চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ হকির চরম উত্তেজনাময় ফাইনালে নাটকীয় ভাবে হার মানল ভারত। ৬৯ মিনিট পর্যন্ত ৩-১ এগিয়েও শেষ মিনিটের গোলে ৩-৪ হারলেন ভরত ছেত্রীরা।
জোহানেসবার্গে রবিবারের ফাইনাল ম্যাচ মূলত ছিল ভারতীয় স্কিল বনাম বেলজিয়ান গতির। শেষ পর্যন্ত গতির কাছে হার মানল শিল্প। সান্ত্বনা জুটল সন্দীপ সিংহের। টুর্নামেন্টে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন ভারতের এই ড্র্যাগ ফ্লিকার।
৬৯ মিনিটে ‘ডি’-এর ভিতরে ঢুকেই নেওয়া হিট থেকে গোল পেয়ে যায় বেলজিয়াম। তাতেই হার ভারতের। ১-৩ পিছিয়ে পড়ার পরেই বেলজিয়াম চেপে ধরে ছিল ভারতীয় ডিফেন্সকে। খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে পেনাল্টি কর্নারও আদায় করেছিল। সেই সময়ে বাঁচলেও শেষরক্ষা হল না ভারতের।
ফাইনালে শুধু পেনাল্টি কর্নারের দক্ষতা ভারতীয়রা কাজে লাগালেন। সেমিফাইনালের মতোই ভারতের প্রথম গোল পেনাল্টি কর্নারেই। রামচন্দ্র রঘুনাথের স্টিক থেকে। গোলটি পাওয়ার আগে থেকেই অর্জুন হলাপ্পা-শিবেন্দ্র সিংহেরা খেলার রাশ নিজেদের দখলে নিতে শুরু করেছিলেন। তার সঙ্গে ছিল সন্দীপ সিংহদের কড়া ডিফেন্স। গোলের নীচে অনবদ্য ছিলেন ভরত ছেত্রীও। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। বিরতিতে ১-০ এগিয়ে ছিল ভারত।
বিরতির পরেও যথেষ্ট চাপ রেখে দিয়েছিল ভারত। যার জেরে ফের পেনাল্টি কর্নার পান সন্দীপ-সরবনজিৎরা। এ বার গোল করেন সন্দীপ। যিনি এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাকলও করেন। এর পরেই অবশ্য ১-২ করে দিয়েছিলেন বেলজিয়ামের জেরোম ডেকিসের। তার পর ফের ভারতের আক্রমণের সামনে নাস্তানাবুদ হতে থাকে বেলজিয়াম। অসাধারণ স্কিলের পরিচয় দিয়ে ৩-১ করেছিলেন শিবেন্দ্র সিংহ। কিন্তু নাছোড় বেলজিয়াম ২-৩ করে বোকার্ডের ফিল্ড গোলে। তার পরেই ডেকিসের নিজের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান বেলজিয়ামকে। তার পর শেষ মিনিটের জয়ের দুরন্ত গোল। স্বপ্নভঙ্গ ভরতদের। তবে ফাইনালে পৌঁছনোর জন্যই একটি হোটেল সংস্থা ভারতীয় হকি দলকে ২৫ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে। |