দরপত্র ডাকার পদ্ধতিতে ওঠা অসঙ্গতির অভিযোগ বিষয়ে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানালেন আসানসোল পুরসভার বিরোধী কাউন্সিলররা। শনিবার প্রাক্তন মেয়র তথা পুরসভার বিরোধী দলনেতা তাপস রায়ের নেতৃত্বে বাম কাউন্সিলররা মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই দাবি জানান।
সম্প্রতি পুরসভার কালাঝড়িয়া জল প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য ডাকা দরপত্রের পদ্ধতিতে অসঙ্গতি রয়েছে, এমন অভিযোগ তুলে পুর কমিশনারকে চিঠি দিয়েছিলেন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। টেন্ডার কমিটির চেয়ারম্যান কংগ্রেসের শিবদাস চট্টোপাধ্যায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন। অভিযোগ মনগড়া বলে দাবি করেছেন জল দফতরের মেয়র পারিষদ কংগ্রেসের রবিউল ইসলামও। পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে দরপত্র ডাকা হয় তাতে সব ধরনের অসঙ্গতি ও বেনিয়ম রুখতে ‘ই-টেন্ডার’ ডাকার দাবিও তুলেছেন জিতেন্দ্রবাবু। এই দাবি জানিয়ে পুর কমিশনারকে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।
পুরসভার বিরোধী নেতা তাপস রায় বলেন, “শাসকপক্ষের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যানই এই অসঙ্গতির অভিযোগ তুলেছেন। আমরা মেয়রের কাছে প্রকৃত তথ্য জানতে চেয়েছি। উনি আমাদের জানাবেন বলেছেন।” তিনি আরও জানান, মেয়রের দেওয়া তথ্যে তাঁরা সন্তুষ্ট না হলে আসানসোলব্যাপী প্রচার আন্দোলনে নামবেন। একই সঙ্গে বিরোধী নেতার আরও দাবি, দরপত্র ডাকার আগে যদি কোনও উন্নয়নমূলক কাজ হয়ে গিয়ে থাকে, তবে সেই কাজগুলির নতুন দরপত্র তাঁরা ডাকতে দেবেন না।
বিরোধী কাউন্সিলররা দেখা করে কী তথ্য চেয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হলে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য বিশেষ কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, “পুরসভার কিছু বিষয় ওঁদের কাছে পরিষ্কার ছিল না। আমি বুঝিয়ে বলেছি। ওঁরা বিষয়গুলি বুঝতে পেরেছেন।” |