|
|
|
|
তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ সবংয়ে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল সবংয়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সবংয়ে ৭টি স্কুলের স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয়। যার মধ্যে বসন্তপুর ঝাড়েশ্বরপুর বিদ্যামন্দির, চাউলকুড়ি হাইস্কুল ও রামবাড় হাইস্কুলে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হয়েছে। সেখানে কংগ্রেস চারটি ও তৃণমূল দু’টি আসনে প্রার্থী দেয়। হরিরহাট, খাগড়াগেড়িয়া ও ভেমুয়াতে কোনও জোট হয়নি। যেখানে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম প্রত্যেকেই লড়াই করছে। আর কেরুড়ে কংগ্রেস ছাড়া অন্য কোনও দলই প্রার্থী দিতে পারেনি বলে অমলবাবু জানিয়েছেন। হরিরহাটে তৃণমূল ও কংগ্রেস উভয়পক্ষই জয়ের জন্য মরীয়া হয়ে লড়াই শুরু করে। তা থেকেই সংঘর্ষ বলে পুলিশ জানিয়েছে। তৃণমূলের অভিযোগ, হঠাৎ করেই কংগ্রেসের লোকেরা তৃণমূলের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি বলেন, “প্রথমে নির্বিঘ্নেই নির্বাচন শুরু হয়। কিছুক্ষণ পরই দেখা যায় একদল সশস্ত্র কংগ্রেস সমর্থক আমাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। ভোটারদের ভয় দেখায়। এই ঘটনায় আমাদের ৬ জন সমর্থক গুরুতর আহত হয়েছেন।” যদিও ব্লক কংগ্রেস সভাপতি অমল পাণ্ডার বক্তব্য, “সিপিএমের কায়দায় তৃণমূলও ক্ষমতা দখলের চেষ্টা করছে। আমাদের হারাতে অন্য ব্লক থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে এসে হামলা চালিয়েছে। তাতে আমাদেরও ৬ জন জখম হয়েছেন। তার মধ্যে ৩ জন গুরুতর।” |
|
|
|
|
|