টুকরো খবর
সচিন খেলছেন না, অস্ট্রেলিয়া যাচ্ছেন আগে
শেষ দুই ওয়ান ডে ম্যাচে খেলার অনুরোধ গেলেও শেষ পর্যন্ত সচিন তেন্ডুলকর তাঁর সিদ্ধান্তেই অনড় থাকছেন। সোমবার আমদাবাদে শেষ দুই ম্যাচের দল নির্বাচনে বসছেন জাতীয় নির্বাচকেরা। এবং রবিবার রাত পর্যন্ত যা খবর তাতে সচিন খেলছেন না। তার বদলে তিনি এবং ভারতীয় ব্যাটসম্যানদের দল আগেভাগে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া। এমনকী ১০ তারিখ চেন্নাইতে বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁদের না থাকার সম্ভাবনা। সচিনের সঙ্গে যাওয়ার কথা রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদেরও। দ্রাবিড় আবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অন্তত তাঁকে অনুষ্ঠানের জন্য রাখার কথা তুলছিলেন কেউ কেউ। কিন্তু সেটার সম্ভাবনাও কম। বরং পেসারদের কাউকে কাউকে ব্যাটিং দলের সঙ্গে পাঠানোর কথা হচ্ছে। সেক্ষেত্রে প্রধান পেসারদের কেউ কেউ চলতি ওয়ান ডে সিরিজের শেষ দু’টো ম্যাচ না খেলে সচিনদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরতে পারেন। সহবাগ আর গম্ভীর অবশ্য ওয়ান ডে সিরিজ শেষ করে তার পরেই অস্ট্রেলিয়া যাবেন। খুব উল্লেখযোগ্য কিছু বদল তাই শেষ দুই ম্যাচের জন্য হচ্ছে না। যেটা হতে যাচ্ছে তা হচ্ছে, ঘরের মাঠে পার্থিব পটেলের উপর নির্বাচক কমিটির নজর থাকছে। যদি আমদাবাদে পার্থিব ভাল কিছু করে দিতে পারেন তা হলে তিনি থেকে যাচ্ছেন। না হলে কথা উঠতে পারে গৌতম গম্ভীরকে দিয়ে ওপেন করিয়ে শেষ দুই ম্যাচে বাংলার ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেওয়ার। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যাওয়ার আগে দু’টো ম্যাচ খেলে যেতে পারবেন ঋদ্ধি।

জিতল বর্ধমান
অজয় ঘোষ ট্রফিতে প্রথম দিনের খেলায় জিতল বর্ধমান ও বারাসত। বর্ধমান হারায় রবীন্দ্রভারতীকে।হ মোহনবাগান মাঠের এই টাই ম্যাচে দু’পক্ষই করে ৩৪ ওভারে ১৬৬। রবীন্দ্রভারতী ৬টি ও বর্ধমান ৫টি উইকেট হারায়। এক উইকেট কম হারানোর জেরে এই ম্যাচে জয়ী বলে ঘোষিত হয় বর্ধমান। ৭২ বলে ৬৮ করে ম্যাচের সেরা হয়েছে বর্ধমানের অর্ণব ঘোষ। অন্য দিকে, রাধারানি স্টেডিয়ামে বারাসত স্টেট ইউনিভার্সিটি ৬ উইকেটে হারিয়েছে বিদ্যাসাগরকে। প্রথমে ব্যাট করে বিদ্যাসাগর ৩০ ওভারে করে ১৭৭-৮। দলের অমিতকুমার সরকার ৫৪, অর্ণব মাইতি করেন ৩৫। বারাসতের অনীলকুমার কিস্কু ২৫ রানে তিন উইকেট দখল করেন। পরে বারাসত ২৮.৩ ওভারে করে ১৭৯-৪। দলের তুহিন শীল ৫০ করে ম্যাচের সেরা হন। বিদ্যাসাগরের নির্যাস দে ২৪ রানে ২ উইকেট দখল করেন। আজ, সোমবার রাধারানি স্টেডিয়ামে বর্ধমান ও বারাসাত এবং মোহনবাগান মাঠে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে।

ইয়াকুবুর গোলে ছন্দে ফিরল প্রয়াগ
আই লিগের আট নম্বর রাউন্ডে এয়ার ইন্ডিয়াকে ৩-০ হারাল প্রয়াগ ইউনাইটেড। যুবভারতীতে এ দিন গোল করলেন ইয়াকুবু, তুলুঙ্গা এবং ডেনসন দেবদাস। গোল পার্থক্যে মোহনবাগানকে টপকে দু’নম্বরেও উঠে এসেছিল প্রয়াগ। কয়েক ঘণ্টা পর গোয়ায় চার্চিল জেতায় প্রয়াগকে নেমে আসতে হল তিনে। তবে প্রয়াগই একমাত্র আই লিগে এখনও অপরাজিত। ৯ ডিসেম্বর কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে একটা সতর্ক বার্তাও দিয়ে রাখল প্রয়াগ। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোলেও প্রথমার্ধে সঞ্জয় সেনের দল ছিল সাদামাঠা। খেলা ঘুরিয়ে দেন ইয়াকুবু। ম্যাচের সেরাও তিনি। বিরতির পরই ডেনসনের পাস ধরে বাঁ-পায়ের আউট স্টেপে দুরন্ত গোল। ছ’টি গোল করে ওডাফা-টোলগের সঙ্গে ইয়াকুবু এখন সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে। এর পরে জোসিমারের দুর্বল শট গোলের বাইরে যাওয়ার পথে তুলুঙ্গা বলের উপর ঝাঁপিয়ে পড়ে ২-০ করেন। চোট পেয়ে বেরিয়েও যান তখন। ম্যাচ শেষের দু’মিনিট আগে সুভাষ চক্রবর্তীর ফ্রি-কিকে ডেনসনের হেডে ৩-০। বাংলা থেকে ছ’জন জাতীয় রেফারি: কল্যাণীর আইএফএ রেফারি অ্যাকাডেমি থেকে ছ’জন জাতীয় রেফারি হলেন।

গোয়া ডার্বিতে হারল ডেম্পো
গোয়ার ডার্বিতে হেরে গেল ডেম্পো। চার্চিল ব্রাদার্সের কাছে। আই লিগে ম্যানুয়েল গোমসের টিম ২-১ হারাল আর্মান্দো কোলাসোর দলকে। শুরুতে চার্চিল এগিয়ে যায় ২-০। গোল করেন কোভাসিস এবং হেনরি। শেষ দিকে ডেম্পোর সেলউইন ফার্নান্ডেজ ব্যবধান কমান। ম্যাচ নিয়ে তীব্র উত্তেজনা ছিল গোয়ায়। ক্লাইম্যাক্স, গাউলি, সমীর, ক্লিফোর্ড-সহ সাত জন ফুটবলার সাফ গেমসের দলে। এই ম্যাচের জন্য যাতে তাঁদের ছাড়া হয় সে জন্য ফেডারেশনের উপর চাপ সৃষ্টি করেছিল ডেম্পো। জাতীয় ফুটবলারদের ফিরিয়ে আনারও হুমকি দিয়েছিল। ম্যাচ বাতিলের আবেদন করেছিল। কোনওটাই মানেনি ফেডারেশন। গোয়ায় ফোন করে জানা গেল, ফেডারেশনের অ্যাপিল কমিটির কাছে আবেদন করতে চলেছে ডেম্পো। অন্য একটি ম্যাচে পুণে এফসি ৩-১ হারাল হ্যালকে।

প্যাটিনসনের আগুনে ধ্বংস নিউজিল্যান্ড
প্যাট কামিন্সের আত্মপ্রকাশের পরপরই অস্ট্রেলীয় ক্রিকেটে উঠে এলেন আর এক তরুণ পেসার। অভিষেক টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে ন’উইকেটে জেতালেন ২১ বছরের জেমস প্যাটিনসন। জীবনের প্রথম টেস্টে ম্যাচের সেরাও তিনি। মাত্র ন’টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন প্যাটিনসন। যাঁকে এ বছরই সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গাব্বায় দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন। যার মধ্যে রয়েছে চার বলের মধ্যে তিনটে উইকেট। অল্পের জন্য হ্যাটট্রিক ফস্কে দ্বিতীয় ইনিংসে ১৫০ রানে কিউয়ি ইনিংস শেষ করে দেন প্যাটিনসন। জেতার জন্য দরকার ১৯ রান এক উইকেট হারিয়ে তুলে নেয় অস্ট্রেলিয়া। বছর শেষে ভারতের বিরুদ্ধে নতুন বলে কামিন্স-প্যাটিনসন জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার।

ডেভিস কাপ নাদালদের
রাফায়েল নাদাল ডেভিস কাপ দিলেন স্পেনকে। ঘরের মাঠে প্রথম রিভার্স সিঙ্গলসে আর্জেন্তিনার সেরা প্লেয়ার দেল পোত্রো-কে ১-৬, ৬-৪, ৬-১, ৭-৬ (৭-০) হারিয়ে ফাইনালে স্পেনকে অনতিক্রম্য ৩-১ ম্যাচে এগিয়ে পঞ্চম বার ডেভিস কাপ চ্যাম্পিয়ন করলেন নাদাল। পাঁচ বারই নতুন শতকে। শেষ চার বছরে তিন বার ডেভিস কাপ পেল স্পেন। এ বারের ফাইনালে প্রথম দিন নাদাল ও ডেভিড ফেরার সিঙ্গলসে জেতার পরে গতকাল ডাবলসে জিতে ১-২ করে লড়াইয়ে টিকে ছিল আর্জেন্তিনা। কিন্তু ২০০৮-ফাইনালের মতোই স্পেনের কাছে হারল তারা শেষ পর্যন্ত।

শীর্ষে সায়ন্তন
অষ্টম রাউন্ডের শেষে আট পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সায়ন্তন দাস। স্কুলগুলির পয়েন্টের বিচারে শীর্ষে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল। দু’নম্বরে বিবেকানন্দ মিশন স্কুল। রবিবার সপ্তম রাউন্ডে সায়ন্তন হারাল অভ্রপ্রতিম মান্নাকে। অভ্রপ্রতিম-সহ আট জন দাবাড়ু রয়েছে সাত পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা দীপ্তায়ন ঘোষের বিরুদ্ধেই নবম রাউন্ডে মুখোমুখি হচ্ছে সায়ন্তন।

মেয়রস কাপ সাঁতার
রবিবার হেদুয়ায় ওয়াটারপোলোর পর শুরু হল মেয়রস কাপ সাঁতার। প্রথম দিন ২১টি ইভেন্ট হল। বিভিন্ন বিভাগে প্রথম হলেন চন্দ্রিমা নন্দী, সহেলি ঘোষ, মেঘনা ভরদ্বাজ, রনিত দে, কুণাল বসাক, উত্থান দাস, অভিজিৎ দে প্রমুখ।

অন্য খেলায়
স্বামী তেজসানন্দ স্মারক ক্রিকেট রবিবার অনুষ্ঠিত হয় বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ মাঠে। চ্যাম্পিয়ন বিদায়ী ছাত্ররা।

সোমবারে আই লিগে
ইস্টবেঙ্গল : স্পোর্টিং ক্লুব গোয়া (মারগাও, ৩-৩০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.