টুকরো খবর |
দিঘা-মন্দারমণি জুড়তে সড়ক চায় রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুরী গেলেই কোণার্ক ঘুরে আসতে চান প্রায় সব বাঙালিই। আর পর্যটকদের সেই ইচ্ছে পূরণের জন্য আছে এক্সপ্রেসওয়ে। এ বার পর্যটনের স্বার্থে দিঘা থেকে মন্দারমণি পর্যন্তও ঠিক সেই ধরনের একটি হাইওয়ে বা সড়ক তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। যাতে দিঘা গেলেই মন্দারমণি ঘুরে আসা যায়। এবং মন্দারমণি গেলে দিঘা। কোন কোন এলাকার উপর দিয়ে ওই সড়ক নিয়ে যাওয়া যাবে, সেই ব্যাপারে ১৫ দিনের মধ্যে ‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিসেস’ বা রাইটস-কে রিপোর্ট দিতে বলা হয়েছে। দিঘাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে রাজ্যের পর্যটন দফতর। সেই জন্য তারা একটি প্রকল্প রিপোর্ট তৈরি করার দায়িত্ব দিয়েছিল রাইটস-কে। ওই সংস্থার আধিকারিকেরা মহাকরণে পর্যটন, পরিবেশ দফতরের কর্তাদের সামনে তথ্য ও ছবি সহযোগে নিউ দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত পুরো অঞ্চলটির উন্নয়নের ব্যাপারে প্রাথমিক সুপারিশ পেশ করেন।
|
অপহরণের গল্প নিখোঁজ ছাত্রের
নিজস্ব সংবাদাতা • কাঁথি |
বাড়ি থেকে পালিয়ে অপহরণের গল্প ফেঁদেছিল কাঁথির দুই স্কুল ছাত্র। তদন্তে নেমে তাদের গ্যাংটক থেকে উদ্ধার করল পুলিশ। কাঁথি থানা সূত্রে জানা গিয়েছে, শহরের দু’টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র চয়ন পাত্র ও বিশ্বজিৎ গিরি গত ১ অগস্ট টিউশনের নাম করে বাড়ি থেকে বেরয়। পরে তাদের খোঁজ না মিললে বাড়ির লোকেরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২ অগস্ট রাতে বিশ্বজিৎ বাড়িতে ফোন করে জানায় যে তাকে ও চয়নকে কয়েকজন অপহরণ করে শিলিগুড়িতে নিয়ে এসেছে। অপহরণকারীরা তাদের সিকিমে নিয়ে যাবে বলে বাড়ির লোকেদের জানায় বিশ্বজিৎ। এই তথ্য পেয়ে কাঁথি থানার পুলিশ শিলিগুড়ি এবং সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বার্তা পেয়ে তদন্তে নামে গ্যাংটক থানার পুলিশ। পরে গ্যাংটকেরই রাস্তায় দুই বন্ধুকে ঘোরাঘুরি করতে দেখে ধরে নিয়ে যায় তারা। কাঁথি থানার আইসি সুব্রত বারিক বলেন, “মিথ্যা অপহরণের গল্প ফেঁদেছিল ওই দুই ছাত্র। দু’জনকে ধরেছে গ্যাংটক থানার পুলিশ। তাদের ফিরিয়ে আনার জন্য কাঁথি থেকে পুলিশের একটি দল গ্যাংটকে রওনা দিয়েছে।”
|
ছাত্র-যুব উৎসব শুরু চণ্ডীপুরে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর পরিচালিত ব্লক ছাত্র-যুব উৎসব শুরু হয়েছে চণ্ডীপুরে। শনিবার চণ্ডীপুর ফুটবল ময়দানে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। দু’দিনের এই উৎসবে কেন্দ্রীয় সরকারের ‘পাইকা’ কর্মসূচি অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিন ছাত্র-যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “জেলা ও মহকুমা শহরের পাশাপাশি প্রতিটি ব্লকে একটি করে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা যাতে নিজেদের এলাকায় খেলাধূলোর সুযোগ পায় সেই লক্ষ্যে পাইকা কর্মসূচি নেওয়া হয়েছে।”
|
বার্ষিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি ৩ চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শনিবার। কালীনগর সেচ দফতরের মাঠে মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঁথি ৩ ব্লক উন্নয়ন আধিকারিক নিশান্ত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্ধেন্দু পণ্ডা ,ক্রীড়া কর্মাধ্যক্ষ চন্দন মান্না, অবর বিদ্যালয় পরিদর্শক অনুরূপ মান্না প্রমুখ। চক্রের ১০৩টি বিদ্যালয়ের প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগ দেয়।
|
ক্ষুদিরাম স্মরণে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শহিদ ক্ষুদিরামের ১২৩তম জন্মদিবস উপলক্ষে শনিবার কাঁথিতে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। কাঁথি শহিদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে শহরের রসুলপুর বাসস্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশ থেকে ক্ষুদিরামের মূর্তির পাদদেশ পযর্ন্ত ‘রোড রেস’ হয়। ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। আলোচনাসভায় বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার পবিত্র গুপ্ত, কাঁথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস প্রমুখ।
|
দ্বিবার্ষিক সম্মেলন |
শনিবার হলদিয়ার দূর্গাচক ছায়ানট হলে অবিভক্ত মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের ‘লাইফ ইনস্যুরেন্স এজেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’র দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। দু’দিন ব্যাপী ওই সন্মেলনের শেষ দিনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের পূর্বাঞ্চলীয় সম্পাদক দিবাকর চট্টোপাধ্যায়, সভাপতি ভি কে দুবে। ৪৯ জনের একটি কমিটিও গঠন করা হয়। ডিভিশনাল সম্পাদক পদে বহাল থাকেন অমিত মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ হন পৃথ্বীশ ভট্টাচার্য। |
|