|
|
|
|
আরও ৬টি সারের গোডাউন পূর্বে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কালোবাজারি রুখতে এবং সমবায় সমিতিগুলি থেকে সার বিক্রির জন্য কাঁথি ও এগরা মহকুমায় আরও ৬টি ‘বাফার গোডাউন’ চালু করা হবে। গত শুক্রবার জেলা পরিষদ, কৃষি দফতর ও সমবায় দফতরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, আসন্ন বোরো চাষের মরসুমে চাষিদের চাহিদা মেটাতে ও ন্যায্যমূল্যে সার বিক্রি করতে দুই মহকুমায় সাময়িক সারের গুদাম বা ‘বাফার গোডাউন’ চালু হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মূলত বিভিন্ন সমবায় সমিতির পরিকাঠামো ব্যবহার করে কাঁথির বেনিচক, কাজলা, ঝাওয়া, খেজুরি, রামনগর ও এগরার ভগবানপুরে গুদামগুলি হবে। জেলা পরিষদ ও কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় বার্ষিক সারের চাহিদা প্রায় ১ লক্ষ ৫০ হাজার টন। এর মধ্যে চাষের কাজে ব্যবহার হয় প্রায় ১ লক্ষ টন। বাকি সার ব্যবহার হয় মাছ চাষে। কৃষিকাজের পাশাপাশি মাছ চাষে সারের এই বিশাল চাহিদা মেটাতে গিয়ে বিভিন্ন এলাকায় খোলা বাজারে অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে হচ্ছে চাষিদের। জেলায় তমলুক-হলদিয়া মহকুমায় সারের চাহিদা অনুযায়ী গুদাম থাকলেও কাঁথি ও এগরা মহকুমায় তা নেই। জেলা সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহকুমার বেশ কিছু সমবায় সমিতি কয়েক বছর আগে সারের ব্যবসা করলেও চাহিদামত জোগান না পাওয়ায় সার মজুত বন্ধ করে দিয়েছে। ফলে বেশ কিছু সমবায় সার মজুত ও ব্যবসার লাইসেন্স পুনর্নবীকরণ করেনি। এর ফলে খোলা বাজার থেকে জেলার অধিকাংশ চাষিকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ইউরিয়া-সহ অধিকাংশ সারের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। খোলা বাজারে বিভিন্ন সারের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে জন্য ইউরিয়া বিক্রি করা হবে মূলত সমবায় সংস্থার মাধ্যমে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “চাষের কাজে ইউরিয়া সারের চাহিদা সবচেয়ে বেশি। তাই সরকার নির্ধারিত দামে কৃষকদের ইউরিয়ার চাহিদা মেটাতে সমবায়ের মাধ্যমে তা বিক্রির সুযোগ বাড়াতে আরও ৬টি গুদাম দ্রুত চালুর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে খোলা বাজারে সারের দাম নিয়ন্ত্রণে থাকবে।” পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন সারের দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁথি ও এগরায় চলতি মরসুমেই ৬টি ‘বাফার গোডাউন’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই মহকুমায় এমন ৮টি গুদাম আছে। এর ফলে গুদামের সংখ্যা বেড়ে হবে ১৪টি। |
|
|
|
|
|