিএম নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ওই নেতার বয়সের সার্টিফিকেটের জাল বলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে জানিয়েছে। বামনগোলা ওসি পূর্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “ওই শিক্ষকের নামে সাটির্ফিকেটে জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপরই ওই শিক্ষককে গ্রেফতার করতে তাঁর বাড়িতে হানা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পালিয়ে গিয়েছেন।” জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডল বলেন, “পুলিশের কাছ থেকে বিষয়টি জানার পরই ওই শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।” সিপিএম বিধায়ক তথা সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য খগেন মুর্মু বলেন, “ কেউ যদি কোনও অন্যায় করে দল তার পাশে দাঁড়াবে না।”
|
বহিষ্কৃত সিপিএম নেতা জয়ন্ত দাসকে দলে নেওয়ায় মালদহে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ব্যাপক আকার নিয়েছে। একের পর এক সিপিএমের বহিষ্কৃত নেতা, কর্মী ও সমাজবিরোধীদের দলে ঢোকানোর অভিযোগে জেলা সভাপতি তথা মন্ত্রী সাবিত্রী মিত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন দলেরই কার্যকরী সভাপতি ও ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। রবিবার সিপিএমের বহিষ্কৃত জোনাল সম্পাদককে দলে ঢোকানোর পরেই দুলালবাবু বলেন, “জেলা সভাপতি মালদহে তৃণমূলকে সংশোধনাগার হিসাবে গড়ে তুলছেন। আলোচনা না-করেই সিপিএমের বহিষ্কৃত, খুনী, দুর্নীতিগ্রস্তদের দলে ঢোকাচ্ছেন। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় নজর রাখছেন। দলবিরোধী কাজ করলে কেউ রেহাই পাবেন না।” তাঁর ক্ষোভের কথা রাজ্য নেতৃত্বে জানিয়েছেন বলেও দাবি করেছেন দুলালবাবু। এই ব্যাপারে সাবিত্রীদেবীর বক্তব্য, “আমি মুকুল রায় ও রাজ্য নেতৃত্বের সবুজ সংকেত পেয়েই সমস্ত কাজ করছি। তা ছাড়া জয়ন্ত দাস তো ক্রিমিনাল নন। তাকে দলে নেওয়া কেন্দ্র করে এত হইচই হচ্ছে কেন?” মন্ত্রী মুখে সরাসরি কিছু না বললেও তাঁর ঘনিষ্ঠদের বক্তব্য, “দুলালবাবু ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হওয়ার জন্য মন্ত্রীর কাছেই সিপিএমের বহিষ্কৃত জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত দাসকেই নিয়ে এসেছিলেন। আসলে যারা এতদিন দলের নাম ভাঙিয়ে করে খাচ্ছিল, জয়ন্ত দাস আসায় তাদের অসুবিধা হবে বলে চিৎকার করছেন।”
|
রবিবার ইংরেজবাজার থানার পুলিশ স্টেশন রোডের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। জাল নোট পাচার করার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম, এনামুল শেখ ও আতিকুল ইসলাম। দুজনের বাড়িই কালিয়াচকে। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “খবর পাওয়ার পর পুলিশ হানা দিয়ে দুই ব্যক্তিকে আটক করে দেড় লক্ষ টাকা জাল নোট উদ্ধার করে।”
|
জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালাল পঞ্চায়েত ও পুলিশ। রবিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ি ও পঞ্চায়েত সদস্যদের একাংশ স্থানীয় বাজার সংলগ্ন এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের দু’ধারের আবর্জনা সংগ্রহ করে অন্যত্র সরিয়ে দেন। ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ যাতে সড়ক সংলগ্ন এলাকায় আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করেন সেজন্য সচেতনতা অভিযান চালানো হচ্ছে।” |