সাফ কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পয়েন্ট হারানোর পর সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারাতে মরিয়া ভারত। তবে যে দলকে আগের দিন শ্রীলঙ্কা তিন গোলে হারিয়েছে, সেই ভুটানকে কোনও রকমে হারাতে পারলেই নাকি খুশি হবেন ভারতীয় দলের কোচ স্যাভিও মেদেইরা। রবিবার অম্বেডকরে অনুশীলনের পর স্যাভিও বললেন, “আমি শুধু পরের দু’টো ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চাই। জয়ের ব্যবধান নিয়ে একেবারেই ভাবছি না।”
সোমবারের দলে বড় কোনও পরিবর্তন করতে চাইছেন না স্যাভিও। বরং আফগানিস্তান ম্যাচে যাঁরা খেলেছেন তাঁদের নিয়ে ভুটান-বধের ঘুঁটি সাজাচ্ছেন তিনি। চিন্তা একটাই। সমীর নায়কের ডান পায়ের গোড়ালিতে চোট। তিনি অনিশ্চিত। সমীরের জায়গায় সম্ভবত খেলবেন নির্মল ছেত্রী। স্যাভিও বলছিলেন, “একই ফর্মেশনে খেলব। আমার মতে টুর্নামেন্টের মাঝে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক নয়। তবে প্রয়োজনে মাঝমাঠে দু’একটা পরিবর্তন করতে পারি।”
আফগানিস্তানের বিরুদ্ধে সে ভাবে জ্বলে উঠতে না পারলেও ভূটান ম্যাচে আবার স্বমহিমায় দেখা যাবে সুনীল ছেত্রী-জেজে জুটিকেএমনটাই মনে করছেন স্যাভিও। বললেন, “সুনীল আর জেজে এই মুহূর্তে দেশের সেরা দুই স্ট্রাইকার। আগের ম্যাচে ওরা খুব ক্লান্ত ছিল। সবে বিদেশ থেকে ফিরলে যা হয় আর কী! কিন্তু আফগানিস্তান ম্যাচে ওদের নামানো ছাড়া কোনও উপায় ছিল না। আমার বিশ্বাস সোমবার ওদের অন্য চেহারায় দেখতে পাওয়া যাবে।” পাশাপাশি অবশ্য সতর্ক করেও দিলেন জাতীয় কোচ। “তবে হাউটনের আমলে একবার এই ভুটানই ভারতকে সেমিফাইনালে ১১৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল গোলের জন্য। সেটা ভুললে চলবে না।”
এ দিকে, রেঞ্জার্সের অভিজ্ঞতা সাফ কাপে কাজে লাগাতে চাইছেন সুনীল। তাঁর কথায়, “রেঞ্জার্সে অল্প সময় অনুশীলন করলেও দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। দুঃখ একটাই, প্রথম দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাইনি। ওদের কোচের সঙ্গেও বেশি সময় কাটাতে পারিনি। তবে যাদের সঙ্গে ছিলাম তারাও কোনও অংশে কম নয়। প্রতিভার ছড়াছড়ি। ওদের থেকে অনেক কিছু শিখলাম। যেটা সাফ কাপেও কাজে লাগানোর চেষ্টা করব।” |