টুকরো খবর |
উদ্যোগী বিধায়ক |
নিজস্ব সংবাদদাতা • আলিপুর দুয়ার |
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর থেকে সবুজ সঙ্কেত মেলায় আলিপুর দুয়ার-১ ব্লকের লক্ষ্মীহাটি এলাকায় কলেজ স্থাপনে উদ্যোগী হলেন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। এলাকার চকোয়াখেতি, শালকুমারহাট, মথুরা চা বাগান এবং লাগোয়া কোচবিহার জেলার ছাত্রছাত্রীদের পড়তে ২৫-৩০ কিমি দূরে কোচবিহার, আলিপুর দুয়ার বা ফালাকাটা যেতে হয়। এলাকায় একটি কলেজ স্থাপনের জন্য তাই দীর্ঘদিন দাবি জানাচ্ছিলেন বাসিন্দারা। অভিযোগ, বাম সরকার ওই দাবিটিকে সে ভাবে গুরুত্ব দেয়নি। নয়া সরকার তৈরির পরে স্থানীয়রা বিধায়কের দ্বারস্থ হন। তিনি কলেজের দাবিতে আন্দোলনকে সমর্থন করে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন। কংগ্রেস বিধায়ক বলেন, “দীর্ঘদিন এলাকার ছাত্র ছাত্রীদের একটি কলেজের দাবি ছিল। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সঙ্গে কথা বলি। কলেজ স্থাপন করতে গেলে কমিটি গড়ে ব্যাঙ্কে কুড়ি লক্ষ টাকা জমা করতে হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকায় কলেজ স্থাপনের জন্য একটি কমিটি গঠন করে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২০১২ শিক্ষা বর্ষ থেকে কলেজ চালুর চেষ্টা চলছে।”
|
মন্ত্রীকে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
মার্কেট কমপ্লেক্স নির্মাণ, কমিউনিটি হলের কাজ সম্পূর্ণ করা, স্কুলপাড়া থেকে ঘাটিশালা পর্যন্ত করতোয়া নদীতে বাঁধের কাজ শেষ করা এবং বন্ধ থাকা সরকারি বাস চালুর দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেবকে স্মারকলিপি দেওয়া হল। বৃহস্পতিবার আইএনটিটিইউসি অনুমোদিত রাজগঞ্জের তেরাই-ডুয়ার্স প্ল্যানটেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে মন্ত্রীকে ওই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সম্পাদক তপন দে’র বক্তব্য, রাজগঞ্জ বাণিজ্যিক এলাকা বলেও পরিকল্পিত ভাবে গড়ে তোলা হচ্ছে না। সাংসদ মহেন্দ্র রায় রাজগঞ্জে বিধায়ক থাকাকালীন ২০০৮ সালে কমিউনিটি হলের কাজ শুরু হয়। এখনও সেকাজও সম্পূর্ণ হয়নি। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত রাজগঞ্জের ভোলাপাড়া থেকে রাজগঞ্জ বাজার হয়ে জলপাইগুড়ি ও শিলিগুড়ি পর্যন্ত দুটি সরকারি বাস চলত। তিনি বলেন, “এ দিন মন্ত্রীর কাছে বাস দু’টি চালাতে স্মারকলিপি দেওয়া হয়।”
|
সর্বভারতীয় সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সারদা সঙ্ঘের ৪৮ তম সর্বভারতীয় বার্ষিক সম্মেলন জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর। উদ্বোধন করবেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অক্ষয়ানন্দজি মহারাজ। রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে চার দিন সম্মেলন চলবে। সারা দেশের ৫০ টি শাখা থেকে প্রায় ৩০০ প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হবেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা সম্মেলনে বক্তব্য রাখতে আসবেন । জলপাইগুড়িতে এবারই প্রথম সঙ্ঘের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই সম্মেলন আন্দামানে অনুষ্ঠিত হয়েছিল।
|
মারধরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে নকশালবাড়ির স্টেশনপাড়ায়। রবিবার সকালে বিষয়টি নিয়ে নকশালবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাদের দুই কর্মী রামস্বরূপ পাসোয়ান এবং রামু লাল। সেই সময় সিপিএম সমর্থকরা তাদের মারধর করেন। বাধা দিতে গিয়ে অন্য দুই তৃণমূল কর্মীও তাঁদের হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। সিপিএম নেতৃত্ব বিষয়টি অস্বীকার করেছেন। নকশালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুণ্ডু বলেন, ‘‘১২ ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ বলেন, ‘‘এরকম কোনও ঘটনার কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখব।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলে, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
পুলিশকে স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দলীয় অফিসে হামলার অভিযোগ তুলে পুলিশকে স্মারকলিপি দিল কংগ্রেস। রবিবার দুপুরে মাটিগাড়া ব্লক কংগ্রেস মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, সূর্যসেন মার্কেটের কাছে কংগ্রেসের অফিসে শনিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায়। পতাকাও ছিঁড়ে দেওয়া হয়। সম্প্রতি কংগ্রেস ওই পার্টি অফিসটি তৈরির কাজে হাত দিয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বেআইনি ভাবে সরকারি জায়গায় পার্টি অফিস করা হচ্ছে বলে অভিযোগ জমা পড়েছে।” কংগ্রেসের মাটিগাড়া ব্লকের নেতা বাবলু সরকার বলেন, “ওই পার্টি অফিস দীর্ঘদিন রয়েছে। রাতে সিপিএমের লোক পার্টি অফিসে হামলা করে।” অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতারা।
|
শুরু ৭ ডিসেম্বর, অনির্দিষ্ট কাল ধর্মঘটের ডাক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিকিম ও দার্জিলিং জেলা মোটর ভেহিক্যালস দফতরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন ট্রাক মালিকেরা। সিকিম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, দার্জিলিং গোর্খা হিল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন অব তিস্তা, সিকিম ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, কাঞ্চনজঙ্ঘা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ, বহুবার বলার পরেও দার্জিলিং জেলা থেকে সিকিমে পণ্য পরিবহণের ভাড়া বাড়ানো হচ্ছে না। আরও অভিযোগ, ৩১ নম্বর জাতীয় সড়কে ওভারলোডিংয়ের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ন্যাশনাল পারমিট আইনের লঙ্ঘন হলেও প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে। আন্দোলনকারীদের পক্ষে কাঞ্চনজঙ্ঘা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দে বলেন, “সিকিম রাজ্য সরকার এবং দার্জিলিং জেলা প্রশাসনকে বহু বার বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে টানা ধর্মঘটে নামতে হয়েছে।”
|
পথ দুর্ঘটনায় মৃত সাহিত্যিক |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কোচ-রাজবংশী ভাষার সাহিত্যিক তথা অসমের বঙ্গাইগাঁও নর্মাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অম্বিকাচরণ রায়চৌধুরীর (৮১)। রবিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শামুকতলা থানার ৩১ নম্বর জাতীয় সড়কের তেঁতুলতলা চৌপথীতে। এদিন একটি গাড়িতে করে ওই সাহিত্যিক সহ ৫ জন কোচ-রাজবংশী বিষয়ক সেমিনারে যোগ দিতে কোচবিহার যাচ্ছিলেন। সেই সময় তাদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বিকাচরণবাবুর। বাকি ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ চার ঘন্টা পথ অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের মহকুমশাসক অমলকান্তি রায়। বঙ্গাইগাঁওয়ের বিধায়ক ফণীভূষণ রায়চৌধুরী বলেন, “অম্বিকাবাবুর মৃত্যুতে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল।” অম্বিকাচরণবাবু ২০১০ সালে চিলা রায় পুরস্কার পান। তিনি ৩৬টি বই রচনা করেছেন। বাস ও চালককে আটক করেছে পুলিশ।
|
ফব ছেড়ে তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগদান করল প্রায় ১০০ সমর্থক। রবিবার দুপুরে আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশন এলাকায় তৃণমূলের ডুয়ার্স অটো ইউনিয়নের অফিস উদ্বোধনের সময় ফরওয়ার্ড ব্লকের জেলা স্তরের নেতা-সহ কর্মীরা যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আলিপুরদুয়ার মহকুমার সভাপতি রাণা চন্দ জানান, এদিন দুপুরে আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশন এলাকায় দলীয় অনুষ্ঠানে ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন টিইউসিসির জেলা সভাপতি পার্থসারথি রায়-সহ প্রায় একশো জন নেতা কর্মী যোগদান করেন।
|
কম্বল বিতরণ |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবার ২৫০টি কম্বল দুঃস্থদের বিলি করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। শহর লাগোয়া মুন্ডাবস্তি, ক্ষুদিরাম পল্লী, সুভাষনগর এলাকার বাসিন্দাদের মধ্যে এদিন কম্বল বিতরণ করা হয়। রবিবার রামকৃষ্ণ মিশনের আশ্রম প্রাঙ্গন থেকেই কম্বল বিতরণ করা হয়। মিশনের সম্পাদক স্বামী অক্ষয়ানন্দজি মহারাজ কম্বল বিতরণ করেন। তিনি বলেন, “সারা শীতের মরসুম জুড়েই কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। আশ্রম থেকে সমীক্ষা চালিয়ে দুঃস্থ পরিবার চিহ্নিত করে কম্বল বিলি করা হয়।”
|
পুলিশে অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অসামাজিক কাজ রুখতে পুলিশের দ্বারস্থ হলেন আলিপুরদুয়ারের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । রবিবার মহকুমা পুলিশ আধিকারিকের কাছে এলাকায় অসামাজিক কাজ বন্ধের দাবি জানান। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, রবিবার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দার অভিযোগ জানান ওই এলাকায় বহিরাগতরা এসে অসামাজিক কাজকর্ম করে। গত ২৯ নভেম্বর এলাকার এক বাসিন্দা ঘটনার প্রতিবাদ করায় কিছু যুবক তার বাড়িতে চড়াও হয়। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না।” |
|