খেলার টুকরো খবর |
কাটোয়ায় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবলে জিতল কটোয়া শহরের বাগানেপাড়ার ওয়াইএমসি। রবিবার টিএসি মাঠে এই ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি ও ওয়াইএমসি। পেনাল্টি থেকে খেলার একমাত্র গোলটি করেন ওয়াইএমসি-র শিবু মণ্ডল। তবে ওই পেনাল্টি নিয়ে বিতর্ক দেখা দেয়। দ্বিতীয়ার্ধে নিজেদের পেনাল্টি বক্সের বাইরে হাতে বল লাগিয়ে ফেলেন দাঁইহাট ফুটবল অ্যাকাডেমির এক খেলোয়াড়। কিন্তু রেফারি প্রথমে পেনাল্টি না দিয়ে খেলা চালাতে থাকেন। পরে দ্বিতীয় রেফারির সঙ্গে আলোচনা করে পেনাল্টি দিলে দাঁইহাটের দলটি খেলতে অস্বীকার করে। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তবে তার পরে তারা খেলতে সম্মত হয়। ম্যাচের সেরা দাঁইহাটের কানু হালদার। প্রতিযোগিতার সেরা ওয়াইএমসি-র লগসান জানি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ।
|
ক্রীড়াকর্তা প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মারা গেলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক সুশীলকুমার ঘোষ ওরফে বাঁকাবাবু। বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধকজনিত রোগে ভুগছিলেন। ১৯৬৭-৭২ তিনি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। জেলা ভলিবল ও বাস্কেটবল সংস্থার সঙ্গেও দীর্ঘ দিন যুক্ত ছিলেন তিনি।
|
ভলিবল লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর ভলিবল লিগের প্রথম ডিভিশনে জাতীয় সঙ্ঘ ৩-০ সেটে হারায় ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবকে। পয়েন্টের ব্যবধান ২৫-২৩, ২৫-২২, ২৫-০৮। অপর ম্যাচে অগ্রদূত সঙ্ঘ ৩-১ সেটে হারায় অগ্রদূত কোচিং কেন্দ্রকে। পয়েন্টের ব্যবধান ১৯-২৫, ২৫-২১, ২৫-১৫, ২৫-১০।
|
অনূর্ধ্ব ১৭ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
— নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগের খেলায় রবিবার জয়ী হল আমলাজোড়া সুপ্রিয় সঙ্ঘ। অআকখ মাঠের খেলায় এ দিন তারা ৫-০ গোলে পলাশডিহা তরুণ সঙ্ঘকে হারায়। গোল করে জীবন পাঠক, বিশ্বজিৎ পাঁজা, প্রদীপ লোহার, বিশ্বজিৎ সরকার ও অপূর্ব রায়। ম্যাচটি পরিচালনা করেন জিতেন রুইদাস, রতন মাইতি, আশিস দাস।
|
জয়ী শিবাজী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
বাসন্ত ইনস্টিটিউট আয়োজিত শরৎ চন্দ্র বসু স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে গেল শিবাজী সঙ্ঘ। ওভাল মাঠে শনিবার দ্বিতীয় সেমি ফাইনালে তারা অরবিন্দ স্পোর্টিংকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রণজিৎ ঘোষ। আজ সোমবার ফাইনালে শিবাজী সঙ্ঘ মুখোমুখি হবে এনইউসিএসই।
|
জয়ী বড়ডাঙা
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল বড়ডাঙ্গা আদিবাসী মিলন সঙ্ঘ এবং ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। কালাঝড়িয়া মাঠে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে বড়ডাঙ্গা আদিবাসী মিলন সঙ্ঘ টাইব্রেকারে ৬-৫ গোলে আড়াডাঙ্গা এমবিজি-কে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। শনিবার এই মাঠে প্রথম সেমিফাইনালে লাস্কার সামলেটকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। আয়োজক সংস্থার পক্ষে সুখেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, ১১ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল বড়ডাঙ্গা আদিবাসী মিলন সঙ্ঘ এবং ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। কালাঝড়িয়া মাঠে রবিবার দ্বিতীয় সেমি ফাইনালে বড়ডাঙ্গা আদিবাসী মিলন সঙ্ঘ টাইব্রেকারে ৬-৫ গোলে আড়াডাঙ্গা এমবিজি-কে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। শনিবার এই মাঠে প্রথম সেমিফাইনালে লাস্কার সামলেটকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। আয়োজক সংস্থার পক্ষে সুখেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, ১১ ডিসেম্বর ফাইনাল খেলা হবে।
|
|