রং না দেখে জমি উদ্ধার করবে রাজ্য |
পতাকার রং না দেখে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার করবে রাজ্য সরকার। শুক্রবার শিলিগুড়ির মৈনাক টুর্যিস্ট লজে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। তিনি স্পষ্ট করে দেন, বস্তি উচ্ছেদের যে কথা বিরোধী দলগুলির পক্ষ থেকে তোলা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। সরকার সমস্ত বস্তির উন্নয়ন করবে। গৌতমবাবু বলেন, “বহু জায়গায় নকল দলিল সহ বিভিন্ন কাগজপত্র বের করে সরকারি জমি দখল করে রাখা হয়েছে। সমীক্ষা করে সেই জমির তালিকা আমরা তৈরি করব। তার পর সেগুলি উদ্ধার করা হবে। নতুন করে সরকারি জমি দখল করার চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে। তাতে কোনও পতাকার রং দেখা হবে না।’ এদিন শিবমন্দিরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে হাউজিং দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেখানে তিনি দখল হয়ে যাওয়া জমির ব্যপারে খোঁজখবর নেন। তিনি জানান, ফুলবাড়ি এবং সংলগ্ন এলাকায় প্রচুর সরকারি জমি দখল হয়ে যাওয়ার খবর রয়েছে। সে সব জমি নিয়েই এদিন মূলত খোঁজখবর নেন তিনি।
|
ফাঁসিদেওয়া সার্কেলের প্রাথমিক স্কুলগুলির বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এ দিন ফাঁসিদেওয়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালটুলির চাপড়ামারিতে পঞ্চায়েতের নিজস্ব খেলার মাঠে। হাজির ছিলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবতী। একই দিনে বিধাননগর সার্কেলের চারটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুকুর, হেটমুড়ি ও বিধাননগর-১ ও ২ অঞ্চলের প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির ক্রীড়া প্রতিযোগিতা হয় আমবাড়ি হাই স্কুল মাঠে।
|
শুক্রবার দুপুরে ফালাকাটার কলেজ পাড়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ছাত্রের দেহ। ওই ছাত্রের নাম শুভজিৎ দে (১৮)। সে ফালাকাটা পলিটেকনিকের ইলেকট্রনিক ও টেলি কমিউনিকেশনের প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্রের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
প্রশ্নপত্র ছাপার ভুলে বাতিল হয়ে গেল আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাই স্কুলের অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষা। শুক্রবার বেলা দেড়টা নাগাদ ওই স্কুলে ভুগোল পরীক্ষা ছিল। পরীক্ষার হলে ঢোকার পরে ছাত্ররা জানতে পারে পরীক্ষা হবে না। ম্যাকউইলিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস জানান, ২৮শে নভেম্বর থেকে স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। |