নিজস্ব সংবাদদাতা • মযূরেশ্বর |
সহায় প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে একাসনে খাবার খেলেন মন্ত্রী থেকে আমলারা। সৌজন্যে নবান্ন।
শনিবার মল্লারপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহাসংঘের কার্যালয়ে পালিত হয় নবান্ন উৎসব। আয়োজন করেছিল ময়ূরেশ্বর ১ গ্রাম পঞ্চায়েত। সেখানে ১০০ জনেরও বেশি সহায় সম্বলহীন বাসিন্দা এসেছিলেন। তাঁদের সঙ্গে নবান্ন উৎসবে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসআরডিএ’র চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌম্যজিৎ দাস, ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও মনমোহন ভট্টাচার্য, ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল সাহা প্রমুখ।
পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে এই পঞ্চায়েতের পরিচালনায় ৫টি কেন্দ্রে সহায় প্রকল্প চালু হয়। ভাত থেকে সব্জি, মাছ থেকে মিষ্টি-সবই ছিল। পংক্তিভোজের পরে ফতেপুরের অমূল্য মাল, অমিয় ভট্টাচার্যরা জানান, এ দিন বিশেষ ব্যক্তিদের উপস্থিতি, সঙ্গে বিশেষ খাবার পেয়ে তাঁরা খুব খুশি। সহায় প্রকল্পে এক বেলা খাবার পাচ্ছেন। তাঁরা চান, দু’বেলা খাবার দেওয়া হোক। মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিক--সকলেই বলেন, “এই উদ্যোগ নিঃসন্দেহে ভাল। নবান্ন গ্রাম বাংলার মানুষের জীবনের একটা আলাদা দিন। এ দিন গৃহস্থের সংসারে ভাল রান্না হয়। এখানেও সহায় উপভোক্তাদের জন্যও ভাল রান্না হয়েছিল।” মল্লারপুর ১ পঞ্চায়েতের প্রধান ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই খেয়ে খুশি হয়েছেন। আমাদের আয়োজন এতেই সার্থক।” |