শিলিগুড়িতে সাব জুনিয়র এবং যুব জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতাকে ঘিরে টেবল টেনিসের শহরকে উৎসবের চেহারা দিতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ৩-৮ জানুয়ারি শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা হবে। দেশের সামনে টেবল টেনিসের শহরের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে চান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ, সোমবার শহরে আসছেন টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী। আয়োজক কমিটির সঙ্গে তিনি বৈঠক করবেন। গৌতমবাবু আয়োজক কমিটির মুখ্য পৃষ্ঠপোষক। তিনি বলেন, “টেবল টেনিসে দেশে শিলিগুড়ির বিশেষ পরিচিতি রয়েছে। সুনাম ধরে রাখতে আয়োজনে খামতি রাখা হবে না। শহরকে উৎসবের চেহারা দেওয়া হবে।” নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশনের অন্যতম কর্মকর্তা শিলিগুড়ির মান্তু ঘোষ বলেন, “মন্ত্রী এগিয়ে আসায় আমরা আশাবাদী। ২০০৮ সালেও শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় টেবল টেনিসের আসর সাফল্যের সঙ্গে আমরা করতে পেরেছি। এ বারও খামতি রাখা হচ্ছে না।” আয়োজনের খুঁটিনাটি বিষয়গুলি নিয়েই টিটিএফআইয়ের সেক্রেটারি জেনারেলের বৈঠক হবে। আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে, দেশের নাম করা টেবল টেনিস খেলোয়াড়দের কাটআউট, ছবি দিয়ে শহরকে সাজিয়ে তোলা হবে। যে সমস্ত হোটেলে খেলোয়াড়, তাঁদের অভিভাবক, খেলা পরিচালনার কাজে যুক্ত ব্যক্তিরা থাকবেন সেগুলি রকমারি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। ১৭ টি হোটেল সেই তালিকায় রয়েছে। বিভিন্ন জায়গায় টেবল টেনিস খেলোয়াড়দের খেলার বিভিন্ন মুহূর্তের কাটআউটের পাশাপাশি ফোয়ারা, আলোকসজ্জা সমস্তই থাকছে। বাস স্ট্যান্ড এবং স্টেশন থেকে খেলোয়াড়দের স্বাগত জানিয়ে নিয়ে আসতে তৈরি থাকবে বিশেষ দল। প্রতিযোগিতার জায়গা শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে খেলার জন্য আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকছে। স্টেডিয়ামে কাঠের মেঝের উপরে পাতা হবে সিন্থেটিক ফ্লোর। ১২ টি টেবলে খেলা হবে। মাঝে থাকবে ‘সেন্ট্রার টেবল’। আন্তর্জাতিক প্রতিযোগিতার ঢঙেই টেবলের দূরত্ব, খেলার জায়গা সাজানো হবে। বিভিন্ন রাজ্য থেকে আসা খেলোয়াড়দের জন্য থাকছে পছন্দ মতো রকমারি মেনুর তালিকাও। |