|
|
|
|
প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণে পশ্চিমে বরাদ্দ ষোলো কোটি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরিকাঠামোর অভাবে ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ আপার-প্রাইমারি স্কুল। কোথাও শ্রেণিকক্ষের অভাব। কোথাও আবার প্রধানশিক্ষক, সহ-শিক্ষকদের বসার মতো জায়গাও নেই। এই পরিস্থিতিতে জেলার ৪৪৬টি আপার-প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের কক্ষ তৈরির জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করল সর্বশিক্ষা মিশন। প্রধান শিক্ষকের অফিসঘর লাগোয়া জায়গায় আরও একটি কক্ষ তৈরি করতে বলা হয়েছে। যেখানে স্কুলেরই নানা সরঞ্জাম থাকবে।
শুধু বরাদ্দই নয়, দ্রুত ওই কাজ যাতে শেষ হয়, সে দিকেও লক্ষ্য রাখছে প্রশাসন। পরিকল্পনা চূড়ান্ত করে আগামী ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে কাজ শেষ করতে বলা হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকাও জারি হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “কাজ ঠিক মতো হচ্ছে কি না, তার উপর নজর রাখা হবে। এ ক্ষেত্রে গড়িমসি হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” তবে, এই অর্থ বরাদ্দের আগে সংশ্লিষ্ট স্কুলগুলি গত বছর কোনও বরাদ্দ পেয়েছে কি না, পেলে তা কী খাতে এবং কাজ শেষে ইউসি জমা দিয়েছে কি না, সে সবও খতিয়ে দেখা হবে। ওই আধিকারিকের কথায়, “কিছু ক্ষেত্রে দেখা যায়, কয়েকটি স্কুল সময় মতো বরাদ্দ টাকার হিসেব দেয় না। ফলে, সমস্যায় পড়তে হয়।” সর্বশিক্ষা মিশনের ভারপ্রাপ্ত জেলা আধিকারিক শাশ্বতী দাস বলেন, “সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।”
পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে ভুগছে পশ্চিম মেদিনীপুরের আপার প্রাইমারি স্কুলগুলি। ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকাঅসুবিধায় রয়েছেন সকলেই। জেলায় এমন বহু আপার প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে প্রধান শিক্ষকেরা কোনও মতে এক চিলতে ঘরে মাথা গুঁজে অফিসের কাজ সামলান। বর্ষাকালে ছাদ চুঁইয়ে জল পড়ে। বৃষ্টিতে নথি-ফাইল ভিজে নষ্টও হয়ে যায় মাঝে-মধ্যে। নতুন কক্ষ তৈরি কিংবা সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে প্রশাসনের কাছে দরবার করে স্কুলগুলি। সেই সব আবেদন খতিয়ে দেখেই আপাতত ৪৪৬টি স্কুলে প্রধান শিক্ষকের কক্ষ তৈরির জন্য ১৬ কোটি ২৩ লক্ষ ৪৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, বরাদ্দ অর্থে স্কুলে আরও একটি কক্ষও তৈরি করতে হবে। যথারীতি এই ক্ষেত্রেও গুরুত্ব পেয়েছে জঙ্গলমহল। বিনপুর ১ ও ২, গোপীবল্লভপুর ১ ও ২, নয়াগ্রাম, সাঁকরাইল, ঝাড়গ্রাম প্রভৃতি এলাকার বেশ কয়েকটি স্কুলে সংশ্লিষ্ট প্রকল্পে অর্থ বরাদ্দ হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পে এক-একটি স্কুলের জন্য ৩ লক্ষ ৬৪ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। বিনপুর১-এ ১৯টি, বিনপুর ২-এ ১৪টি গড়বেতা ৩-এ ১৩টি, গোপীবল্লভপুর ১-এ ৬টি, গোপীবল্লভপুর ২-এ ১৩টি, সাঁকরাইলে ১৫টি, নয়াগ্রামে ২০টি স্কুলের জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। |
|
|
|
|
|