শেষ হল খড়্গপুর মহকুমার প্রাথমিক বিদ্যালয়গুলির ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার খড়্গপুরের সেরসা স্টেডিয়ামে শুরু হয়েছিল দু’দিনের এই প্রতিযোগিতা। যোগ দিয়েছিল মহকুমার ১০টি ব্লকের ২৪টি বিদ্যালয় চক্রের অন্তত ৮৬৪ জন ছাত্রছাত্রী। ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় খড়্গপুরের সাউথ সাইড প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার সেরসা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের পুরস্কার দেওয়া হয়।
|
সম্প্রতি খড়্গপুরের সাউথ সাইডে আয়োজন করা হয়েছিল দৌড় প্রতিযোগিতার। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর রেলের ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন সৌম্যদীপ মণ্ডল, এস এ হালিম এবং অঙ্কুশ মিস্ত্রী।
|
সালুয়ায় গেল প্রাণিসম্পদের দল |
গত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মুরগি মরেছে। চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরের সালুয়ায়। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার এলাকায় আসে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের এক প্রতিনিধিদল। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে অবস্থা বোঝার চেষ্টা করেন ওই দলের সদস্যরা। স্থানীয়দের একাংশের বক্তব্য, কোনও রোগের জন্যই এ ধরনের ঘটনা ঘটছে। এলাকা থেকে বেশ কয়েকটি মুরগির রক্তের নমুনা নেওয়া হয়। প্রণিসম্পদ বিকাশ দফতর অবশ্য বার্ড-ফ্লু’র আশঙ্কা উড়িয়ে দিচ্ছে। প্রশাসন জানাচ্ছে, প্রাথমিক ভাবে যে রিপোর্ট এসেছে, তাতে বার্ড-ফ্লুর পরিস্থিতি নেই। তবে, কী জন্য কয়েকটি মুরগি মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি বলেন, “প্রণিসম্পদ বিকাশ বিভাগের একটি দল এলাকায় গিয়ে পরিস্থিতি দেখে এসেছে। এ ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই।”
|
মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া |
রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রভাকর সেনগুপ্ত, কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার ঘোষ-সহ বিশিষ্টরা। সব মিলিয়ে প্রায় দেড়শো ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন। মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর মশাল দৌড় হয়। পরে ছাত্রীরা কুচকাওয়াজেও অংশ নেন। কলেজের অধ্যক্ষ উদয়চাঁদ পাল জানান, প্রতিযোগিতা শেষে এ দিনই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। |