টুকরো খবর
কিশোরের দেহ উদ্ধার, গ্রেফতার ১
এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার নিউ ঘুসিক কোলিয়ারির রেললাইন সংলগ্ন অঞ্চলে তার দেহ মেলে। এই ঘটনায় রবিবার পুলিশ ওই কিশোরের এক বন্ধুকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রজত রায় (১২)। বাড়ি ওই থানা এলাকার মহিশীলা দক্ষিণপাড়ায়। মৃতের মা কাকলী রায় পুলিশকে জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ৩টা নাগাদ সে বাড়ি থেকে বেরোয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশীরাই প্রথম দেহটি দেখতে পান। পুলিশের দাবি, জেরার মুখে ধৃত স্বীকার করেছে, তারা দু’জন একটি মাংসের দোকানে কাজ করত। তাদের মধ্যে প্রায়ই বচসা হত। শনিবার সে-ই রজতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে।

আলোচনাচক্র
‘দ্য ইনস্টিটিউট অফ কস্টস অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ অনুমোদিত ‘আসানসোল চ্যাপ্টার অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস’-র উদ্যোগে একটি আলোচনাচক্র আয়োজিত হল বার্নপুর ভারতীভবনে। হিসাবরক্ষক কর্মীদের দক্ষ করে তোলা, তাঁদের গবেষণায় সহায়তা করা-সহ আধুনিক ব্যবস্থার উপযোগী করে তোলা নিয়ে এ দিন আলোচনা হয়। টেকনিক্যাল কনভেনশনে বক্তৃতা করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী বলভদ্রানন্দ, আয়োজক সংগঠনের প্রতিনিধি এসপি পাধি ও সিবিআই অধিকর্তা এসআর মজুমদার।

গাড়ি রাখা নিয়ে বচসা, জখম ১
তামলা বস্তিতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে রবিবার বচসা ও হাতাহাতির ঘটনায় এক ব্যক্তি জখম হন। তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বাবুলাল সাহানির সঙ্গে বচসা হয় উপেন্দ্র পাসোয়ানের। বাবুলালের অভিযোগ, উত্তেজনার মাথায় উপেন্দ্র লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বাবুলাল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

‘প্রতারণা’, ধৃত শিক্ষক
প্রতারণার অভিযোগে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আংশিক সময়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সোমনাথ গোস্বামী। বাড়ি ইসমাইল এলাকায়। স্থানীয় বাসিন্দা সুমন রুনায়েক অভিযোগ করেন, ওই শিক্ষক তাঁকে বিএড কলেজের অনুমোদন পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ টাকা নিয়েছেন। ২০১০ সাল থেকে একাধিক কিস্তিতে এই টাকা তিনি নিয়েছেন। পুলিশ ওই শিক্ষকের ব্যাঙ্কের পাশবই বাজেয়াপ্ত করেছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।

টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙা অঞ্চলে। বঙ্কিম ভান্ডারি নামে ওই ব্যক্তি আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে জানান, তিনি টাকা তুলে অন্য এক জনের মোটরবাইকে চেপে বাক্তিগত কাজে চেলিডাঙায় যান। সেখানে বাইকটি দাঁড় করাতেই পিছন দিক থেকে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর হাত থেকে টাকা ভতি সুটকেসটি কেড়ে নিয়ে পালায়।

অফিসে আগুন
সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার একটি অফিসে আগুন লাগে রবিবার সন্ধ্যায়। দ্রুত অফিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভে যায়। একটি কম্পিউটার ও কিছু কাগজপত্র ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে।

টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙা অঞ্চলে। বঙ্কিম ভান্ডারি নামে ওই ব্যক্তি আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে জানান, তিনি টাকা তুলে অন্য এক জনের মোটরবাইকে চেপে বাক্তিগত কাজে চেলিডাঙায় যান। সেখানে বাইকটি দাঁড় করাতেই পিছন দিক থেকে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁর হাত থেকে টাকা ভতি সুটকেসটি কেড়ে নিয়ে পালায়।

বচসায় জখম
তামলা বস্তিতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে রবিবার বচসা ও হাতাহাতির ঘটনায় এক ব্যক্তি জখম হন। তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বাবুলাল সাহানির সঙ্গে বচসা হয় উপেন্দ্র পাসোয়ানের। বাবুলালের অভিযোগ, উত্তেজনার মাথায় উপেন্দ্র লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বাবুলাল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

এবিটিএ-র সভা
এবিটিএ-র আসানসোল মহকুমা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আসানসোল রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে রবিবার। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে তিনশো প্রতিনিধি সভায় যোগ দেন। উদ্বোধন করেন শিক্ষাবিদ রঞ্জুগোপাল মুখোপাধ্যায়। সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ মণ্ডল জানান, উপস্থিত প্রতিনিধিরা সংগঠনের কর্মসূচি পালন-সহ মহকুমায় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কিশোরী নিখোঁজ
ভিড়িঙ্গি কোর্ট মোড় এলাকা থেকে শনিবার দুপুরে নিখোঁজ হয় এক কিশোরী। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই কিশোরীর নাম শাবানা খাতুন (১৩)। এ দিন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় পরিজনেরা খোঁজখবর শুরু করেন। রাত পর্যন্ত কোনও সূত্র না মেলায় তাঁরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.