বন্ধ বহু কেন্দ্র
নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের জেলা মালদহের কালিয়াচক-৩ ব্লকে ৩০০ আইসিডিএস সেন্টার চালের সরবরাহের অভাবে ২ মাস ধরে বন্ধ। চাল সরবরাহের জন্য ৩০০টি সেন্টার বন্ধ থাকার খবর শুনে চটেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী। অগস্ট মাসে আইসিডিএস সেন্টারের জন্য চাল ও ডালের বরাত দেওয়ার পরেও কেন তা সময়মতো সরবরাহ করা হয়নি সেই ব্যাপারে জেলা প্রশাসনের কাছে কৈফিয়ত তলব করেছেন তিনি। মন্ত্রী বলেন, “আইসিডিএস সেন্টারগুলি যাতে ঠিকমতো চলে তার জন্য প্রতিটি ব্লকে আগাম চাল, ডালের বরাত দেওয়া হয়েছিল। তাও কেন সময়মতো সরবরাহ করা হয়নি তা জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছি। চাল সরবরাহ না হওয়ার জন্য আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকায় মা ও শিশুরা যে খেতে পেল না এর জবাব কে দেবে? যাদের জন্য ২ মাস মা ও শিশুরা খাবার পেল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” দুমাস ধরে ৩০০টি আইসিডিএস সেন্টার বন্ধ হওয়াকে কেন্দ্র করে জেলা সমাজকল্যাণ দফতরে চাপানউতোর শুরু হয়েছে। কোলিয়াচক-৩ ব্লকে ৪১৭টি আইসিডিএস সেন্টার। গত অগষ্ট মাসে কালিয়াচক-৩ ব্লকের ৪১৭ টি সেন্টারে মা ও শিশুদের রান্না করা খাবার সরবরাহ করার জন্য ১২৮৩ কুইন্টাল চাল ও ৫৫৭ কুইন্টাল ডাল সরবরাহ করার জন্য ওয়েষ্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডকে বরাত দেওয়া হয়। রাজ্য সরকার অধীনস্থ ওই সংস্থাটি কালিয়াচক-২ ও ৩ নম্বর ব্লকে চাল, ডাল সরবরাহের জন্য মুর্শিদাবাদের অসীম ভট্টের সংস্থাকে সাব কন্ট্রাক্ট দেয়। ওই সংস্থা কেবলমাত্র ডাল সরবরাহ করে। আর চাল না-মেলায় ৩০০টি কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হন আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। এই ব্যাপারে অসীমবাবুর বক্তব্য, “চালের মিল বন্ধ থাকায় ও ভাল চাল না মেলায় সরবরাহ করতে পারিনি। আজ থেকে চাল সরবরাহ শুরু করেছি। খারাপ চাল তো সরবরাহ করতে পারি না।” ৩০০টি সেন্টার বন্ধ থাকার ব্যাপারে কালিয়াচক-৩ ব্লকের সিডিপিও শশধর গাইন বলেন, “বহুবার সরবরাহকারীকে ফোন করে চাল সরবরাহ করার জন্য বলেছি। তার পরেও তিনমাস ধরে চাল না পাঠানোয় কিছু সেন্টার বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। সরবরাহকারীরা যে চাল সরবরাহ করছে না তা মৌখিক ভাবে জেলা প্রকল্প আধিকারিকে জানিয়েছিলাম।” এব্যপারে জেলা সমাজকল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক সুতপা মুখোপাধ্যায় বলেন, “৩০ নভেম্বর দায়িত্ব নিয়েছি। কেন এতদিন ধরে আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে তা না জেনে এখনই বলতে পারব না।” কালিয়াচক-৩ ব্লকের বিডিও সুমন বিশ্বাস বলেন, “আইসিডিএস বন্ধ থাকার বিষয়টি নজরে আসতেই সরবরাহকারী সংস্থাকে দ্রুত চাল সরবরাহ করার জন্য বলা হয়েছে। অতিরিক্ত জেলাশাসককে গোটা বিষয়টি জানানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.